আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশা করছি ভাল আছেন। বরাবরেই মত আজকেও চলে এসেছি নতুন টিউন নিয়ে।
সময় এর সাথে সাথে Telegram এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এর সাথে Telegram অ্যাপ এর সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে এর বট ফিচার। Telegram এর বট ব্যবহার করে আপনি চাইলেই কিন্তু দারুণ সব কাজ সহজেই করে ফেলতে পারেন।
আজকের এই টিউনে আমরা এমনটি ৩ টি দারুণ বট দেখতে চলেছি।
হ্যাঁ, আপনাকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখন কোন অ্যাপ ব্যবহার করতে হবে না। সামান্য একটি বটের মাধ্যমেই আপনি এই কাজটি করতে পারবেন। এজন্য Telegram অ্যাপ ঢুকে সার্চে লিখুন, Background Remover Bot, এবং বটটিতে ঢুকে Start এ ক্লিক করুন। আপনার ছবিটি আপলোড করুন আর দেখুন ম্যাজিক।
আমরা সবাই Temp মেইল সার্ভিস সম্পর্কে জানি। এই Temp মেইল আপনি ব্যবহার করতে পারবেন টেলিগ্রামে। টেলিগ্রাম সার্চে লিখুন DropMail.me, এবং বটটিতে ঢুকে Start এ ক্লিক করুন। আপনাকে একটি নতুন ইমেইল দেয়া হবে। এখন এই মেইলে কোন ইমেইল পাঠানো হলে সেটা সরাসরি টেলিগ্রামে পেয়ে যাবেন।
আপনি সহজেই দারুণ একটি বট দিয়ে ফাইল এক্সটেনশন চেঞ্জ করে নিতে এ পারবেন। File Converter বটটি এড করুন। ফাইল আপলোড করুন এবং নির্দিষ্ট ফরমেট সিলেক্ট করুন। মুহূর্তের মধ্যে কাজ হয়ে যাবে।
আপনি হয়তো এই চমৎকার বট গুলো সম্পর্কে আগে জানতেন না। আর এখন জানার পর আশা করা যায় এই ৩ টি বট অবশ্যই ব্যবহার করবেন। আমার ব্যক্তিগত ভাবে Temp মেইল সার্ভিসটি ভাল লেগেছে।
আশা করছি এই টিউনে আপনি আপনি নতুন কিছু জানতে পেরেছেন, তো আজকে এই পর্যন্তই পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।