প্রথমেই বলে রাখি এই টিপসটি হয়তো অনেকেই জানেন । এই পোষ্টটি তাদের জন্য নয়,একেবারে নতুনদের জন্য ।
ডোমেইন কেনার সময় কতগুলো বিষয়ে সতর্ক থাকুন । যেমন–
*** ডোমেইন কিনতে গেলে সবার আগে দেখবেন ডোমেইনের ফুল কন্ট্রোল দেয় কি না । ফুল কন্ট্রোল ছাড়া ডোমেইন কিনবেন না।
*** অনেকেই ৩০০-৪০০ টাকায় ডোমেইন অফার করে থাকে । এদের ত্যাগ করুন। কারন ICANN ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাদের ফি হলো ১৮ সেন্ট এবং এর সাথে .com এবং .net verisign এর মাধ্যমে রেজি করতে হয়,তাদের প্রাইস ৫০০ টাকার উপরে ।
*** তো ঐসকল রিসেলাররা কিভাবে ৩০০-৪০০ টাকায় দিবে ভেবে দেখুন ।
*** কমদামে(৩০০-৪০০) ডোমেইন কিনলে নিশ্চিত প্রতারিত হবেন, কারন কেউ লসে আপনার কাছে ডোমেইন বিক্রি করবে না । এমনও হতে পারে রিনিউ করার সময় আপনার কাছ থেকে অনেক টাকা চাইতে পারে অথবা সাইট পপুলার হলে ডোমেইনটি হাইজ্যাক করতে পারে।
বাংলাদেশের অনেক কোম্পানী লোকাল কারেন্সিতে ডোমেইন কেনার সুযোগ দেয় ।
আবার আপনি চাইলো http://www.godaddy.com থেকে মাস্টারকার্ড দিয়ে কিনতে পারেন ।
আর কেউ যদি আ্যালার্টপে,পেপাল (varified/unvarified),মানিবুকার্স,লিবার্টিরিজার্ভ দিয়ে ডোমেইন কিনতে চান তাহলে এই সাইট থেকে কিনতে পারেন ।
২০০২ সাল থেকে এখনও পর্যন্ত এই সাইটটির নামে কোন খারাপ রিপোর্ট নেই ।
আমি ৩ টি ডোমেইন কিনেছি এই সাইট থেকে । এদের সাপোর্টও অনেক ভালো ।
পোষ্টটি সর্বপ্রথম এখানে লিখেছিলাম ।
আমি ট্রায়াল ভার্সন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই ।
ভাই, এডভার্টাইজমেন্টের মত হয়ে যায়, তারপরও বলি। যাদের এই ধরণের অনলাইন পেমেন্টের অপশন নাই, তারা আমার কাছ থেকে ডোমেইন নিতে পারেন। http://shafiul.com/domain.php এখানে দাম দেখুন। আর হ্যাঁ ডোমেইন কন্ট্রোল প্যানেল দিব অবশ্যই। এবং তা সম্পূর্ণ রূপে। আশাকরি কাজ দিবে। ০১৯১৪৪৭৫৫৩৪