অ্যান্ড্রয়েড টু পিসি ফাইল শেয়ার করুন Nearby Share এর মাধ্যমে

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজ পিসির মধ্যে সহজে ফাইল আদান প্রদানের কোন ব্যবস্থা নেই আমরা সবাই জানি। এই কাজের জন্য বেশ কিছু অ্যাপ থাকলেও সেগুলোতে থাকে অনেক ধরনের বাগ এবং স্পীড থাকে খুবই কম। আজকে এই টিউনে আমরা সেরা অ্যান্ড্রয়েড টু পিসি ফাইল শেয়ার সলিউশন নিয়ে হাজির হয়েছি। মজার বিষয় হচ্ছে এই মেথডে আপনার অ্যান্ড্রয়েড ফোনে কোন ধরনের অ্যাপ ইন্সটলই করতে হবে না।

আপনারা হয়তো খেয়াল করেছেন সকল অ্যান্ড্রয়েড ফোনেই Nearby Share নামে একটা অপশন থাকে। কোন ধরনের অ্যাপ ছাড়াই এই ফিচার দিয়ে অ্যান্ড্রয়েড থেকে এন্ড্রয়েডে ফাইল আদান-প্রদান করা যায়, স্পীড ও যথেষ্ট ভাল। আর এই Nearby Share ফিচারটির এক্সটেন্ডেড ভার্সন নিয়ে আসা হয়েছে পিসির জন্য।

কীভাবে Nearby Share ফিচার ব্যবহার করবেন

প্রথমে পিসিতে Nearby Share ইন্সটল করে নিন।

ফোনে নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে শেয়ার অপশন থেকে Nearby Share এ ট্যাপ করুন।

ডিভাইস সার্চ থেকে আপনার পিসি সিলেক্ট করুন।

শেষ কথা

Nearby Share এর মাধ্যমে অ্যান্ড্রয়েড টু পিসির ফাইল শেয়ারে আমি দারুণ স্পীড পেয়েছি এবং আমার ব্যক্তিগত ভাবে এটা দারুণ পছন্দ হয়েছে। আমি মনে করি এটা অ্যান্ড্রয়েড টু পিসি ফাইল ট্রান্সফারের জন্য সেরা সলিউশন।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস