আপনি হয়ত লক্ষ্য করে থাকবেন কিছু কিছু ওয়েবসাইটে ভিজিট করলে আপনার আইপি, অবস্হান, আপনার পিসির অপারেটিং সিস্টেমের নাম, ব্রাউজারের নাম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের নাম ইত্যাদি প্রদর্শন করে ।
আপনিও আপনার ওয়েবসাইটে এই Gadget টি যোগ করতে পারেন বিনামূল্যে এবং সহজেই ।
আর যদি Gadget টি এখনই যোগ করতে চান তাহলে এখনই শুরু করুন-
পদ্ধতি
১*** এখানে ক্লিক করুন । একটি সাইট ওপেন হবে ।
*** ওখানে নিচের চিত্রটি দেখতে পাবেন ।
এগুলো হলোআপনি যে Gadget টি যোগ করতে চাচ্ছেন তার লেআউট । ওগুলোর মধ্য থেকে যে কোন একটি সিলেক্ট করুন ।
*** Background Color ও Text Color সিলেক্ট করুন । Create My image এ ক্লিক করুন ।
*** আপনার বানানো Widget এর প্রিভিউ দেখাবে । এবং Linked Image: ডায়ালগ বক্সে HTML কোড সহ একটি লিংক দেখতে পাবেন । লিংকটি কপি করুন ।
### এবার ব্লগস্পটে লগইন করুন ।
### Design > Page Elements এ ক্লিক করুন ।
### Add a Gadget এ ক্লিক করে HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন । সেভ বাটনে ক্লিক করে ১/২ সেকেন্ড রেস্ট নিন ।
কাম স্যাস । 🙂
পদ্ধতি ২
এখন আরেকটি Gadget দিচ্ছি এটা আইপি, স্টেট,কান্ট্রি, প্রোভাইডার সব দেখাবে ।
নিচের চিত্রে আমার আইপি, স্টেট,কান্ট্রি, প্রোভাইডার ইত্যাদি দেখা যাচ্ছে ।
যা করতে হবেঃ
*** ব্লগারে লগইন করুন ।
*** এখানে ক্লিক করুন । আপনি স্নাইপারনেট ওয়েবসাইটে চলে যাবেন ।
*** ওখানে উপরের দিকে ডানপাশে Gadget নামক একটি অপশন পাবেন । ক্লিক করুন ।
*** Gadget গুলোর (layout) যে কোন একটি পছন্দ করুন ।
*** পছন্দের Gadget এর পাশ থেকে HTML কোডটি কপি করুন ।
এরপর-
### ব্লগারের Dashboard > Page Elements এ যান ।
### Add A Gadget এ ক্লিক করুন । HTML / javascript নামক Gadget টি যোগ করুন ।
### Gadget টির পছন্দমতো একটি Title দিন । এবং Content বক্স এ আপনার কপি করা সেই কোডটি পেস্ট করুন ।
Save করুন ।
এইতো আপনি পেরেছেন ! এই টিউনটি সর্বপ্রথম এখানে প্রকাশিত ।
ভালো থাকুন, সুস্হ থাকুন ।
আমি ট্রায়াল ভার্সন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 81 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই ।
ধন্যেবাদ শেয়ার করার জন্যে ।যারা ব্লগার নিয়ে ব্লগ করেন তাদের জন্যে কাজে আসবে ।