Air Quality Index কি? গুগল ম্যাপ কিভাবে এই তথ্য প্রদান করে থাকে?

একিউআই সারা বিশ্বের বায়ুর গুনাগুন পরিমাপের মানদন্ড। ৫ টি মানদন্ডে বায়ুর ইনডেক্স করা হয়েছে। মূলত বায়ুতে বিদ্যমান বিভিন্ন ক্ষতিকর উপাদানের মাত্রা বিবেচনা করে এর মান নির্নয় করা হয়। AQI এর সর্বোচ্চ মান ৫০০,

 

একিউআই এর মান ০-৫০ হলে স্বাস্থের জন্য ভালো। এর সাংকেতিক রং সবুজ।

৫১ -১০০ হলে সহনীয় মাত্রা। এর সংকেত হলুদ রং।
১০১ - ১৫০ হলে কিছু শ্রেনীর লোকের জন্য অস্বাস্থ্যকর, এর সংকেত কমলা রং।
১৫১ - ২০০ হলে অস্বাস্থ্যকর, সংকেত লাল রং।
২০১ - ৩০০ অত্যন্ত অস্বাস্থ্যকর, সংকেত বেগনী রং।
৩০১ - ৫০০ বিপদজনক/ঝঁকিপূর্ণ, সাংকেতিক রং গাঢ় লাল।

 

বর্তমানে আপনি গুগল ম্যাপে সারা বিশ্বের বিভিন্ন জায়গার বায়ু কোয়ালিটি দেখতে পাবেন। আপনার যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, AQI দেখে ভ্রমণ করলে স্বাস্থ্য ঝুঁকি অনেক কমে যাবে।

 

গুগল ম্যাপ এই ফিচারটি চালু করার পদ্ধতি হলো:
মোবাইল ফোন থেকে: ০১. গুগল ম্যাপ চালু করুন।
০২. Layers অপশন ক্লিক করুন।
০৩. এবার Air quality ক্লিক করুন
০৪. প্রয়োজনে Zoom Out করুন।
এখন আপনি আপনার লোকেশনসহ সারা বিশ্বের বাতাসের কোয়ালিটি দেখতে পাবেন।


গুগল ম্যাপ মূলত সংশ্লিস্ট দেশের AQI তথ্য সংগ্রহ করে তাদের ম্যাপে দেখিয়ে থাকে।

কম্পিউটার ও মোবাইল ফোনে উল্লেখিত ফিচার চালু করার পদ্ধতি একই রকম।

 

যদি গুগল ম্যাপের AQI ফিচার চালু করতে সমস্যা হয় এই লিংক অনুসরণ করতে পারেন

https://youtu.be/9c_SItj0PU

 

 

ক্রোম ব্রাউজার এত জনপ্রিয় কেন? ক্রোম ব্রাউজারে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ কিছু ফিচার এখানে উল্লেখ করা হলো

চেক বা এটিএম কার্ড ছাড়াও আপনি ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন

WhatsApp ব্যবহারকারীদের জানা প্রয়োজন, গুরুত্ত্বপূর্ণ সেটিংস্, নিরাপদে থাকুন

Level 1

আমি রায়হান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস