আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই অসাধারণ একটি ট্রিকস যেই ট্রিকস টি হয়তো আপনার বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো এক সময়ে কাজে লাগবেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই।
আজকের টপিকের কাঙ্খিত ট্রিকস টির নাম হচ্ছে সেকেন্ড স্পেস। মনে করি আমি ও আমার ভাই অথবা যেকোনো দুইজন মিলে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনেছি। এখন আমরা দুইজন মিলে আমাদের ফোন টি ব্যবহার করি। নিয়মিত চার্জ দেওয়ার পাশাপাশি আমরা নিজেরাই নিজেদের ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইমো, ইত্যাদি সকল গুরুত্তপূর্ণ তথ্য একই ফোনে রেখে ব্যবহার করি।
ইহাতে মূলত একটি সমস্যা হয়। এতে আপনার পার্টনার আপনার অজান্তেই চাইলেই আপনার ফেসবুক, ইমো, হোয়াটস অ্যাপ ইত্যাদি আইডি ব্যবহার করতে পারে। এমনকি আপনার সংরক্ষণ করে রাখা কোনো ব্যক্তিগত তথ্য ও আপনার অনুমতি ব্যাতিত ব্যবহার করতে পারে। তবে এই থেকে সম্পূর্ণরুপে মুক্ত হবার জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য টিউন এর ট্রিকটি।
আমার এই ট্রিক টির মাধ্যমে আপনি আপনি ও আপনার পার্টনার একই সাথে একটি ফোন ব্যবহার করতে পারবেন দুজনের গোপনীয়তা বজায় রেখেই। এমন কি আপনি টানা অনেকক্ষন ফোন ইউজ করে কি কি করেছেন সেটা আপনার পার্টনার জানতেই পারবেনা। এমন কি সে ফোন টি যেভাবে রেখে অফ করেছিল আবার অন করলে সেখান থেকেই অন হবে। এমন কি আপনি ফোন টি যেভাবে রেখে অফ করে ছিলেন আবার অন করলে সেখান থেকেই শুরু করবে।
এছাড়াও আপনারা চাইলে আলাদা আলাদা রিংটোন আলাদা আলাদা ওয়েলপেপার ও সেট করতে পারবেন একই ফোন এ। তো আপনাদের কাঙ্ক্ষিত সেই Second Space টি ব্যবহার এর জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের সেটিংস এ যেতে হবে। সেটিংস এ ঢুকে স্পেশাল ফিচার অপশন এ ক্লিক করতে হবে।
এরপর আপনি সেকেন্ড স্পেস নামে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
এরপর Turn On Second Space লেখা থাকবে সেটিতে ক্লিক করুন।
এরপর আপনি দুইটি আপনি অপশন পাবেন। একটি হচ্ছে Using A Password দ্বিতীয় টি হচ্ছে Using A Shortcurt. Using A Password অপশনটির মাধ্যমে আপনার ফোনের দুইটি পাসওয়ার্ড থাকবে। একটি পাসওয়ার্ড আপনি দিবেন এবং অন্যটি আপনার পার্টনার দিবে। আপনি যখন আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনের লক খুলবেন তখন আপনার ফোন টি আপনি যেভাবে সেট করে রেখেছিলেন সেভাবে ওপেন হবে। আবার আপনার পার্টনার যখন তার পাসওয়ার্ড দিয়ে লক খুলবেন তখন ফোন টি সে যেভাবে রেখে অফ করেছিল সেখান থেকে ওপেন হবে।
আর দ্বিতীয় অপশন টি হচ্ছে Using A Shortcurt. ইহার মাধ্যমে কোনো পাসওয়ার্ড এর প্রয়োজন নেই। জাস্ট আপনার স্কিন এ একটি শর্টকার্ট বাটন থাকবে এবং আপনি সেই বাটনে ক্লিক করলে আপনার পার্টনার এর স্পেস এ চলে যাবে এবং আবার ক্লিক করলে আপনার স্পেস এ ফিরে আসবে। তো আমি Using A Pasword এ ক্লিক করছি। আপনিও Using A Pasword এ ক্লিক করে Continue এ ক্লিক করুন।
