আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই, আশা করছি ভাল আছেন। বরাবরের মত হাজির হলার নতুন একটি টিউন নিয়ে। আজকে আমরা আলোচনা করব দারুণ একটি ইন্টারনেট ব্রাউজার নিয়ে।
Ulaa একটি প্রাইভেসি ফোকাসড ব্রাউজার যা সম্প্রতি Zoho Corporation লঞ্চ করেছে। এটি আপনার পারসোনাল ডেটা নিরাপদে রেখে আপনার অনলাইন প্রোডাক্টিভিটি ও সিকিউরিটি বর্ধিত করতে পারে। ‘Ulaa’ একটি তামিল শব্দ যার অর্থ ভ্রমণ। ব্রাউজারটি কেবল প্রাইভেসি সেন্টারড ব্রাউজারই নয় এতে আছে বিভিন্ন কাস্টমাইজড ফিচার, মুড এবং টুল।
Ulaa এর রয়েছে পাঁচটি ইউনিক মুড যা এই টিউনে বিস্তারিত আলোচনা করা হবে। স্মার্ট গ্রুপিং ট্যাব, কার্যকর এডব্লকার এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচার এই ব্রাউজারকে একটি পূর্ণাঙ্গ ব্রাউজারের বৈশিষ্ট্য দিয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট @ Ulaa
চলুন Ulaa ব্রাউজারের বিস্তারিত ফিচার সম্পর্কে জেনে নেয়া যাক,
আপনি যখন ব্রাউজ করবেন Ulaa আপনার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে। এটি তার শক্তিশালী এবং Multi-tier এডব্লকারের মাধ্যমে অনলাইন ট্র্যাকিং থেকে ইউজারকে রক্ষা করবে। বিভিন্ন ভাবে সাইবার সিকিউরিটি থ্রেড থেকে ইউজারকে বাচতে সাহায্য করবে এটি। চলুন দেখে নেয়া যাক কীভাবে এটি এক্টিভিটি ট্র্যাক রোধ করবে,
Anonymous ইন্টারনেট ব্রাউজ: ইউজার যে লোকেশন বা আইপি এড্রেস ব্যবহার করবে সেটা কখনোই Ulaa ট্র্যাক করবে না ফলে ইউজার সম্পূর্ণ Anonymous থাকবে তারপরিচয় অনলাইনে প্রকাশ পাবে না।
অটো রিসেট ব্রাউজার আইডি: সকল ধরনের ইউনিক তথ্য, যেগুলো দিয়ে ইউজারকে পরবর্তীতে আইডেন্টিফাই করা যায়, প্রতিবার ব্রাউজার ওপেন করার পর রিসেট হবে। যার ফলে ইউজার সিকিউরিটিতে একটি এক্সট্রা লেয়ার পাবে। প্রতিবার ব্রাউজার ওপেন করে আপনি একটি ফ্রেশ ইন্সটল অভিজ্ঞতা পাবেন।
নো এড: Ulaa ইনবিল্ড EasyList ফিল্টার প্রোভাইট করবে যার ফলে আপনি ডিসট্রাক্ট হতে পারেন এমন সব এড রিমুভ হয়ে যাবে। Peter Lowe’s Ad and Tracking Server List provides এড, স্পাইওয়ার, ম্যালওয়্যার সহ আরও রিলেটেড প্রোগ্রাম ও লিস্টেড URL ফিল্টার এবং ব্লক হবে।
সোশ্যাল মিডিয়া ইন্টারেকশন: Fanboy Annoyances List অটোমেটিক্যালি পপআপ, সাইনআপ ব্যানার, সোশ্যাল মিডিয়া শেয়ার বাটম ব্লক করতে সাহায্য করবে যার ফলে ব্রাউজার দ্রুত লোড হবে।
নো থার্ডপার্টি স্নিকিং: UIaa আপনাকে EasyPrivacy নামে একটা ফিল্টার দেবে যা আপনাকে third party sneaking থেকে বাঁচাবে একই সাথে এটি ইন্টারনেট ট্র্যাকিং রিলেটেড সকল মেথড যেমন স্ক্রিপ্ট, ওয়েব বাগ ইত্যাদি রিমুভ করবে। পারসোনাল ডেটা বিভিন্ন ওয়েবসাইট এবং এড এজেন্সিকে ব্যবহার করার পথ বন্ধ করে দেবে।
