আপনি না পাঠালেও আপনার ফেসবুক বন্ধুরা আপনার পক্ষ থেকে পেয়ে যাবে “জন্মদিনের শুভেচ্ছা”

আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই ভালো আছেন?

আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাই, আজ আপনাদের সাথে নতুন একটা টিউন শেয়ার করতে যাচ্ছি।

অনেক সময় আমরা আমাদের বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যায়। আমার বেলায় অবশ্য বেশি হয়ে থাকে। অনেকদিন ধরে এমন একজনকে খুজছিলাম যে আমার হয়ে আমার সব ফেসবুক ফ্রেন্ডদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবে। শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা আমার ভালো লাগলো তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারো আগ থেকে জানা থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন শুরু করা যাকঃ

  • এই সুবিধা পাওয়ার জন্য আপনার কম্পিউটারে Google Chrome ইন্সটল থাকতে হবে। না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।

এখানে ক্লিক করুন

  • তারপর, নিচের লিঙ্ক থেকে HappyBirthday Extension টি ইন্সটল করে নিন আপনার Google chrome ব্রাউজারে।

এখানে ক্লিক করুন

ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজারের ডান কোনায় উপরের দিকে একটা আইকন দেখতে পাবেন। (নিচের ছবির মত )


এটা আপনার পারমিশন চাইবে Allow ক্লিক করুন।

এখন থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডরা তাদের জন্মদিনে আপনার কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে "জন্মদিনের শুভেচ্ছা " পেয়ে যাবে।

এই এক্সটেন্সনটি ডিফল্টভাবে সেটিংস করা থাকে। আপনি চাইলে আপনার ব্রাউজারের উপরের আইকন এ রাইট ক্লিক করে আপনার ইচ্ছে মত পরিবর্তন করে নিতে পারেন। যেমনঃ

১. আপনার শুভেচ্ছা বানী গুলো আপনি সেট করে দিতে পারেন।

২. পূর্বে যাদের শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন, আপনি চাইলে তাদেরও শুভেচ্ছা পাঠাতে পারেন। কয়দিন আগ পর্যন্ত শুভেচ্ছা পাঠাতে চান তা সেট করে দিতে পারেন।

আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।

পূর্বে ব্যক্তিগত ব্লগে প্রকাশিত ।

Level 0

আমি saju5854। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ ছাড়া আর কিছু না। জানতে ভালো লাগে, আর যা জানি তা শেয়ার করতে ভালো লাগে। ফেইসবুকে আমাকে পাবেনঃ http://www.facebook.com/sanju.ahmad এই লিঙ্ক এ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

fine, I’m using chrome………. dekhi kaj kore kina

এটা কি মজিলায় কাজ করবেনা ? আর এটা ক্রোমে ইন্সটল করে পরে মজিলায় ব্যবহার করলে কি শুভেচ্ছা কি যাবে ?

Level 0

saju5854, both the links are of google chrome !! please check back and send the correct link !!

    Level 0

    @volcano: ok ভাইয়া ঠিক করে দিলাম………

    Level 0

    @saju5854: @volcano: এখন সেই লিঙ্ক এ ক্লিক করে দেখেন।

wow ! কিন্তু আমি কমিটবার্ট ইউস করি ……………….উপকারে আসলো না । তবে অনেকেইর কাজে আসবে ।ধন্যবাদ আপনাকে।।

Level 0

আপনাকেও ধন্যবাদ

এটা কি Offline থাকা অবস্থাই কাজ করবে????

এক্সটেন্সান টা আসলেই সুন্দর। ধন্যবাদ।

বেশ কাজের টিউন, ধন্যবাদ আপনাকে।

Level 0

dhonnobad apnake o

Level 0

osonkho dhonnobad

Level 0

ভাই google chrome apps এ ছফটয়ার নাম লিখে ছা্রচ দিলাম.কই পাইলামনাতো?