ইন্টারনেট কনেকশন ছাড়ায় (অফলাইন) জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ডকস ব্যবহার করুন

গতকয়েক দিন আগে গুগল জিমেইলের জন্য নতুন একটি ওয়েব অ্যাপ্লিকেশান প্রকাশ করেছে, যার মাধ্যমে আপনি অফলাইনে জিমেইল, ক্যালেন্ডার, ডকস ব্যবহার করতে পারবেন। ব্যাপারটা আশ্চর্য জনক হলেও সত্যি। গুগল গ্রুপ ম্যানেজার রাজেন শেথ মাশাবলকে বলেছেন যে, প্রোডাক্টিভিটি বাড়ানোর উদ্দেশে গুগল এই অসাধারন অ্যাপ্লিকেশানটি তৈরি করেছে। তিনি আরও বলেছেন, যারা অফলাইনে ইমেইল, ক্যালেন্ডার বা ডকস ব্যবহার করতে চান, তাদের খুব কাজে আসবে।

এই অ্যাপ্লিকেশানের সব চেয়ে মজার ব্যাপার হলো, শুধু ইনবক্স না, আপনি আপনার সব মেসেজে ঢুকতে পারবেন। মানে পুরো জিমেইল আপনার হাতে, হোক সেটা অফলাইন বা অনলাইন।

জিমেইল অ্যাপ্লিকেশান টি দিয়ে মেইল পড়তে, সাজাতে, আর্কাইভ করতে এমনকি মেইল পাঠাতেও পারবেন। ক্যালেন্ডারের ক্ষেত্রে ইভেন্ট দেখতে পারবেন। ডকসের  ক্ষেত্রে ডকুমেন্ট ও স্প্রেডশিট দেখতে, পড়তে, সম্পাদন ও নতুন বানাতে পারবেন। আমি গুগলের এই উদ্যোগে খুব খুশি ও কৃতজ্ঞ। আপনারা?

 

চলুন দেখি কেমন করে ব্যবহার করব এটা আমরা।

এটা শুধুই গুগল ক্রমে কাজ হয়, যাদের কাছে ক্রম ব্রাউজার নাই। তারা এখান থেকে ডাউনলোড করুন

  • ক্রম ওপেন করে গুগল অফলাইন অ্যাপ্লিকেশান পেজে যান
  • অ্যাড টু ক্রমে ক্লিক করুন
  • অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ইন্সটল করুন (ছোট ফাইল)
  • অ্যাপ্লিকেশানটি ওপেন করুন
  • এলাও অফলাইন মেইল সিলেক্ট করে কণ্টীনিউ এ ক্লিক করুন

দেখুন নতুন ট্যাবে আপনার জিমেইল দেখাবে, এটাই হলো আপনার অফলাইন জিমেইল। ইনবক্স ছাড়া অন্য মেইল লেবেলে ঢুকতে মেনুতে ক্লিক করুন।

আমার ইন্টারনেট স্লো বলে, ভীষণ কাজে এসেছে এই অ্যাপ্লিকেশানটি, আশা করি আপনাদেরও কাজে লাগবে।

Level 0

আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেই সর্বাপেক্ষা জ্ঞানী, যে নিজে শিখে ও অপরকে শেখাই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

zotils

Level 0

ধন্যবাদ…

Level 0

valo laglo

এটা কি করে সম্ভব নেট কানেকশন ছাড়া মেইল পড়া যায় কিন্তু মেইল পাঠানু যাবে এটা বিশ্বাস হয়না ।

    @নেট পাগল সপন: অসম্ভব কিছুই না। নেট ছাড়া যখন আপনি মেইল সেন্ড করবেন তখন আপনাকে দেখাবে মেইল সেন্ড হয়েছে। কিন্তু আসলে ওটা সেন্ড হবে না, যখন নেট আসবে তখন সেন্ড হবে। আমাদের জন্য সুবিধা হলো মেইল সেন্ড করতে নেটের জন্য অপেক্ষা করা লাগবে না। আর আমরা কতজনই বা মেইল ডেলিভারি ট্র্যাক করি তাই না?

    বিস্তারিত দেখার জন্য জিমেইল ব্লগ ও মাশাবলের লিংক উপরে দেয়া আছে দেখে নিতে পারেন। ধন্যবাদ।

Level 0

wow !!

ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

Level 0

হা আপনি ঠিক বলছেন। এটা এখানে না বললে problem থেকে যেত।

খুবই ভালো ধন্যবাদ

খুব ভাল……।। 😀