ফায়ারফক্স (Firefox) এবং থান্ডারবার্ড (Thunderbird) এর নতুন ভার্সনে অজীবনের জন্য বাংলা সমস্যার সমাধান

বিসমিল্লাহির রহমানির রহিম

আজ একটি মারাত্তক সমস্যার সহজ একটি সমাধান দেব। আমরা ইন্টারনেট ব্রাউজ করার সময় বেশী অসুবিধায় পড়ি বাংলা নিয়ে। যারা ইংলিশ নিয়ে ঘাটা ঘাটি করেন তাদের কথা ভিন্ন। কিন্তু আমার মত বাংলা প্রেমিকদের বাংলার জন্য অনেক কষ্ট করতে হয়। কিছু ছোটখাট ইতিহাস বলে আজকের পোষ্টটা শুরু করি।
ফায়ারফক্স ও থান্ডারবার্ডে ইউনিকোড যোগ হওয়ার পর বাংলা সমস্যা হলে শুধু অভ্র ইনস্টল করলেই ঠিক হয়ে যেত। পরে মজিলার নতুন ভার্সন ৪ বের করার পর থেকে আবার বাংলা নিয়ে সমস্যা তৈরি হল। দেখা গেল ওয়েব পেজে বাংলা দেখা গেলেও টাইটেল বারে ভাল করে বাংলা দেখা যেত না বা এখন নতুন ভার্সন গুলোতেও যায় না।

ফায়ারফক্সের অডঅনেও এখন বাংলা সমস্যা করে। যেমনঃ Echofon

আর থান্ডারবার্ডের নতুন ভার্সনে তো কোন ভাবেই ঠিক করে বাংলা আসে না।

তখন রাগ করে গেলাম উইনন্ডোজ সেভেনে। সেখানে বাংলাতে কোন সমস্যা হল না। কিন্তু সমস্যা হল এক্সপি থেকে উইন্ডোজ সেভেন ধির গতিতে কাজ করে। তাই বাধ্য হয়ে আবার এক্সপিতে ফিরে এলাম। এবার তো অবস্থা খারাপ, বাংলা সমস্যা দুরকরতে চাইলে স্পিডে কাজ করতে পারব না আবার স্পিডে কাজ করলে বাংলা সমস্যা নিয়েই থাকতে হবে 🙁
এরকম জীবন-মরন অবস্থায় সামান্য গবেষনা করে একটি সমাধান বের করলাম। এটি ১০০% কার্যকর। আজ এ পদ্ধতিটিই আপনাদের সাথে শেয়ার করব।
এ পদ্ধতিটি ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে অভ্র নতুন ভার্সন ইনস্টল থাকতে হবে। অভ্র যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন।
এবার দেখা যাক পদ্ধতিটা কি! পদ্ধতিটা খুব সহজ। শুধু ফায়ারফক্স এবং থান্ডারবার্ডের কিছু ইনসাইড সেটিং পরিবর্তন করতে হবে। তাহলে কাজ শুরু করা যাক।
অভ্র ইন্সটল করে কম্পিউটার রিস্টার্ট করে নিন। তারপর ফায়ারফক্স চালু করুন। আমি এখানে ফায়ারফক্স ৬ এর ছবি দিয়েছি। এর অন্য ভার্সনেও একই ভাবে এ পদ্ধতিটি ব্যবহার করা যাবে।
ফায়ারফক্স চালু হলে নতুন একটি ট্যাব চালু করুন এবং অ্যাড্রেস বারে লিখুন about:config এবং লিখে Enter দিন।

তাহলে যে পেজ আসবে সেখান থেকে I’ll be careful, I Promise! বাটনে ক্লিক করুন।

তাহলে আপনার সামনে ফায়ারফক্সের সব সেটিংয়ের একটি তালিকা চলে আসবে। এবার Filter বক্সে লিখুন beng

তাহলে দেখবেন আপনার সামনে beng যুক্ত আছে এরকম কিছু সেটিংয়ের লিস্ট দেখা যাচ্ছে। এখান থেকে ছয়টি সেটিং পরিবর্তন করতে হবে। প্রথমে font.name-list.monospace.x-beng লেখাটি খুজে বের করে এর উপর ডাবল ক্লিক করুন। যে ইনপুট বক্সটি আসবে সেখানে লিখুন Siyam Rupali এবং লিখে OK বাটনে ক্লিক করুন।

তারপর এর পরের পাচটি সেটিং ও ডাবল ক্লিক করে Siyam Rupali লিখে পুরন করুন।
সাবধানতার জন্য আমি নিচে ছবির সাথে ছয়টি সেটিংসের সবকটির নামও নিচে লিখে দিলাম।
font.name-list.monospace.x-beng
font.name-list.sans-serif.x-beng
font.name-list.serif.x-beng
font.name.monospace.x-beng
font.name.sans-serif.x-beng
font.name.serif.x-beng

