ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন HD সহ যেকোনো আকারে..

আজকে খুব ছোট একটা টিউন করবো ভেবে টেকটিউনস এর মাঠে হাজির হলাম। "ইউটিউব" জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং ওয়েব সাইট যেখানে পুরো দুনিয়ার মানুষ ভিডিও আপলোড করে থাকে। আর এই সকল ভিডিও ডাউনলোড করার অনুমতি ইউটিউব এখন দেইনি, তাই এখন অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না। যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যবহার করে থাকেন তারা পরাই সবাই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন।

আজ আমি আপনাদের জন্য গুগোল ক্রোম এর ছোট একটি স্ক্রিপ্ট এর সাথে পরিচয় করিয়ে দিতে এলাম যা মাত্র দুই-এক ক্লিকেই ডাউনলোড করতে পারেন ইউটিউব এর সকল ভিডিও।

ফায়ারফক্স ব্যবহারকারীদের জন্যঃ

প্রথমে এই লিঙ্ক থেকে "Greasemonkey" অ্যাড-অন টি ইন্সটল করুন (ইন্সটল শেষ ফায়ারফক্স রি-স্টার্ট করতে হবে)। তারপর এই লিঙ্ক এ ক্লিক করুন এবং উপরের ডান পাশে "Install" বাটনে ক্লিক করুন।

এরপর একটা ইনফরমেশন বক্স আসবে সেখানে সুধু "Install" বাটনে ক্লিক করুন।

ব্যাস এবার ইউটিউব এ গিয়ে যেকোনো একটি ভিডিও চালু করুন তাহলে নিচের ছবির মত নতুন একটা অপশন পাবেন এবং আপনার পছন্দ ভিডিওর আকার নির্বাচন করুন এবং ডাউনলোড করুন 🙂

গুগোল ক্রোম ব্যবহারকারীদের জন্যঃ

আপনারা যারা গুগোল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য এও কাজটি খুব সহজ। কারণ এই স্ক্রিপ্ট চালানোর জন্য ফায়ারফক্সের মত নতুন কোন অ্যাড-অন লাগে না। তাই গুগোল ক্রোম ব্যবহারকারীরা সুধু এই লিংকে ক্লিক করে উপরের ডান পাশে "Install" বাটনে ক্লিক করুন।

এবার গুগোল ক্রোম উইন্ডো'র নিচের দিকে স্ক্রিপ্ট ইন্সটলেশন এর জন্য অনুমোদন চাইবে। সেখানে "Continue" বাটনে ক্লিক করে ইন্সটল সম্পন্ন করুন।

ব্যাস এবার ইউটিউব এ গিয়ে যেকোনো একটি ভিডিও চালু করুন দেখুন নিচের ছবির মত নতুন একটি অপশন যুক্ত হয়েছে। ব্যাস এবার আপনার পছন্দ আকার নির্বাচন করে ডাউনলোড করুন আপনার প্রিয় ভিডিও টি।

তাহলে ডাউনলোড করুন আপনার পছন্দের ভিডিও সারাদিন আর সারারাত এবার আপনাকে কেউ ধরে রাখতে পারবে না।
ধন্যবাদ সবাইকে আমার পোস্ট পড়ার জন্য।
.
.
.
.
.
এই পোস্টটি পুর্বে বিডিরং.কম এ প্রকাশিত
মুল পোস্ট লিঙ্কঃ http://www.bdrong.com/?p=2244

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আমিনুল ভাই। ভাই কিভাবে আমার প্রোফাইলে আমার ছবি দিব দয়া করে বললে উপকৃত হব।

আমিনুল ভাই গুগোল ক্রোম লিংক নাই চেক করেন

সুন্দর একটা টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ।ভাই, আমার এক আপুর কম্পিটারে এভাস্ট এন্টিভাইরাস ইনস্টল দেওয়ার পর ডেকস্টপে কিছু দেখা যাচ্ছে না। তাছাড়া মাউস ও কাজ করছে না্ । কিভাবে ঠিক করা যাবে বললে খুশি হতাম। যদি নতুন করে উইনডোজ সেটাপ দেওয়া ছাড়া কোন রাস্তা থাকে,দয়া করে বলুন ।

    @MONIR.HOSSAIN: আপনি সেফ মুড (Safe Mode) এ কম্পিউটার অন করে Administrator অ্যাকাউন্ট দিয়ে লগইন করে সিস্টেম রিস্টোর করে দেখতে পারেন হয়তো ফল পাওয়া যেতে পারে। আর যে কম্পিউটার এ ভাইরাসে ভুরপুর হয়ে থাকে সে কম্পিউটারে অ্যাভাস্ট না দেয়াই ভাল।

অনেক ধন্যবাদ সুন্দর টিউনের জন্য। একটা সমস্যা হলো ইন্সটল করতে গেলে লেখা আসে এই প্লাগইন ইন্সটল করলে ব্যক্তিগত তথ্য বাহিরে প্রকাশ হতে পারে। ইন্সটল করতে ভয় পাচ্ছি। সমাধান থাকলে জানাবেন।

    @প্রবাসী: ভাই আমার মনে হয় সেই রকম সমস্যা হবে না। প্রয়োজনে আপনি স্ক্রিপ্ট টি ডাউনলোড করে মডিফাই করে নিতে পারেন।

    আপনাকে ধন্যবাদ ভাইয়া!

সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। চেষ্টা করে দেখি কাজ হয় কিনা। ভাই দোয়া করবেন।

ki kori bolen to firefox 8 beta version use korci greasemonkey support kore na……moha bipod a pore gelam to…….amar ata ajkei sokalei khub dorkar mone hoccilo……akn apnr post dekhe khusi holam but kam korte parlam bola afsus bere gelo……..:(

    @mehedi hasan: তাহলে তো কিছু করার নাই… আপনাকে গুগোল ক্রোম বা ফায়ারফক্স ৭ ব্যবহার করতে হবে।

খুবেই সুন্দর টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

আমি যদিও IDM CC Plug-in ব্যবহার করছি, ভবিষ্যতে আপনার তথ্যটি কাজে লাগতে পারে, প্রিয়তে…

    @C/O D!pu…: আমিও আইডিএম ব্যবহার করি তবে এই পদ্ধতি ব্যবহার করে যেকোনো সাইজের ভিডিও ডাউনলোড করার জন্য ভিডিও চালু হওয়া পর্জন্ত অপেক্ষা করা লাগে না।

    ধন্যবাদ

thanks vai.its effective tune.

http://keepvid.com/
check this website,
it will help you download any format of youtube video.

Level 0

আমিনুল ইসলাম ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য ।

ধন্যবাদ ভাই , দারুন জিনিস শেয়ার করলেন । চালিয়ে যান । সঙ্গে আছি , সরা সরি প্রিয় তে

Thank you very much vai. Darun ekta tune koresen apni. really good. amar dorkar silo eta. Thanks again.

Level 0

আসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে । http://bdrong.com/?p=57 এই লিঙ্ক টি দেওয়ার জন্য।(God bless you)

Level 2

josh একটা জিনিস । thanx 4 sharing …
btw, কেও কি আমাই fb time ticker and chat disabler এর adon টা দিতে পারবেন ??? plz, হেল্পান …

Level 0

vai full movie download dibo kivabe. movie to part by part ase. kindly bolen please. i am waiting.