হোয়াটস অ্যাপ এর চমৎকার ২ টি ম্যাজিক ট্রিকস! দেখেই চমকে যাবেন!

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন
Level 3
৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম হোয়াটস অ্যাপ এর দুর্দান্ত কয়েকটি ট্রিকস ও টিপস এর ব্যাপারে। তাই আর কথা না বাড়িয়ে আমি সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটি ট্রিকস শেয়ার করে দিচ্ছি।

১. Search করুন Old Chat

মনে করুন আপনি আপনার কোনো এক হোয়াটস অ্যাপ ফ্রেন্ড এর সাথে নিয়মিত চ্যাটিং করেন। তো কোনো এক দিন আপনি হয়তো আপনার বন্ধুর সাথে আপনার পূর্বের করা কোনো চ্যাটিং এর ব্যাপারে আপনার মনে পড়েছে অথবা প্রয়োজন হয়েছে। তো আপনি এখন চাচ্ছেন যে আপনি আপনার বন্ধুর সাথে আগে করা সেই চ্যাট টি আরো একবার রিভিশন দিতে।

তো এমন অবস্থায় আপনাকে কি করতে হবে? আপনি নিশ্চয় আপনার সেই বন্ধুর চ্যাট এ ঢুকবেন। ঢুকে সেই মেসেজটি দেখার জন্য উপরের দিকে স্ক্রল করতেই থাকবেন তো করতেই থাকবেন। তাই আমি বলছি যে এমনটা করার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এক ক্লিকেই সেই মেসেজ টি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে ফেলতে পারেন।

সেটা করার জন্য সেই চ্যাট এর একটি লাইন জানা জানা থাকতে হবে। আপনাকে প্রথমেই হোয়াটস অ্যাপ এ ঢুকতে হবে। এরপর হোয়াটস অ্যাপ এর সার্চ অপশন এ ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার সেই এর লাইনে থাকা কয়েকটি শব্দ লিখে সার্চ করুন। তাহলে নিচে দেখতে পাবেন যে আপনার সেই বন্ধুর চ্যাটিং এ সেই চ্যাটটি দেখার অপশন এসেছে।

সেটায় ক্লিক করুন। করলে দেখবেন যে আপনি কোনো স্ক্রল ছাড়াই আপনার বন্ধুর সাথে করা সেই চ্যাট এ পৌঁছে গেছেন। একদম ঠিক নিচের দেখানো পিক এর মত।

২. Most Favourite Contacts দেখুন

হোয়াটস অ্যাপ এ আমরা রোজ কত না কত লোকের সাথে চ্যাট করি। দিনে বা সপ্তাহে অথবা মাসে আমরা কত শত লোকের সাথে যোগাযোগ করে থাকি। কিন্ত আপনি হোয়াটস অ্যাপ ইন্সটল করার পর আজ পর্যন্ত কত জন লোকের সাথে এবং কোন লোকের সাথে সবচেয়ে বেশি অথবা কোন লোকের সাথে কি পরিমান চ্যাটিং করেছেন সেটা কি বলতে পারেন?

অথবা কোন লোকের সাথে বেশি পরিমাণ ফাইল শেয়ার করেছেন সেটা বলতে পারেন? আপনি সেটা জানুন কিংবা না জানুন হোয়াটস অ্যাপ এই সমস্ত প্রশ্নের হিসেব রেখে দিয়েছে আপনার ফোনের হোয়াটস অ্যাপ এর সেটিং এর মধ্যই। আপনি Just খুঁজলেই পেয়ে যাবেন। Just হোয়াটস অ্যাপ এ ঢুকে Three Dot থেকে সেটিং এ ক্লিক করুন।

এরপর Storage And Data তে ক্লিক করুন।

Manage Storage এ ক্লিক করুন।

এরপর আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটি Contacts এর নামের সাথে কিছু পরিমান স্টোরেজ উল্লেখ করা আছে। যার নামের পাশে যত বেশি স্টোরেজ উল্লেখ করা রয়েছে মনে করুন যে সেই ব্যক্তিই আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি। অর্থাৎ আপনি এই ব্যক্তির সাথেই সবচেয়ে বেশি পরিমানে চ্যাটিং করেছেন এবং ফাইল আদান প্রদান করেছেন।

৩. Save Your Data

বন্ধুরা আমাদের দেশে স্লো ইন্টারনেট এবং ফোনের এমবি বেশি খরচ হওয়া এই দুটো সমস্যা খুবই স্বাভাবিক। এবং আমাদের প্রায়ই এমন পরিস্থিতিতে পড়তে হয় যে ফোনে ইন্টারনেট খুব কম কিন্ত আমাদের এখনই ফোনে জরুরি একটা কাজ করতে করতে হবে। যদি আপনারা হোয়াটস অ্যাপ ইউজাররা এমন কোনো সমস্যায় পড়ে থাকেন এই দিকে হোয়াটস অ্যাপ দিচ্ছে আপনাকে খুবই কম এমবি খরচ করে হোয়াটস অ্যাপ ব্যবহার এর খুবই অসাধারণ একটি ট্রিকস। এই ট্রিকস টি ব্যবহার করার পর থেকে আপনার ফোনের হোয়াটস অ্যাপ ব্যবহার করতে তেমন একটা এমবি খরচ হবেনা।

তো প্রথমে আপনি আপনার ফোনের হোয়াটস অ্যাপ এ প্রবেশ করুন। এরপর উপরের ডান কোনায় থ্রি ডট এ ক্লিক করুন। এরপর সেটিং এ যান।

Storage And Data তে ক্লিক করুন।

When Using Mobile Data তে ক্লিক করুন।

এই চারটি বক্সে টিক দেওয়া থাকতে পারে। এগুলোকে আন মার্ক করে ওকে করুন।

এখন দেখবেন যে When Using Mobile Data এর নিচে No Media লেখা আছে। এইখানে No Media লেখা থাকলে বুঝবেন যে কাজ হয়েছে। নিচের দেখানো Photo Upload Quality তে ক্লিক করুন।

Data Sevar সিলেক্ট করে Ok করুন। ব্যাস এরপর থেকে আপনার ফোন এ হোয়াটস অ্যাপ এ তেমন একটা এমবি খরচ খরচ হবেনা।

আমার আজকের টিউন টা এই পর্যন্তই। ধন্যবাদ।

Level 3

আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুণ ট্রিকস।