সবগুলো সেটিং করা হয়ে গেলে ফায়ারফক্স একবার রিস্টার্ট করুন। তারপর দেখুন ঝকঝকে বাংলা 🙂

এবার আসা যাক থান্ডারবার্ডে। আমরা তো সহজেই ফায়ারফক্সের ইনসাইড সেটিং অ্যাড্রেসবারের মাধ্যমে বের করলাম। এবার বলুন তো থান্ডারবার্ডে তো অ্যাড্রেসবার নেই! এবার কি করবেন?
আমিও এ চিন্ততে পড়েছিলাম 🙂 কিন্তু পরে মনে পড়লে ‘সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাকা করতে হয়’ 🙂
তাই এবার আমরা আঙ্গুল বাকা করে লুকনো সেটিং বের করব 🙂 আপনাদের আঙ্গুল বাকাতে হবে না, ছোট একটি কাজ করতে হবে শুধু 🙂
প্রথমে থান্ডারবার্ড চালু করুন। তারপর Tools মেনু থেকে Options এ ক্লিক করুন। তারপর General ট্যাব থেকে When Thunderbird launches......area তে টিক চিহ্ন দিন এবং Location বক্সে লিখুন About:config এবং লিখে OK বাটনে ক্লিক করুন। এবং থান্ডারবার্ড রিস্টার্ট করুন।

তাহলে দেখতে পাবেন থান্ডারবার্ডে নিচের দিকে ফায়ারফক্সে দেখা সেই চেনা মুখ 🙂 এবার আগের মতই একই কাজ করুন। একই জিনিস আর লিখতে ইচ্ছে হচ্ছে না, তাই আমি নিচে শুধু চিত্র গুলো দিলাম। সমস্যা হলে উপরে আরেকবার চোখ বুলিয়ে আসুন।

সেটিংগুলো ঠিক করা হয়ে গেলে আবার Tools থেকে Options এ ক্লিক করে General ট্যাব থেকে When Thunderbird launches...area থেকে টিক উঠিয়ে OK দিয়ে থান্ডারবার্ড রিস্টার্ট করুন।

তারপর থান্ডারবার্ডেও দেখুন ঝকঝকে বাংলা 🙂

আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পোষ্টটি সহজ করে লিখার জন্য। তারপরও বুঝতে কোন সমস্যা হলে বা অন্য কোন সমস্যা হলে কমেন্টে বলবেন।
ধন্যবাদ।

পূর্বপ্রকাশঃ এখানে

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালো টিউন । আমি Avro দিয়ে র‍্যাব লেখলে র্যাব আসে এবং কোন ওয়েব পেজে র‍্যাব শব্দটি থাকলে র্যাব আসে ।
সোলাইমানলিপি ফন্টও ইনস্টল দেওয়া আসে (Windows7)।
টেকটিউন্স-এর সম্মনিত ভাই ও বোনরা অনুগ্রহ help করুন

    @mana: আমিও আপনার মত একই সমস্যার সম্মুখীন হচ্ছি।

    @mana: অভ্র নতুন ভার্শন অর্থাৎ ৫ এ এই সমস্যা ঠিক করা হয়েছে। আপনি নতুন ভার্শন ডাউনলোড করে নিন।

      Level 0

      @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): ভাইজান, অভ্র নতুন ভার্শন অর্থাৎ ৫ ব্যবহার করছি কিন্তু সমস্যা একই

    @mana: অভ্রের নতুন ভার্সনে ‘র‍্যাব’ লেখার সমস্যাটা দুর করা হয়েছে। তারপরেও কিছু সাইট যেমনঃ প্রথমআলো etc. সাইটে র‍্যাব কে র্যাব দেখা যায়। এটা আপনার কম্পিউটার বা অভ্রের সমস্যা না। এটা হচ্ছে ঐ সাইট গুলোতে যে সফটওয়্যার দিয়ে বাংলা লেখা হয়েছে সে সফটওয়্যারের সমস্যা। আর অভ্র ৫ দিয়ে আপনি যে কোন খানে ‘র‍্যাব’ লিখুন ‘র‍্যাব’-ই দেখা যাবে, ‘র্যাব’ দেখা যাবে না।
    So No চিন্তা Do ফুর্তি 🙂

    এবং কমেন্টের জন্য ধন্যবাদ।

      Level 0

      @সোহাগ: সমস্যা একই,তারপরও আপনাকে ধন্যবাদ।

চমৎকার টিউন। আমার firefox এ বাংলা পড়তে পারতাম না। এখন ঠিক হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

Level 0

nice tune hoeachhe bro, tune ta te ekdom bistarito bhabe shob tule dhorechhen, bojhai jachche tune ta korte apnake onek time khoroch korte hoeachhe, prio te rekhe dilam

    @learner: আমি লেখার সময় চেষ্টা করি কম্পিউটারে নতুন পুরাতন সব ব্যবহারকারীই যেন আমার লেখা বুঝতে পারে।
    আর পোষ্টে আপনাদের কমেন্ট পেলে পোষ্ট করতে কষ্ট হয়েছে কি হয় নাই তা ভুলে যাই 🙂

    ধন্যবাদ for comment.