নো সোশ্যাল মিডিয়া ট্র্যাকার: LinkedIn, Twitter এবং Facebook এর মত সোশ্যাল মিডিয়া গুলো বিভিন্ন ওয়েবসাইটে ট্র্যাকার বসিয়ে রাখে যাতে তারা বুঝতে পারে আপনি অনলাইনে কি করছেন এবং দেখছেন। Ulaa এর heightened tracking protection স্বয়ংক্রিয়ভাবে এই ধরনের ট্র্যাকার ব্লক ফলে আপনার অনলাইন এক্টিভিটি থাকবে প্রাইভেটে।
নো টার্গেটেড এড: ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া এড গুলো পারসোনালাইজড এড শো করায়। এজন্য তাদের আমাদের ডেটাও কালেক্ট করতে হয়। আপনি যদি Ulaa, ব্যবহার করেন তাহলে এই ধরনের ট্র্যাকিং থেকে সম্পূর্ণ নিরাপদ থাকতে পারবেন।
ব্লক সাইট এক্সেস: Ulaa এর মাধ্যমে আপনি বিশ্বের যেকোনো জায়গা থেকে যেকোনো ওয়েবসাইটে এক্সেস নিতে পারবেন। যেকোনো ব্লক ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
Ulla আপনার সকল পারসোনাল ইনফরমেশন কনফিডেনসিয়াল রাখবে এবং অনলাইন ফুট-প্রিন্ট থাকবে সম্পূর্ণ গোপন।
Ulaa ব্রাউজার আপনার সুবিধা চিন্তা করে রেখেছে পাঁচটি ভিন্ন ভিন্ন মুড। এই মুড গুলো আপনি কাজের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারেন। চলুন মুড গুলো সম্পর্কে জেনে নেয়া যাক,
Work Mode: যখন আমরা ইন্টারনেটে থাকি তখন বিভিন্ন ভাবে আমাদের মনোযোগ নষ্ট হতে পারে যেমন, হটাৎ কোন এড চলে আসা, নোটিফিকেশন চলে আসা ইত্যাদি। Work Mode আপনার প্রোডাক্টিভিটি বুস্ট করতে পারে। এটি আপনাকে কাজের প্রতি ফোকাস থাকতে সাহায্য করবে, ডিসট্রাক্ট হতে পারেন এমন সব ওয়েবসাইট ব্লক করে দেয়া হবে।
Developer Mode: এই মুড বিশেষ করে ডেভেলপার এবং টেস্টারদের জন্য তৈরি করা হয়েছে। নিরবচ্ছিন্ন ব্রাউজিং এর জন্য এখানে অনেক প্রয়োজনীয় এক্সটেনশন পাবেন আপনি।
Professional Experience: এখানে ব্রাউজার আপনাকে দেবে স্ট্যান্ডার্ড প্রাইভেসি ফাংশন যেমন সিকিউর লগইন যার মাধ্যমে অনলাইন ট্র্যাকিং বন্ধ থাকবে।
Kids Mode: বাচ্চাদের অনলাইনের খারাপ দিক থেকে নিরাপদে রাখতে এই ব্রাউজারে রয়েছে Kids Mode। আপনার সন্তান ব্রাউজ করতে করতে চলে যেতে পারে কোন হার্মফুল ওয়েবসাইটে যেগুলোর জন্য সে প্রস্তুত নয় অথবা কোন ওয়েবসাইটে গিয়ে কার্ড ইনফরমেশন দিয়ে দিতে পারে, এই সমস্যা গুলোতে সাহায্য করতে পারে কিড মুড। গার্ডিয়ান চাইলে পাসওয়ার্ড দিয়ে মুড লক করে দিতে পারে ফলে বাচ্চারা চাইলেও মুড চেঞ্জ করতে পারবে না যদি পাসওয়ার্ড না জানে।
