ChatGPT ব্যবহার করে আপনার কোডিংকে দ্রুত এবং চমৎকার করার ৭ টি উপায়

Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আপনি যদি একজন কোডার হয়ে থাকেন তাহলে এই টিউনটি বিশেষ করে আপনার জন্য। ChatGPT ব্যবহার করে কীভাবে আপনার কোডিং কে আরও সহজ এবং কার্যকর করবেন সেটা নিয়ে কথা হবে এই টিউনে। আজকে আমরা সাতটি টিপস দেখব যা দিয়ে আপনি বিভিন্ন কমন মিসটেক এড়িয়ে কোডিং কে আরও মিনিংফুল করে তুলতে পারবেন।

১. প্রজেক্ট প্ল্যানিং

কোডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং যার কার্যকারিতার উপর আপনার সফলতা নির্ভর করবে। প্রজেক্ট প্ল্যানিং এ ChatGPT কে সাথে রাখুন এটি আপনাকে আর্কিটেকচার, রিকুয়ারমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে সাজানো গুছানো দিক নির্দেশনা দেবে।

আপনার লক্ষ্য ডেসক্রাইভ করে দিলে ChatGPT সেটা বিবেচনা করে আপনাকে সেরা সাজেশনটি দিতে পারবে যেমন,

  • আপনার প্রজেক্টের ক্ষেত্রে কোন টেকনোলজি বা টুল প্রয়োজন হবে
  • হাই লেভেল ডিজাইন এবং আর্কিটেকচার
  • পর্যায়ক্রমিক ভাবে গুরুত্বপূর্ণ টাস্ক এবং ধাপ
  • সম্ভাব্য ইস্যু, রিস্ক সম্পর্কে ধারণা

ChatGPT নির্দিষ্ট সমস্যার বিপরীতে সঠিক টুল, টেকনিক, ডেটাসেট বাছাই করতে আপনাকে সাহায্য করবে। ChatGPT এর সাজেস্ট করা ওয়ার্ক-ফ্লু এবং রোডম্যপ আপনার সময় ও শ্রম বাঁচিয়ে দিতে পারে অনেকটা।

২. কমপ্লেক্স সিস্টেম ব্রেক ডাউন

ChatGPT কে কখনোই যেকোনো প্রজেক্টের পুরোপুরি কোড করতে বলা যাবে না। পুরো End to End কোড জেনারেশনের ক্ষেত্রে কোডে সমস্যা বা ইস্যু থাকতে পারে এবং স্পেসিফিক রিকুয়ারমেন্ট ফুলফিল করতে ব্যর্থ হতে পারে। সর্বোচ্চ ফলাফল পেতে আপনাকে ছোট ছোট, নির্দিষ্ট কাজে ChatGPT এর সাহায্য নিতে হবে। ChatGPT কে,

  • একটি লজিক্যাল ধাপের জন্য স্পেসিফিক ফাংশন অথবা মেথডের কোড করতে বলুন
  • আপনার ডোমেইন রিপ্রেজেন্ট করতে ইন্ডিভিজুয়াল ক্লাস গুলোর কোড করতে বলুন
  • পুরো ওয়ার্ক-ফ্লুয়ে নির্দিষ্ট এলগোরিদম বা প্রসেসের জন্য কোড করতে বলুন।

আপনার সমস্যা গুলো এভাবে ছোট করে ভাগ করে কোডিং এর নির্দেশনা দিলে সেটা বেশি কার্যকর হবে।

৩. পরিষ্কার রিডেবল কোড

কিছু বিষয় খেয়াল রাখলে ChatGPT আপনাকে কোড ক্লিন এবং পাঠযোগ্য রাখতে সাজেশন দিতে পারে। আপনি, ভ্যারিয়েবল ক্লিয়ারলি রিনেম করতে, লং ফাংশন লজিক্যালি স্প্লিট করতে, Inline টিউমেন্ট যোগ করতে, এবং কোড ফরমেট করতে ChatGPT ব্যবহার করতে পারেন। এটি আপনার কোডকে ক্লিয়ার, বাগ মুক্ত রাখবে, কোলাবোলেরশন সহজ হবে।

