প্রতিদিন অসংখ্য ফাইল ডাউনলোড হচ্ছে মিডিয়াফায়ার থেকে কারণ এটা হচ্ছে বৃহৎ কয়েকটি হোস্টিং প্রোভাইডারের মধ্যে একটি তাছাড়া এখানে রয়েছে ফ্রীতে ডাউনলোড করার সুবিধা। যদিও বড় ফাইলগুলোর ক্ষেত্রে এই সাইটটি রিজিউম সুবিধা দিয়ে থাকে কিন্তু অনেকসময় এই সুবিধাটি কয়েক মিনিটের বেশী স্থায়ী থাকেনা। যার ধরুন, আপনি রিজিউম করতে চাইলে ব্যর্থ হন, এবং যদি ব্যপারটা এমন হয় যে, আপনি ৯৯% ডাউনলোড করার পর আর রিজিউম করতে পারছেন না।
কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
যা যা লাগবেঃ
১ . Mozilla Firefox
২. Remove Cookie(s) for Site নামক অ্যাড অনটি ইন্সটল করে নিন এখানে ক্লিক করে
৩. IDM (Internet download manager)
প্রথমে,
IDM(Internet download manager) ওপেন করুন, এখন আপনি যে ফাইলটি রিজিউম করতে ব্যর্থ হয়েছেন সেটাতে রাইট ক্লিক করে properties এ ক্লিক করুন
Referer নামক বক্স হতে URLটি কপি করে নিন।
এখন IDM এ আগের মত যে ফাইলটি রিজিউম করতে চান সেটার properties এ গিয়ে Address fieldর ঘরে paste করুন।
এবার Ok ক্লিক করুন।
ব্যস, এখন সেই ফাইলটির resume download এ ক্লিক করে দেখুন রিজিউম হচ্ছে।
চেষ্টা করেছি সহজে ব্যাখ্যা করতে। আশা করি কাজে আসবে।
পূর্বে ব্যক্তিগত ব্লগে প্রকাশিত ।
আমি saju5854। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ ছাড়া আর কিছু না। জানতে ভালো লাগে, আর যা জানি তা শেয়ার করতে ভালো লাগে। ফেইসবুকে আমাকে পাবেনঃ http://www.facebook.com/sanju.ahmad এই লিঙ্ক এ
শেয়ার করার জন্য ধন্যবাদ।