সুন্দর সুন্দর !!!

ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। টিউন ছোট হলেও চমৎকার।

    @Amin Mehedi: আপনাকেও আমি ধন্য-বাদ দিতে চাইনা, আপনাকে দিচ্ছি ধন্য-যোগ 🙂

অনেক অনেক ধন্যবাদ……এই সমস্যার জন্য firefox এর উপর চরম খেপে ছিলাম…………

    @Tanjim Rifat: এ সমাধন বের করার আগে আমারও আপনার মতই অবস্হা হয়েছিল…
    কমেন্টের জন্য ধন্যবাদ

চমৎকার টিউন.. আমি প্রব্লেম এ আছি।। টিউন তা দেখবেন সবাই https://www.techtunes.io/help-ask/tune-id/89781/

    @ধোঁয়াটে বরফ: ধন্যবাদ।
    আপনার সমস্যাটা দেখলাম। দেখি কোন সমাধান পাই কিনা, পাইলে অবশ্যই বলব। তারপরেও গুগলে সার্চ দিয়ে দেখেন সমাধান পেয়ে যেতে পারেন। অনকমন সমস্যা তো তাই সমাধান করা একটু কঠিন।

আমি Windows 7 ব্যবহার করি । Firefox এ বাংলা Font সমস্যায় খুব বিরক্তিতে ছিলাম । চমৎকার সমাধান দেয়ার জন্য ধন্যবাদ । কিন্তু English Font এ সমস্যা তো রয়েই গেল । আমি IE-9 যতো সুন্দর ভাল ভাবে English Font (বড় এবং পরিস্কার) দেখতে পাই Firefox এ দেখতে পাইনা বিশেষ করে Facebook এ । এর সমাধান কার জানা থাকলে জানাবেন Pls…

তাল পাকা গরমে বুদ্ধিও পেকে গেছে, হা হা হা…..। ধন্যবাদ

Firefox 3.6.22 ver. ব্যবহার করতেছি এখনো। 😀 আইচ্ছা কইনছেন দেকি ফায়ারফক্স ৩.৬ এর লগে আপডেট ভারশন এর ফার্তক্য ডা কই? আমি তো কোন ফার্তক্য দেহি না।

    @ফেসবুক গুরু এখন নেটিজেন শিফু!!!: ভাই ফায়ারফক্স ৭ পর্যন্ত বের করছে আর আপনি এখনো 3 তে পড়ে আছেন। নতুন ভার্সনে ফায়ারফক্সের চেহারা বদলাইছে + সিকিউরিটি ইস্যু আপডেট করা হয়েছে + আগের চেয়ে ফায়ারফক্সের স্পিডও বাড়ানো হয়েছে + আরো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে।
    so Recommended হল আপনি ফায়ারফক্স ৭ এ আপডেটেড হন।
    ধন্যবাদ।

অনেক কাজে লাগল ভাই , অনেক ধন্য + , প্রিয়তে নিলাম ।।

ভাই বাঁচান , আমি শেষ , এই সাইট এ যান http://www.webbangladesh.com/

ভাইগ শীর্ষ সংবাদ এর বক্স এ এই গুলা কি ভাষা ? ভাইগ বাঁচান , আমি আপনার দেয়া সেটিং খুব ই সঠিক ভাবে ১০ বার দেখে সেট করে দেখি এই দশা , ভাই বাঁচান ।

    @ইশতিয়াক: ভাই ঐ সাইটের বাংলা গুলো ইউনিকোড না তাই এরকম দেখাচ্ছে। ঐ সাইটের বাংলা কিভাবে দেখতে হবে তা ঐ সাইটেই দেয়া আছে।

নতুন অভ্র সেটআপ দিলে হয়তো সমস্যা ঠিক হয়ে যাবে, কিন্তু এই টিউন পড়ে, সমস্যাটা বোঝা যাবে, নতুন কিছু শেখা যাবে। এজন্যই টিউনটা পছন্দ হল। লেখককে ধন্যবাদ। প্রিয়তে নিয়ে নিলাম।

jotil tune

joktoborno lekha o pora jai na, solution ta ki???////

Can you help me with sending any free or cracked converter for PST to MBOX?