টেলিগ্রাম এর একটি ইউনিক ট্রিকস! যা অন্য কোনো সফটওয়্যার এ পাবেন না!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা

আজকে আমি টেলিগ্রাম এর এমন একটি ইউনিক ট্রিকস শেয়ার করবো যেটা আপনি টেলিগ্রাম ছাড়া অন্য কোনো আপস এ পাবেন না। তো বেশি দেরি না করে আমি চশিঘ্রই আমার ট্রিকস সেই কাঙ্ক্ষিত ইউনিক ট্রিকস এর বর্ণনা দিচ্ছি।

Nearby people

আমার আজকের শেয়ার করা সেই গুরুত্বপূর্ণ ট্রিকস টির নাম হচ্ছে Nearby People. ইহা একদমই ইউনিক একটি ট্রিকস। যা আপনি অন্য কোনো অ্যাপস এ পাবেন না। মনে করুন আপনি কোনো একটি অনুষ্ঠানে, অথবা কোনো একটি মেলায় বা উৎসবে, অথবা আপনার কোনো অফিসে, কলেজে, ভার্সিটিতে, ক্যাম্পাস এ আছেন অথবা মাঝেমধ্যে অথবা নিয়মিত যাতায়াত করেন। এমন অবস্থায় যদি টেলিগ্রাম অ্যাপস এ সেই অনুষ্ঠান, উৎসব, অফিস, কলেজ, ভার্সিটি, ক্যাম্পাস, মেলা, ইত্যাদি সম্পর্কিত কোনো গ্রুপ থেকে থাকে তাহলে সেটা হয়তো কেউ আপনাকে সাজেস্ট না করলে, কারো সাথে নাম্বার শেয়ার না করলে হয়তো আপনি জানতে পারবেন না। কারণ আপনাকে কেউ জানায়নি যে টেলিগ্রাম এ এইসব বিষয় সম্পর্কিত কোনো গ্রুপ আছে।

আমার কাছে এই ছোট্ট সমস্যাটির খুব বড়োসড়ো একটি সমাধান রয়েছে। আমার ট্রিকস টি ফলো করার পর আপনি যখন যেখানে যেই প্রোগ্রামই যান, সেখানকার সেই জাতীয় কোনো গ্রুপ থাকলে, সেখানে উপস্থিত কোনো বিখ্যাত ও বেশি এক্টিভ কোনো লোক থাকলে আপনি তাদের সাথেও টেলিগ্রাম এ যুক্ত হতে পারবেন কোনো প্রকার নম্বর শেয়ার করা বাদেই। সেটা করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের টেলিগ্রাম অ্যাপটি ওপেন করতে হবে। এরপর থ্রি ডট এ ক্লিক করুন।

Contacts এ ক্লিক করুন।

Find People Nearby এ ক্লিক করুন।

Allow Access এ ক্লিক করুন।

Alow চাইলে Allow করে দিন। আর এমনটা আসলে While Using The App এ ক্লিক করে দিন।

এখানে দেখুন নিচে আমাকে এমন কিছু লোকদের সাজেস্ট করছে যারা আমার লোকেশন এর আশেপাশেই থাকে আমি চাইলে তাদের সাথে কোনো প্রকার নাম্বার শেয়ার করা বাদেই অ্যাড দিতে পারবো।

এবং এইখানে কিছু গ্রুপ রয়েছে যেগুলো আমার লোকেশন এর কাছাকাছি এবং আমি চাইলে এই গ্রুপ গুলোতে জয়েন হতে পারবো।

তবে এইখানে একটি কথা আছে। আমি এখন যেই ট্রিকসটি শেয়ার করেছি সেই ট্রিকস এর মাধ্যমে আপনি আপনার আশেপাশে থাকা অনেক ফ্রেন্ডকে খুঁজে বের করতে পারবেন। কিন্তু আপনাকে কেউ খুঁজে পাবেনা। আপনাকে খুঁজে বের করতে হলে আপনার ফোন নাম্বার এর প্রয়োজন পড়বে। তবে আপনি যদি চান আপনাকেও লোকেরা Nearby People এর মাধ্যমে খুঁজে বের করুক তাহলে নিচের দেখানো Makes Myself Visible অপশনে ক্লিক করুন।

নিচে লেখা আছে Your Phone Number Will Remain Hidden লেখা আছে। অর্থাৎ, আপনার মোবাইল নম্বর গোপন থাকবে। তারা আপনাকে খুঁজে পেলেও আপনার ফোন নম্বর খুঁজে পাবেনা। Ok করুন।

দেখুন এইখানে লেখা আছে Please Make Your Profile Picture Visible To Everyone So That People Can See You. অর্থাৎ এই ট্রিকস টি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে আপনার টেলিগ্রাম এর প্রোফাইল পিকচার সকলের সামনে ভিজিবল করতে হবে যেনো সকলে আপনার প্রোফাইল পিকচারটি দেখতে পারে সেইরকম করতে হবে। সুতরাং আপনাকে যেতে হবে আপনার প্রোফাইলে। প্রথমে Ok ক্লিক করুন।

প্রোফাইলে যান। নিচের Privecy and Security অপশন এ ক্লিক করুন।

Profile Photos And Videos এ ক্লিক করুন।

Everybody সিলেক্ট করুন। এরপর টিক করুন।

 

এরপর Contacts এ যেয়ে Makes Myself Visible এ ক্লিক করুন।

 

নিচে দেখুন Stop Showing Me লেখা আছে। এমনটা আসলে মনে করবেন কাজ হয়েছে। এখন আপনার আশেপাশের লোকেরা Nearby People এর মাধ্যমে আপনাকে খুঁজে বের করতে পারবে। এবং আপনিও আপনার আশেপাশের লোকজন দের Nearby People এর মাধ্যমে খুঁজে বের করতে পারবেন।

এবং আপনি ও আপনার ফ্রেন্ড দুজনেই দুজনের থেকে ফোন নম্বর গোপন করে রাখতে পারবেন। কোনো প্রকার নাম্বার শেয়ার করা লাগবেনা। এতে দুজনেরই প্রাইভেসি বজায় থাকবে।

তো কেমন লাগলো আমার আজকের ট্রিকসটি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।

Level 3

আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস