আজকে খুব ছোট একটা টিউন করবো ভেবে টেকটিউনস এর মাঠে হাজির হলাম। "ইউটিউব" জনপ্রিয় একটি ভিডিও শেয়ারিং ওয়েব সাইট যেখানে পুরো দুনিয়ার মানুষ ভিডিও আপলোড করে থাকে। আর এই সকল ভিডিও ডাউনলোড করার অনুমতি ইউটিউব এখন দেইনি, তাই এখন অনেকেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না। যারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ব্যবহার করে থাকেন তারা পরাই সবাই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে পারেন।
আজ আমি আপনাদের জন্য গুগোল ক্রোম এর ছোট একটি স্ক্রিপ্ট এর সাথে পরিচয় করিয়ে দিতে এলাম যা মাত্র দুই-এক ক্লিকেই ডাউনলোড করতে পারেন ইউটিউব এর সকল ভিডিও।
প্রথমে এই লিঙ্ক থেকে "Greasemonkey" অ্যাড-অন টি ইন্সটল করুন (ইন্সটল শেষ ফায়ারফক্স রি-স্টার্ট করতে হবে)। তারপর এই লিঙ্ক এ ক্লিক করুন এবং উপরের ডান পাশে "Install" বাটনে ক্লিক করুন।
এরপর একটা ইনফরমেশন বক্স আসবে সেখানে সুধু "Install" বাটনে ক্লিক করুন।
ব্যাস এবার ইউটিউব এ গিয়ে যেকোনো একটি ভিডিও চালু করুন তাহলে নিচের ছবির মত নতুন একটা অপশন পাবেন এবং আপনার পছন্দ ভিডিওর আকার নির্বাচন করুন এবং ডাউনলোড করুন 🙂
আপনারা যারা গুগোল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য এও কাজটি খুব সহজ। কারণ এই স্ক্রিপ্ট চালানোর জন্য ফায়ারফক্সের মত নতুন কোন অ্যাড-অন লাগে না। তাই গুগোল ক্রোম ব্যবহারকারীরা সুধু এই লিংকে ক্লিক করে উপরের ডান পাশে "Install" বাটনে ক্লিক করুন।
এবার গুগোল ক্রোম উইন্ডো'র নিচের দিকে স্ক্রিপ্ট ইন্সটলেশন এর জন্য অনুমোদন চাইবে। সেখানে "Continue" বাটনে ক্লিক করে ইন্সটল সম্পন্ন করুন।
ব্যাস এবার ইউটিউব এ গিয়ে যেকোনো একটি ভিডিও চালু করুন দেখুন নিচের ছবির মত নতুন একটি অপশন যুক্ত হয়েছে। ব্যাস এবার আপনার পছন্দ আকার নির্বাচন করে ডাউনলোড করুন আপনার প্রিয় ভিডিও টি।
আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ আমিনুল ভাই। ভাই কিভাবে আমার প্রোফাইলে আমার ছবি দিব দয়া করে বললে উপকৃত হব।