এরপর আবার ও Continue বাটন আসবে। সেটিতে ক্লিক করুন।
এরপর আপনার Second Space তৈরি করার জন্য পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। তো আপনি Second স্পেস তৈরির জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিবেন। (প্রথমত মনে রাখবেন, আপনার ফোনে এতদিন ধরে যেই পাসওয়ার্ড টি আপনি ব্যবহার করতেছেন, সেই পাসওয়ার্ড এর সাথে যেনো এখন যেই পাসওয়ার্ড টি লিখবেন সেটি ম্যাচ না করে। অর্থাৎ এতদিন ধরে যেই পাসওয়ার্ড টি আপনি ব্যবহার করতেছেন সেই পাসওয়ার্ড টির থেকে যেনো এই পাসওয়ার্ড টি আলাদা হয়ে থাকে। অর্থাৎ দুটো পাসওয়ার্ড যেনো দুই রকমের হয়। আশাকরি বুঝতে পেরেছি।
দ্বিতীয়ত, কিছু কিছু ফোন এ এই পাসওয়ার্ড সেট করার অপশন টি আসার আগে আরো একটি অপশন আসতে পারে। সেটি হচ্ছে এতদিন ধরে যেই পাসওয়ার্ড টি আপনি ব্যবহার করে যাচ্ছেন সেটা দিয়ে কনফার্ম করার অপশন। অর্থাৎ আপনি কি আসলেই কি এই ফোনের ইউজার নাকি অন্য কেউ সেটা ভেরিফাই করার জন্যে এই পাসওয়ার্ড টি চাইবে। অপশন টি আসলে পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিন। )
এর পরের অপশন টি হচ্ছে আরো বেশি মজার অপশন। এই অপশন এ আপনি আপনার ফোনের দুটো স্পেস এর জন্য আলাদা আলাদা করে দুজনের ফিঙ্গারপ্রিন্ট সেট করতে পারবেন। এতে ফোন ব্যবহার করা আরো সহজ হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট সেট করলে আপনি আপনার ফোনের লক খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করুন।
এতে করে ফোন টি আপনার মত হয়ে আপনার স্পেস টি ওপেন হয়ে যাবে। আপনার আপনার পার্টনার যদি ফোন টি ওপেন করার জন্য তার ফোন টি ব্যবহার করে তাহলেই ফোনটি তার মতো করে তার স্পেস টি ওপেন হবে। তো আমি এই অপশন টি স্কিপ করে দিতে চাচ্ছি। তো আপনারা যারা দুটো স্পেস জন্য দুই জনের ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করতে চান তারা Set Now এ ক্লিক করে দুজনের ফিঙ্গারপ্রিন্ট সেট করে নিতে পারেন।
এর পরেই আপনারা পেয়ে যাবেন আপনাদের তৈরি করা কাঙ্ক্ষিত সেই সেকেন্ড স্পেস টি। এবং ইহা সম্পূর্ণ নতুন। আপনি ঘাটাঘাটি আর খোঁজাখোঁজি করেন না কেন এই এই স্পেস এর সাথে আপনার আগের স্পেস টির কোনো রকম মিল নেই। ইহতে আগের স্পেস এর কোনো তত্থই নেই। এবং আরো মজার ব্যাপার হচ্ছে আপনি এই স্পেস এ যাই করেন না কেনো এই স্পেস এর কোনো তথ্য আপনি আপনার আগের স্পেস এ পাবেন না।
এখন ছোট্ট একটা কাজ করেন। ফোন টা লক করে জাস্ট আপনার ফার্স্ট স্পেস পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট দিন। দেখবেন যে আপনার ফার্স্ট স্পেস টি ওপেন হয়ে গেছে। এরপর আবার লক করুন। লক করে সেকেন্ড স্পেস এর পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট দিন। দেখবেন ফোন টি সেকেন্ড স্পেস এর মত নতুন করে চালু হচ্ছে।
আজকে এপর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।
আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।