Open Season Mode: এই মুডে আপনি এই ব্রাউজারটি সাধারণ ব্রাউজারের মত ব্যবহার করতে পারবেন যেখানে কোন কিছুই ব্লক থাকবে না। সব কিছু ওপেন থাকবে এই মুডে এড ব্লকার কাজ করবে না। কখনো আমরা কোন ওয়েবসাইটের অরিজিনাল ভার্সন বা UI দেখতে চাই সেক্ষেত্রে এই মুড আপনাকে সাহায্য করবে।
বিভিন্ন মুডে সুইচ করতে ‘Personal’ আইকনে ক্লিক করুন। ম্যানুবার থেকেও এটি করতে পারেন। প্রতি মুডে সুইচ করলে টাইটেল বারের কালার চেঞ্জ হবে যাতে আপনি বুঝতে পারেন কখন কোন মুডে আছেন।
Ulaa ব্রাউজারে রয়েছে বিভিন্ন প্রয়োজনীয় ইন্টিগ্রেশন যেমন Zoho SSO অথেনটিকেশন সিস্টেমে ইউজাররা ম্যানুয়ালি সাইনইন না করেই বিভিন্ন Zoho অ্যাপে সাইনইন করতে পারবে। তাছাড়া সকল মুডে রয়েছে Zoho অ্যাপ এর জন্য AI পাওয়ারড সার্চ সিস্টেম Zia।
Ulaa এর রয়েছে বিভিন্ন ফিচার যা আপনার প্রোডাক্টিভিটি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে, যেমন
Tabs Manager: এর মাধ্যমে আপনি ওপেন সকল ট্যাব এক জায়গায় দেখতে পারেন, চাইলে গ্রুপ অথবা অর্গানাইজও করতে পারেন। বিভিন্ন ট্যাবে সুইচ করতে পারবেন এবং ট্যাব গুলো ভিন্ন ভিন্ন মুডে মুভও করতে পারবেন।
তাছাড়া স্পেসিফিক সেশনের জন্য ট্যাব সেভ করেও রাখতে পারেন যা পরবর্তী ওপেন করে কাজ করতে পারেন। ডোমেইন নেম বা কাজের সুবিধার্থে চাইলে আপনি ট্যাব গুলো গ্রুপ অনুযায়ী সাজিয়েও রাখতে পারেন
Notes: Ulaa আপনাকে দেবে নোট ফিচার যার মাধ্যমে আপনি যেকোনো কিছু লিখে রাখতে পারেন এবং যেকোনো ট্যাব থেকেই এটা এক্সেস করা যাবে। চাইলে নোট গুলো ক্যাটাগরি আকারে অর্গানাইজ করতে পারেন, ইমেইল বা সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করতে পারেন। নোট আইকনে ক্লিক করে আপনি এই সুবিধা নিতে পারেন।
Password Manager: আপনার পাসওয়ার্ড গুলো নিরাপদে রাখতে Ulaa এর রয়েছে বিল্ডইন পাসওয়ার্ড ম্যানেজার। এটি জটিল পাসওয়ার্ড গুলো মনে রাখতে সাহায্য করবে এবং Autofill এর মাধ্যমে আপনি দ্রুত লগইন করতে পারবেন। প্রায় সব ব্রাউজারেরই পাসওয়ার্ড ম্যানেজার আছে এবং আমরা এগুলো ব্যবহার করে অভ্যস্ত তাই হয়তো এটা নিয়ে বেশি কিছু বলতে হবে না।
Multi-device sync: Ulaa এ আপনি একটি Zoho একাউন্টে লগইন করে ব্রাউজারের সব তথ্য সেভ রাখতে পারেন যেমন, বুকমার্ক, হিস্ট্রি ইত্যাদি। ফলে মাল্টিপল ডিভাইসে সহজেই ব্রাউজারের ডেটা গুলোতে এক্সেস নেয়া যাবে। যে ডিভাইসেই লগইন করুন তথ্য গুলো Synchronize হয়ে যাবে।
ইন্টারনেটকে সবার জন্য নিরাপদ, প্রাইভেট, ভাবে ব্যবহার করতে মূলত Ulaa এর উৎপত্তি। এর বিভিন্ন ফিচার আপনাকে দিতে পারে ভিন্ন এক অভিজ্ঞতা। তো আর দেরি কেন এখনি ফোনে ইন্সটল করে নিন চমৎকার এই ব্রাউজারটি।
আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।