আমি আসলে ভাল করে সাজিয়ে লিখতে পারিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, কি করে এই টিউনটিকে আরো সাজিয়ে ঘুছিয়ে লিখা যেত তা জানালে উপকৃত হব। আসলে আমি টিউন করার চেয়ে পড়তে বেশি ভালবাসি। আমি এই টিউনটি লিখতে উৎসাহ পেলাম প্রিন্স মাহমুদ ভাইয়ের “ইংরেজিতে দক্ষতা গড়তে ছোটদের ৯৯% দরকারী………………” এই টিউনটি এবং টিউনের কমন্টেস গুলি পড়ে।আমি জানি আমার এই টিউনটি আরো সুন্দর করে সাজিয়ে লিখা যেত। আসলে সবার মাঝে যেমন সব গুন থাকেনা তেমনি আমার মাঝেও এই গুনটি নেই। তবে এই টিউনিই যদি কেউ আরো সুন্দর করে এবং নতুন করে টিউন করতে চান বা করেন তাহলে আমি খুশি হব।
আপনারা অনেকেই জানেন যে Magic ISO maker কি এবং এটা দিয়ে কি কাজ করা যায় এবং Magic Disc দিয়ে কি কাজ করা যায়।যারা জানেন না বা জানেন হয়তো ভুলে গেছেন তাদের জন্যই এই টিউন। যাক কাজের কথায় আসি। Magic ISO maker হচ্ছে কোন সিডি/ডিভিডির হুবহু ইমেজ তৈরী করে তা আপনার পিসিতে সংরক্ষন করে রাখার জন্য। যা পরবর্তীতে আপনি ইচ্ছে করলে সিডি/ডিভিডিতে রাইট করতে পারবেন বা ভার্চুয়াল সিডি রম দিয়ে সিডি/ডিভিডি ডিস্ক এর মতই সিডি/ডিভিডি ডিস্ক এবং সিডি/ডিভিডি রম ছাড়াই তা ব্যবহার করতে পারবেন। যেমন কিছু গেমস আছে যা আপনি খেলতে চান তাহলে গেমসটি ইন্সটলেশনের পরও সিডি/ডিভিডিটি অবশ্যই সিডি/ডিভিডি রম এ প্রবেশ করিয়ে গেমটি রান করাতে হবে তাছাড়া ডিকশনারী এবং কিছু কিছু লার্নিং সিডিওে আছে যেমন প্রিন্স মাহমুদ ভাইয়ের ইংলিশ লার্নিং সফটওয়ারটি। এরকম আরো অনেক Software আছে যা দিয়ে আমরা ISO ইমেজ তৈরী করতে পারবো।আর Magic Disc এর কাজ হলো Magic ISO maker বা অন্য যেকোন Software দিয়ে তৈরীকরা ইমেজকে আসল সিডি/ডিভিডি এর মতই সিডি/ডিভিডি ডিস্ক এবং সিডি/ডিভিডি রম ছাড়াই তা Read করা। Virtual Drive দিয়েও এই একই কাজ করা যায়। হয়তো অন্য কোন Software দিয়েও এই একই কাজ করা যায় যা আমার জানা নাই।তবে আমার পছন্দ Magic ISO Maker & Magic Disc কারন এই দুটি সফটওয়ারের সাইজ খুব ছোট। সফটওয়ার দুটি এখান থেকে ডাউনলোড করতে পারেন।
এখন আমরা দেখবো কিভাবে একটি সিডি/ডিভিডিকে ISO ইমেজ তৈরী করতে হয়। প্রথমে সিডি/ডিভিডিকে ডেস্কটপ/লেপটপের সিডি/ডিভিডি ড্রাইভের ভিতরে প্রবেশ করান।তারপর Magic ISO maker রান করুন। তাহলে চিত্র-১ মত একটি উইন্ডো চালু হবে।
প্রথমে Make CD image file from CDROM. এই আইকনটিতে ক্লিক করুন। তাহলে চিত্র-২ এর মত আরএকটি নতুন Window চালু হবে। যাদের একাদিক সিডি/ডিভিডি রম ড্রাইভ আছে তারা Source CD/DVD-ROM এ ক্লিক করে যে ড্রাইভে সিডি/ডিভিডি টি প্রবেশ করিয়েছেন তা সিলেক্ট করুন। আর যদি আপনার একটি মাত্র সিডি/ডিভিডি রম থাকে তাহলে সে ডিফলট হিসাবে নিয়ে নিবে। তারপর Output File এ ক্লিক করে আপনার হার্ডডিস্কের কোথায় সিডি/ডিভিডির ইমেজ ফাইলটি সেভ করে রাখবেন তা সিলেক্ট করুন। তারপর Output format এ ক্লিক করে যে যে ফাইল ফরমেট আপনার পছন্দ তা সিলেক্ট করুন। আমার পছন্দ *.ISO. কেউ ইচ্ছে করেলে তৈরীকৃত ইমেজ ফাইলটিতে পাসওয়ার্ড দিতে পারেন। সব কাজ ঠিক মত শেষ করলে OK বাটনে সবুজ রংএর টিক চিহ্নটি প্রকাশ পাবে এবং তাতে ক্লিক করুন সাথে সাথেই কাজ শুরু হয়ে যাবে এবং বাকিটুকু আর মনে হয় আমাকে বলে দিতে হবেনা।
এখন আসি Magic Disc এ। আমরা যদি Magic Disc software টি ইন্সটল করি তাহলে আমাদের ডেস্কটপের স্ট্যাটাস বারে একটি আইকন চলে আসবে তাতে মাউসের ডান বাটন এ ক্লিক করলে যে ম্যানু আসবে তাতে একেবারে উপরে Virtual CD/DVD-ROM এ মাউস পয়েন্টার রাখলে আর একটি সাব-ম্যানু বের হবে তাতে মাউস পয়েন্টার রাখলে আরো একটি সাব ম্যানু আসবে যা নিচের ছবির মত দেখাবে।তাতে Mount… ক্লিক করতে হবে। তার পর যে জানালাটি চালু হবে তাতে আপনার কাঙ্খিত ইমেজ ফাইলটির লোকেশন দেখিয়ে দিন এবং Open এ ক্লিক করুন তাহলেই কাজ শেষ।
অথবা ইমেজ ফাইলটিতে মাউসের রাইট বাটনএ ক্লিক করলে যে ম্যানু আসবে তাতে Magic ISO লিখার উপর মাউস পয়েন্টার রাখলে তাতে আর একটি সাব-ম্যানু বের হবে তাতে প্রথম যে অপশন টি থাকবে তাহল.. Mount*.ISO(এখানে * হল আপনার ইমেজ ফাইলটির নাম) তার উপর মাউস পয়েন্টার রাখলে আর একটি সাব-ম্যানু আসবে আর তহল আর *: No Media (এখানে * হল আপনার ভার্চুয়াল সিডি রমের ড্রাইভ লেটার)এখন এই সাব-ম্যানুতে ক্লিক করলেই আপনার সংরক্ষিত ইমেজটি ভার্চুয়াল সিডি রমে প্রবেশ করবে।
এখন যদি আপনার গেমস/ডিকসনারী/লার্নিং সিডি/ডিভিডি টি ইন্সটল করতে হয়ে তাহলে ইন্সটল করুন এবং উপভোগ করতে থাকুন আপনার সখের যে কোন গেমস/ডিকসনারী বা অন্য যেকোন সিডি/ডিভিডি ডিস্কি সিডি/ডিভিডি রমে প্রবেশ না করিয়েই। ইমেজ ফাইলটি যখন ভার্চুয়াল সিডি রম থেকে বের করার প্রয়োজন হবে তখন ডেস্কটপের স্ট্যাটাস বারে Magic Disc এর আইকনটিতে মাউসের ডান বাটন এ ক্লিক করলে যে ম্যানু আসবে তাতে একেবারে উপরে Virtual CD/DVD-ROM এ মাউস পয়েন্টার রাখলে আর একটি সাব-ম্যানু বের হবে *: No Media তাতে মাউস পয়েন্টার রাখলে আরো একটি সাব ম্যানু আসবে তাতে ২নং অপশনটিতে (Unmount) ক্লিক করতে হবে।তাহলেই ইমেজটি আপনার ভার্চুয়াল সিডি রমে থেকে বের হয়ে যাবে।
সফটওয়ার ২টি একই সাথে একটি জিপ ফাইলের ভিতর আছে, ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।
অফ-টিউনঃ সকল মুসলিম ভাই বোনদের কাছে বিশেষ অনুরোধ সারা দিন আর যাই করুন অন্তত দৈনিক পাঁচ ওয়াক্ত নামায সময় মত আদায় করুন। কারন কিয়ামতের দিন আল্লাহতালাহ্ সর্বপ্রথম এই নামাযের হিসাব নিবেন। কারো যদি নামায ঠিক থাকে তাহলে বাকী হিসাব তার জন্য সহজ করে নিবেন। আর যার নামাযের হিসাব ঠিক হবে না তার বাকী হিসাবও কঠিন করে নেওয়া হবে।
সাথে বোনাস হিসাবে আর একটি সফটওয়ার নাম তার Autorun Eater এটার কথা আর বিস্তারিত কিছু বল্লাম না।
আজকে এ পযর্ন্তই। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এই বাজে টিউনটি পড়লেন।
আমি নতুন টিউনার ঠিক মত জানিনা কিভাবে ফাইল এর ডাউনলোড লিংক দিতে হয়। ডাউনলোড লিংক এ যদি কোন সমস্যা হয় তাহলে আমাকে কেউ হেল্প করবেন আপলোড করার জন্য আমাকে মেইল এড্রেস দিলে আমি তার ইমেইলে পাঠিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।
আমি মাসুদুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share korar jonno dhonnobad.