৪ টি ডিভাইসে ব্যবহার করুন ১ টি WhatsApp অ্যাকাউন্ট

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে।

ইউজারদের প্রয়োজনে সাড়া দিতে WhatsApp নিয়মিত নিয়ে আসছে নতুন নতুন ফিচার। তারই ধারাবাহিকতায় WhatsApp এ এখন আপনি পাবেন চমৎকার এক ফিচার যার মাধ্যমে এক WhatsApp একাউন্ট আপনি চারটি আলাদা ডিভাইসে ব্যবহার করতে পারবেন।

চার ডিভাইসে ব্যবহার করুন এক WhatsApp একাউন্ট

চলুন দেখে নেয়া যাক এক WhatsApp একাউন্ট কীভাবে ভিন্ন ভিন্ন ডিভাইস ব্যবহার করবেন,

প্রথমে WhatsApp অ্যাপ ওপেন করুন। ফোন নাম্বার দেয়ার পেজটিতে গিয়ে উপরে থ্রিডটে ক্লিক করুন এবং Link to existing account সিলেক্ট করুন।

একটি QR কোড পেজ আসবে।

এবার আপনার যে ফোনে WhatsApp একাউন্টটি লগইন করা আছে সেই ফোনটিতে অ্যাপটি ওপেন করুন। থ্রিডটে ক্লিক করে, Linked devices এ ক্লিক করুন।

Link a Device এ ট্যাপ করুন।

QR কোড স্ক্যান অপশন আসবে। নতুন যে ডিভাইসে এড করতে চান সেটায় গিয়ে কোডটি স্ক্যান করে নিন।

শেষ কথা

আপডেট এই ফিচারের মাধ্যমে আপনি এক একাউন্ট অ্যান্ড্রয়েড অথবা আইফোন উভয় ডিভাইসে ব্যবহার করতে পারবেন। সব মেসেজ, নোটিফিকেশন, উভয় ডিভাইসেই পাওয়া যাবে। এমনকি কলও করতে পারবেন।

আজকে এ পর্যন্তই শীঘ্রই দেখা হবে নতুন কোন টিউনের সাথে ততদিন ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস