দুর্দান্ত ৫ টি মেডিক্যাল অ্যাপ!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে।

আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হোন বা মেডিকেল প্রফেশনাল হয়ে থাকেন তাহলে এই টিউনটি আপনার জন্য। আজকের টিউনে আমরা দেখব সেরা কিছু ফোন অ্যাপ যা দিয়ে মেডিক্যাল রিলেটেড সাহায্য পাওয়া যাবে, আপনার জ্ঞান আরও সমৃদ্ধ হবে।

১. Medscape

আপনি যদি ফার্স্ট ইয়ার মেডিকেল স্টুডেন্ট বা অভিজ্ঞ হেলদ কেয়ার প্রফেশনাল হোন তাহলে এই অ্যাপটি আপনার জন্য। প্রাসঙ্গিক নিউজ, ইনফরমেশন, ক্লিনিক্যাল আন্সার দিতে এই অ্যাপে আছে অসংখ্য ফিচার।

আপনি আপনার এক্সপার্টাইজ ফিল্ড অনুযায়ী পাবেন পারসোনাইজড মেডিকেল নিউজ এবং ল্যাটেস্ট আপডেট। এখানে পাবেন ল্যাটেস্ট ডেভেলপমেন্ট সম্পর্কে এক্সাপার্টদের ডিসকাশন। রয়েছে ৪০০+ মেডিকেল ক্যালকুলেটর।

Cardiology, Dermatology, Allergies, সহ আরও অনেক বিষয়ে জানতে Medscape এর Decision Point ব্যবহার করতে পারেন, এর মাধ্যমে আপনি পাবেন সেরা ট্রিটমেন্ট। যা অভিজ্ঞতা এবং রিসার্চের আলোকে আপনাকে প্রদান করা হবে। বিভিন্ন মেডিসিনের Validity, সেফটি ইনফরমেশন সহ আরও কিছু তথ্য জানতে ব্যবহার করতে পারেন, Pill Identifier এবং Drug Interaction Checker।

রিলেটেড নিউজ এবং ইনফরমেশন বুঝা কখনো আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। কখনো কোন প্রশ্নের উত্তরও খুঁজে পাওয়া আপনার জন্য কষ্টকর হতে পারে। তো আপনার এই ধরনের সমস্যার সমাধান করতে পারে অ্যাপটির Consult ফিচার। এখানে চিকিৎসক এবং স্টুডেন্টদের বিশাল নেটওয়ার্ক থেকে সাহায্য পেতে পারেন। ভিডিও দেখার মাধ্যমেও জটিল জিনিস বুঝতে পারেন।

Medscape

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS | Android

২. VisualDx

VisualDx অ্যাপটির ভিজ্যুয়াল ফিচারের মাধ্যমে আরও ভাল ভাবে বিষয় গুলো শেখা এবং জানা যায়। এর মাধ্যমে স্টুডেন্ট এবং প্রফেশনালরা সেরা থেরাপিউটিক সিদ্ধান্ত নিতে পারে। এর মাধ্যমে আপনি দ্রুত রোগ নির্ণয়, পার্থক্য এবং দ্রুত চিকিত্সার ট্রিটমেন্ট গাইডলাইন দিতে পারবেন।

মানবদেহের বিভিন্ন রোগ এবং সংক্রমণ এর ইমেজ দেখতে পারবেন এই অ্যাপে। ইমেজ গুলোর মাধ্যমে আপনি মানুষের স্বাভাবিক স্কিন এবং সংক্রমণ অবস্থা ইত্যাদি পার্থক্য ভাল ভাবে ধরতে পারবেন। এই অ্যাপে আপনি পাবেন ৩২০০ এর বেশি Diagnoses ইমেজ এবং ৪৫০০০ এর বেশি মেডিক্যাল ইমেজ।

এখানে আপনি রোগীদের বিভিন্ন থেরাপি সম্পর্কেও জানতে পারবেন। এই অ্যাপ এবং এর ভিজ্যুয়াল টুলগুলো আপনাকে যে কোনও ক্লিনিকাল সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনি বিভিন্ন ভিউপয়েন্ট থেকে মানবদেহের যথাযথ ইনসাইট পেতে পারেন।

রোগীদেরকেও এই অ্যাপ এর ইমেজ গুলো দেখিয়ে বুঝাতে সুবিধা হবে যে তারা কী রোগে আক্রান্ত হয়েছে এবং কিভাবে চিকিৎসা করা হবে।

VisualDx

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS | Android

৩. Todoist

চিকিৎসা ক্ষেত্রে চ্যালেঞ্জিং কাজগুলোর মধ্যে অন্যতম হল টাইম ম্যানেজমেন্ট। সব কিছু কাভার করার পর্যাপ্ত সময় এখানে পাওয়া যায় না। রুটিন ঠিক মত মেইনটেইন না করলে সব কিছু এলোমেলো লাগতে পারে। এই সমস্যায় আপনাকে সাহায্য করতে পারে Todoist অ্যাপ। এটাকে অন্যতম সেরা to do অ্যাপ হিসেবে বিবেচনা করা হয় যা এই মুহূর্তে ২৫ মিলিয়নেরও বেশি ইউজার ব্যবহার করছে।

যখনই আপনার মনে কোন কাজ আসবে সাথে সাথে সেটা অ্যাপটিতে ডেডলাইন সহ এড করে নিতে পারবেন। টাস্ক অনুযায়ী আপনি Priority লেভেল সেট করতে পারেন। যে কাজ গুলো আপনি বারবার ভুলে যান সেগুলো ডিউ ডেট অনুযায়ী এড করে রাখতে পারেন।

অ্যাপটির সাথে টাস্ক এড করার দারুণ একটি ভিজ্যুয়াল বোর্ড। এখানে আপনি ডকুমেন্টস, প্রজেক্ট, ক্লাসমেট, কলিগদের লিংক করতে পারবেন। এটাকে ইন্টিগ্রেট করতে পারবেন Gmail, Google Calendar, Slack, সহ আরও অনেক কিছুর সাথে। আপনি অ্যাপল ইউজার হলে, iPhone, iPad, এমনকি Apple Watch এ পাবেন মাল্টিপল ইউজার ইন্টারফেস।

সুতরাং হেলদ কেয়ার ফিল্ডে যথাযথ টাইম ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করুন Todoist অ্যাপ।

Todoist

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS | Android

৪. Medical Dictionary by Farlex

অগণিত এবং নতুন নতুন মেডিক্যাল পরিভাষা মুখস্থ রাখা বেশ চ্যালেঞ্জিং কাজ। আপনাকে পরিভাষা নিয়ে ভাবতে হবে না যদি ফোনে Medical Dictionary by Farlex অ্যাপটি ইন্সটল করা থাকে।

Medical Dictionary by Farlex অ্যাপটির লাইব্রেরীতে আছে ১৮০, ০০০ এর বেশি মেডিক্যাল টার্ম, ৫০০০০ এর বেশি অডিও উচ্চারণ, ১২০০০ বেশি ইমেজ। আর এই সব কিছু নেয়া হয়েছে, Gale, McGraw-Hill, এবং Elsevier এর মত বিশস্ত সোর্স থেকে। এখানে আপনি পাবেন Anatomy, Physiology, Diseases, Nursing, Dentistry, সহ আরও অনেক ফিল্ডের পরিভাষা।

যেকোনো প্রয়োজনে কোন টার্ম মনে না আসলে অ্যাপটিতে যান এবং সার্চ দিন। অ্যাপটি ব্যবহার করে ৪০০০০ এর বেশি এন্ট্রির জন্য অফলাইনে সার্চ করতে পারেন। আপনি চাইলে রিসেন্ট সার্চ দেখতে পারবেন প্রয়োজনে বুকমার্ক করেও রাখতে পারবেন। এখানে আপনি ওয়ার্ডের Abbreviations এবং Acronyms উভয়ই পাবেন।

ধরুন আপনি একটি টার্ম ঠিক মত মনে করতে পারছেন না সেক্ষেত্রে Advanced Search ফিচারের মাধ্যমে, “Starts With, ” “Ends With, ” “Contains, ” “Wildcard.” অনুযায়ীও সার্চ করতে পারবেন।

Medical Dictionary by Farlex

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS | Android

5. MDCalc Medical Calculator

এটি একটি ক্লিনিকাল ক্যালকুলেটর যা মেডিকেল ডাইগোনেসিসে সাহায্য করার জন্য অভিজ্ঞ চিকিৎসক দ্বারা তৈরি করা হয়েছে। এতে ফর্মুলা, অ্যালগরিদম, ক্লাসিফিকেশন, ওষুধের ডোজ ক্যালকুলেটর এবং রিস্ক স্কোর সহ আরও ৫৫০+ টুল রয়েছে। নতুন ক্যালকুলেটর খুঁজার জন্য আছে সার্চ অপশন। যেগুলো আবার Favorite, Recently Used হিসেবে কাস্টমাইজড লিস্ট হিসেবেও এড করে রাখতে পারেন।

CME ট্র‍্যাক না করতে চাইলে এটি অফলাইনেই কাজ করে। অ্যাপটির ফিচার গুলোতে আছে আপডেট Literature Citations এবং রিসার্চ বেসড এভিডেন্স যা অন্যান্য অ্যাপ থেকে এটিকে আলাদা করেছে। MDCalc অ্যাপটি নির্ভরযোগ্য পরামর্শ, ইনসাইট এবং ওয়ার্কল্ফু এর দক্ষতা বৃদ্ধির জন্য বেশ জনপ্রিয়।

এর ক্লিনিক্যাল ডিসিশন টুলে ইমারজেন্সি মেডিসিন এবং সংক্রামক রোগ সহ আরও ৩৫ এর বেশি স্পেশালিস্ট সাপোর্ট পাওয়া যাবে। এখানে রেফারেন্স
ভ্যালু প্রদান করা হবে চান্স অফ এরর বিবেচনা করে।

MDCalc Medical Calculator

অ্যাপ ডাউনলোড লিংক @ iOS | Android

শেষ কথা

ইন্টারনেটে মেডিকেল রিলেটেড অনেক অ্যাপই রয়েছে, আমি সেরা অ্যাপ গুলো তুলে ধরার চেষ্টা করেছি। যারা মেডিক্যাল স্টুডেন্ট বা প্রফেশনাল রয়েছেন আশা করছি এই অ্যাপ গুলো তাদের বিভিন্ন ভাবে সাহায্য করতে পারে। আপনাদের কাজ আরও সহজ করতে এই অ্যাপ গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস