মাইক্রোসফ্‌ট ওয়ার্ড ২০০৭ এর ফাইলকে সেভ করুন ২০০৩ ফরম্যাটে

টেক্টিউনস পারিবারের সবাইকে সালাম।আশা করি সবাই ভাল আছেন।আমরা অনেকেই মাইক্রোসফ্‌ট ওয়ার্ড কনভার্টর ব্যবহার করি।যেমন মাইক্রোসফ্‌ট ওয়ার্ড ২০০৭ থেকে ২০০৩ কনভার্টর।আমরা মাইক্রোসফ্‌ট ওয়ার্ডে কাজ করার সময় ২০০৩ কিংবা ২০০৭ ব্যবহার করি।যখন আপনি কোন অফিস ডকুমেন্ট ২০০৭ করেছেন কিন্তু আপনি অন্যে একটা কম্পিউটারে ওপেন করতে গিয়ে দেখেছেন যে সেই কম্পিউটারে অফিস ২০০৩ দেয়া আছে সেক্ষেত্রে আপনাকে সমস্যার সন্মুখিন হবেন।তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি নিম্নের পদ্ধতি অবলম্বন করতে পারেন।

পদ্ধতি :
প্রথমে আপনি মাইক্রোসফ্‌ট ২০০৭ অফিস অ্যাপলিকেশন ওপেন করুন।এরপরে বাম পাশে উপরের দিকে মাইক্রোসফ্‌ট এর লোগোটিতে ক্লিক করুন।
এরপরে নিচের দিকে ডান পাশে Word Options button ক্লিক করুন।
এবারে সেভ করার জন্যে সেভ ট্যাবটি নির্বাচন করুন(Slect the save tab)।ডান পাশে দেখুন Save file in this format>এখান থেকে আপনি ওয়ার্ড ৯৭,২০০৩ ডকুমেন্ট নির্বাচন করুন।
ভাল থাকবেন সবাই ।আল্লাহাফেয

Level 0

আমি তৌফিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম -মো : তৌফিকুর রহমান,তৌফিক নামেই বেশি পরিচিত ।১৯৮৮ সালে ১ জানুয়ারি মাসে আমার জন্ম।আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি ।বর্তমানে আমি জুমলা,ওয়ার্ডপ্রেস,পিএইচপি নিয়ে কাজ করতেছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Microsoft Office-এর Logo-তে Click করলেই তো Save as Option আসে, ওটার উপর মাউস ধরলে যে Drop Down Menu আসে, তার থেকে Select করে দিলেই হয়ে যায়…

এত জটিল করার দরকার কী? Office Logo তে ক্লিক করে Save As থেকে Word 97-2003 Document সিলেক্ট করলেই হয়।

সহমত…………………………

Level 2

সহীহ কথা

িক দরকার িছল