৪. ইউনিট টেস্ট ও ভেরিফিকেশন

যেকোনো কোড জেনারেট করার পর এটি অন্য একটি মেশিনে নিয়ে টেস্ট করতে হয়। এটি শুধু মাত্র কোডের ফাংশনালিটি যাচাই এর জন্যই জরুরী এমন না, ল্যাটেস্ট API ব্যবহার হচ্ছে কিনা জানতেও কোড ভেরিফাই করা জরুরি।

বিভিন্ন কারণে কখনো কখনো অন্য মেশিনে টেস্ট করা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠে। তবে আপনার এই ভেরিফাই প্রক্রিয়াকে সহজ করতে পারে ChatGPT। আপনি কয়েক সেকেন্ডেই যেকোনো ফাংশন টেস্ট করে ফেলতে পারবেন।

৫. কাজের পুনরাবৃত্তি

যেহেতু ChatGPT একটি কনভারসেশন টুল সেহেতু সেখানে কোডিং এ নতুন এলিমেন্ট যোগ করতে বা রিমুভ করতে প্রতিনিয়ত রিকুয়েস্ট করতে পারবেন। প্রতিনিয়ত কোড ইম্প্রুভ করতে বলতে পারবেন। কোন Error মেসেজ আসলে সেটা কপি করে ChatGPT কে ইম্প্রুভ ভার্সনের জন্য রিকুয়েস্ট করতে পারবেন। ChatGPT আপনার কনট্যাক্স বুঝে সেরা কোড জেনারেট করে দিতে পারবে।

৬. কোড ডকুমেন্টেশন

প্রজেক্ট ভাল ভাবে বুঝতে আপনার জন্য এবং অন্য ডেভেলপারদের জন্য ডকুমেন্ডেড কোড অত্যন্ত জরুরী। ChatGPT আপনার ল্যাংগুয়েজ এবং টুলের উপর ভিত্তি করে, Comment, Docstrigs, README ফাইল, wiki পেজ, সহ আরও অনেক মাধ্যমে আপনার কোড ডকুমেন্ট করে দিতে পারবে।

আপনাকে যা করতে হবে, পরিষ্কার ভাবে প্রজেক্টের ডেসক্রিপশনটি এবং কোডের Snippet দিন। ChatGPT মুহূর্তেই একটি ক্লিন এবং রিডেবল ডকুমেন্টেশন তৈরি করে দেবে।

৭. ডিবাগিং

কোডিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে Debugging। এর মাধ্যমে আমরা জানতে পারি কোডে কোন Error আছে কিনা এবং সেটা ফিক্স করি। কিন্তু কমপ্লেক্স কোডের ক্ষেত্রে Debugging বেশ চ্যালেঞ্জিং একটা কাজ।

ChatGPT আপনাকে কোড ডিবাগ করতে এবং কোডকে সুন্দর ভাবে রান কর‍তে সাহায্য করতে পারে। এটি প্রথমে আপনার কোড এনালাইজ করবে, স্ট্র‍্যাকচার বুঝবে, এবং সম্ভাব্য Error অথবা Bug এর ইনসাইট দেবে। এমনকি নতুন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে এবং একটি সমস্যা একাধিক সমাধান দিতেও ChatGPT আপনাকে সাহায্য করবে।

শেষ কথা

কোড জেনারেশন, প্ল্যানিং, ইম্প্রুভিং, ডিবাগ ইত্যাদি ক্ষেত্রে ChatGPT আপনার সময় ও শ্রম বাঁচাতে পারে। তবে কখনো কখনো কমপ্লেক্স কোডিং এর ক্ষেত্রে কনট্যাক্স বুঝা এবং ইস্যু ফিক্স করা ChatGPT এর পক্ষে কঠিনও হয়ে যায়। যদিও এই সমস্যা বেশিদিন থাকবে না কারণ এটিকে প্রতিনিয়ত উন্নত করার কাজ চলছে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস