আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।
পিসির স্টোরেজ সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় আমাদের কখনো কখনো কিছু সফটওয়্যার সিস্টেম থেকে আনইন্সটল করার প্রয়োজন পড়ে। সিঙ্গেল সফটওয়্যার আনইন্সটল করা তেমন ঝামেলা না হলেও যখন একসাথে অনেক গুলো সফটওয়্যার আনইন্সটল করতে হয় তখনই মূলত ঝামেলা তৈরি হয়। একটি সফটওয়্যার আনইন্সটল করতে একাধিক বার ক্লিক করতে হয়, সেখানে যদি ১০ টি সফটওয়্যার থাকে? চিন্তার কিছু নেই আজকে এমন একটি অ্যাপ এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবে যা দিয়ে সিঙ্গেল ক্লিকে অনেক গুলো সফটওয়্যার আনইন্সটল করে দিতে পারবেন।
Bulk Crap Uninstaller অথবা BCU একটি ফ্রি বাল্ক প্রোগ্রাম আনইন্সটলার৷ এতে রয়েছে এডভান্সড অটোমেশন ফলে এটি কোন ধরনের ঝামেলা ছাড়াই এক সাথে অনেক গুলো সফটওয়্যার আনইন্সটল করে দিতে পারবে। কোন ধরনের ট্যাকনিক্যাল জ্ঞান নেই এমন ইউজাররাও এই অ্যাপটি সহজে ব্যবহার করতে পারবে।
এটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ আনইন্সটল করার পাশাপাশি, আনইন্সটল হয়ে যাবার পর সিস্টেমে থেকে যাওয়া ফাইল গুলোও রিমুভ করে দিতে পারে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Bulk Crap Uninstaller
প্রথমে Bulk Crap Uninstaller ডাউনলোড করে ইন্সটল করে নিন।
অ্যাপটি ওপেন করে, নির্দিষ্ট প্রোগ্রাম সিলেক্ট করে Uninstall এ ক্লিক করুন।
Add to task এ টিক দিন। কয়েকবার Continue এ ক্লিক করুন।
নিচের মত উইন্ডো আসলে Begin Uninstallation এ ক্লিক করুন।
কিছুক্ষণ অপেক্ষা করুন
পিসির জন্য অনেক ধরনের আনইন্সটলারই রয়েছে তবে Bulk Crap Uninstaller টির সবচেয়ে ভাল দিক এটি ভারী কোন সফটওয়্যার নয়, তাছাড়া খুব সহজে অতিরিক্ত ঝক্কি ঝামেলা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতেই এটি ব্যবহার করতে পারবেন।
আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।