হোয়াটস অ্যাপ এর চমৎকার ১ টি উরাধুরা ট্রিকস! যা আপনার কাজে লাগবেই! Share করুন আপনার Live Location!

Level 3
৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা

বন্ধুরা, আজকাল আমাদের দেশে এমন কোনো অ্যান্ড্রয়েড বা আইফোন বা স্মার্ট ফোন ইউজার হয়তো পাওয়াই যাবেনা যিনি কিনা এদেশের তরুণদের খুবই খুবই জনপ্রিয় সফটওয়ার হোয়াটস অ্যাপ ব্যবহার করেননা। এদেশে বর্তমানে হোয়াটস অ্যাপ ব্যবহারকারির সংখ্যা একেবারে অগুণিত। পৃথিবীর অন্যান্য দেশের কথা আমি বলতে পারছিনা তবে আমদের দেশ ও আশেপাশের কয়েকটি দেশে হোয়াটস অ্যাপ খুবই জনপ্রিয়। তো আমাদের এই জনপ্রিয় চ্যাটিং করার অ্যাপটির সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম হোয়াটস অ্যাপ এর খুবই চমৎকার উরাধুরা টিপস, ট্রিকস অথবা ফিচার নিয়ে যা আপনার কোনো এক সময়ে কাজে আসবেই। তো আমি নিচে আমাদের সেই কাঙ্ক্ষিত উরাধুরা ট্রিকস টির বর্ণনা করে দিলাম।

Share করুন আপনার Live Location

বন্ধুরা আমার আজকের দেখানো সেই কাঙ্ক্ষিত উরাধুরা ট্রিকস তির নাম হচ্ছে Share Live Location. বন্ধুরা আজকাল ফেসবুক ও ম্যাসেঞ্জার এর মতোই হোয়াটস অ্যাপ এও চ্যাটিং এর মাধ্যমে লোকেরা অনেক গুরুত্বপূর্ণ টেক্সট মেসেজ প্রদান করে করে থাকে। তো ধরুন আপনি এমন একটা পরিস্থিতি তে পড়লেন যেখানে আপনার হোয়াটস অ্যাপ ফ্রেন্ড আপনার বর্তমানে অবস্থান করা জায়গার বেপারে সঠিক টা জানতে চাচ্ছে কিন্তু কিন্ত আপনি কোনোভাবেই বুঝাতে পারছেন না যে আপনি কোথায় আছেন। অথবা আপনি জায়গার নাম বললেও এমন টা হয়ে হয়ে পারে যে আপনার হোয়াটস অ্যাপ ফ্রেন্ড আপনার বলা সেই জায়গাটির নাম জেনেও চিনতে পারছেনা।

এমন অবস্থায় আপনি চাইলে আপনার ফোনের বর্তমান লোকেশন টি আপনার হোয়াটস অ্যাপ ফ্রেন্ড এর সাথে শেয়ার করতে পারেন। সেটা করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের হোয়াটস অ্যাপ ওপেন করতে হবে। এরপর আপনি নিচে থাকা Attachment এর চিহ্নতে ক্লিক করুন।

এরপর নিচে থাকা লোকেশন অপশন এ ক্লিক করুন।

তো এই কাজ টি করার জন্য প্রথমে হোয়াটস অ্যাপ কে আপনার ফোনের লোকেশন সম্পর্কে জানাতে হবে। সেটা কিভাবে করবেন? সেটার জন্য আপনার থেকে আপনার ফোনের লোকেশন বের করে নেওয়ার অনুমতি চাওয়ার জন্য আপনার সামনে নিচের মত করে একটি বাটন আসতে পারে। আবার না ও আসতে পারে, অনুমতি আগের থেকে নেওয়া থাকলে এমনটা আসবে না। এমন টা আসলে আপনি Continue এ ক্লিক করুন।

কিছু কিছু সময় আপনার ফোনের সেটিং এর লোকেশন বা GPS বন্ধ থাকতে পারে। যদি বন্ধ থাকে তাহলে সেটা চালু করার জন্য আপনি নিচের অপশন টি আসতে পারে, আবার না ও পারে। এই অপশন টি আসলে OK বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ফোনের লোকেশন অন করার জন্য লোকেশন সেটিং টি সামনে এসে যাবে। অন করে দিবেন।

এর পরই আপনি লোকেশন শেয়ার করার অপশন টি পেয়ে যাবেন। এখানে আপনি নিচের অপশন এ ক্লিক করুন। উপরের অপশন এর ব্যাপারে পরে বুঝাচ্ছি প্রথমে নিচের অপশন এ ক্লিক করুন।

এরপর আপনি দেখতে পারবেন যে আপনার বর্তমান লোকেশন টি আপনার বন্ধুর কাছে পৌঁছে গেছে। আপনার বন্ধু চাইলেই এখানে ক্লিক করে আপনার লোকেশন টি দেখতে পারবে।

তো আপনি যদি চান শুধু আপনার বর্তমান লোকেশন নয়, অর্থাৎ আপনি আগামী ১ ঘণ্টা কোথায় কোথায় যাচ্ছেন, কোথায় কোথায় ঘুরছেন, আপনার সমস্ত লোকেশন আপনার বন্ধু ট্রাক করুক তাহলে আপনি সেটাও করতে পারবেন এর জন্য আপনাকে আবার Attecthment এ ক্লিক করে আবার লোকেশন এ ক্লিক করতে হবে। এরপর আগের উপরের দেখানো অপশন এ ক্লিক করতে হবে।

এখানে আপনি সময় ঠিক করতে পারবেন। অর্থাৎ আপনার বন্ধু আপনাকে ঠিক কত সময়ের জন্য ট্রাক করবে সেটা আপনি ঠিক করতে পারবেন। সময় ঠিক করে নিচের দেখানো সেন্ড বাটনে ক্লিক করুন।

এখন আপনি আগামী সময়ে যেখানে যান আপনার বন্ধু দেখে জানতে পারবে। তো কেমন লাগলো আজকের ট্রিকটি। আজ এখানেই শেষ। ধন্যবাদ।

Level 3

আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস