ডিজিটাল এই যুগে আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সময় projection screen এর প্রয়োজন হয় । projection screen কেনার আগে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হয়, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যদি সঠিকমানের projection screen কিনতে না পারেন তবে খুব অল্পদিনই তা টিকবে । এখন বিষয় হছে কোন projection screen ভালো এটা আপনি কী করে বুঝবেন, মানে হচ্ছে ভালো projection screen এর বৈশিষ্ট্য কী ? হ্যা, নীচে আমি কিছু বিষয় পয়েন্ট আকারে দিচ্ছি আমার মনে হয় কাজে লাগবে আপনাদের –
উপরে পয়েন্ট দিয়ে যে কথাগুলো বললাম, এগুলো যে কোন ভালো projection screen এর অপরিহার্য বৈশিষ্ট্য । এখন আপনার মনে হতে পারে, তাহলে কোন ব্রান্ডের projection screen কেনা সবচেয়ে ভালো হবে ? আমার মনে হয়, এক্ষেত্রে Appolo কে সবার আগে বিবেচনা করতে পারেন ।আমি নিজে এটা ব্যবহার করছি, অনেক ভালো । আর আপনি কিনতে চাইলে আগে অরিজিনাল দামটা জেনে নিন । কারণ তাহলে দোকানদার আপনাকে আর ঠকাতে পারবে না । বাংলাদেশে এখন বেশ কিছু অনলাইন স্টোর আছে যেখানে projection scree পাওয়া যায় ।
আপনি এখান থেকেও দামটা জেনে নিতে পারেন, পছন্দ হলে হয়তো কিনতেও পারবেন ।
আমি প্রফেশনাল AC1। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।