পানবিবি দিয়া নতুন একটা ফোরাম বানালাম। ফোরামে স্মাইলী দিতে গিয়ে পড়লাম সমস্যায়। ভাল স্মাইলী গুলো আর পাই না। স্মাইলীর জন্য পানবিবির অফিসিয়াল একটা এক্সটেশন আছে। তাতে ৯/১০ স্মাইলী আসে। কিন্তু এগুলো একটাও ভাল না।
আমি চাচ্ছিলাম এনিমেটেড কিছু স্মাইলী। পানবিবি ফোরামের এক্সটেশন ঘেটে ঘেটেও আমার পছন্দমত কোন স্মাইলী পেলাম না। 🙁
তবে এনিমেটেড স্মাইলীর একটা এক্সটেশন পেলাম। এগুলোও তেমন ভাল। অবশেষে আমি নিজে এডিট করে স্মাইলীর একটা এক্সটেশন তৈরী করলাম। এই এক্সটেশনটিতে সুন্দর সুন্দর ৩৭ টি এনিমেটেড স্মাইলী পাবেন। আপনি চাইলে এখানে আরো স্মাইলী এড করে দিতে পারেন।
আশা করি যারা আমার মত ভাল ভাল স্মাইলী এক্সটেশন না পেয়ে হাউকাউ করছেন তাদের কাজে আসবে। 😀
ডাউনলোড করুন এখান থেকে।
আর আমার ফোরাম থেকেও ঘুরে আসুন এখান থেকে।
ভাল লাগলে আমার সাথে নিবন্ধন করে ফেলুন। আর আপনার মতামত জানান ভাল মদ দুটোই যাতে আমি আমার ফোরাম কে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। ভাল থাকবেন। 🙂
আমি রাজিব আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বগুড়ার একমাত্র বানান ভূল সর্বস্ব লেখক
Thank You Agam Eid Mobarok