ভাই প্রথমেই বলে দেই, আমি মোটেও অভিজ্ঞ নই কম্পিউটার সম্পর্কে অন্তত যারা এখানে লিখেন তাদের চেয়ে। আমি অনেক দিন ধরেই এই সাইটটি দেখছি, ভালো লাগে। এর আগে কখনো সাহস পাইনি লেখার। আজ লিখতে ইচ্ছে হলো এবং কোথায় থেকে সাহসও যেনো হয়ে গেলো। তাই আমি যেটা জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
জানি এখানে অনেক অভিজ্ঞ ভাইদের আনাগোনা। আমি যে টিউনটি করছি তা হয়তোবা তাদের জানা, তবে যারা এটি সম্পর্কে জানেননা তাদের কাজে আসবে বলে আশা করছি।
প্রথমে Start এ গিয়ে run থেকে registry editor চালু করুন।এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো Start থেকে run এ গিয়ে regedit লিখে OK করতে হবে । (Start --> Run--> Regedit --> OK)এর পর রেজিস্ট্রিতে HKEY_CLASSES _ROOT এ ডাবল ক্লিক করলে নিম্নের মেনু থেকে clsid এর উপর আবার ডাবল ক্লিক করতে হবে।
এবার নিচে থেকে প্রাপ্ত key {645FF040-5081-101B-9F08-00AA002F954E} এর উপর ক্লিক করতে হবে। এবার ডান দিকের প্রাপ্ত প্যানেল থেকে LocalizedString এর উপর ডাবল ক্লিক করুন অথবা LocalizedString এর উপর ডান ক্লিক করে Modify এ ক্লিক করুন।
এবার প্রাপ্ত বক্সে ডিফল্ট ভ্যালু হিসেবে “@%SystemRoot%\system32\SHELL32.dll,-8964” দেখতে পাবেন।
এবার ডিফল্ট ভ্যালুটি Remove or Delete করে দিন এবং আপনার পছন্দ মত নাম যেমন-“Dust bin” দিয়ে OK করে বেরিয়ে আসুন।
ব্যাস হয়ে গেলো।
এবার দুই এক বার Refresh করুন, দেখবেন আপনার Recycle bin এর নাম পরিবর্তন হয়ে গেছে।
একই ভাবে আপনি Info tip এর লেখা ( Recycle bin এর উপর মাউস নিয়ে গেলে যে লেখাটি দেখাই ) যা সাধারনত tooltip নামে পরিচিত তা পরিবর্তন করতেন পারবেন।
উপরের সকল পদক্ষেপ গুলো সম্পন্ন করার পর LocalizedString এর উপরে Info tip এ ডাবল ক্লিক করুন অথবা ডান ক্লিক করে Modify এ ক্লিক করুন ।
এবার প্রাপ্ত বক্সে ডিফল্ট ভ্যালু হিসেবে “@%SystemRoot%\system32\SHELL32.dll,-22915″ আসবে। এবার ডিফল্ট ভ্যালুটি Remove or Delete করে দিন এবং আপনার পছন্দ মত বিবরণ দিয়ে OK করে বেরিয়ে আসুন।
ব্যাস হয়ে গেলো।
এভাবে আপনি সহজেই আপনার Recycle bin এর নাম ও বিবরণ পরিবর্তন করতে পারবেন।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহশ , কোথাই , হইতোবা , হিশেবে————— বানানগুলো ভুল আছে ।