মাত্র ৫/১০ টাকায় তৈরি করুন WINDOWS এর CD/DVD


আমদের সবারই মাঝে মাঝে অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে হয় । তখন আমরা সাধারনত CD/DVD install দিয়ে থাকি আর windows এর CD/DVD র ১ টা বড় গুন হল অনেক তারাতারি নষ্ট হয়ে যায় । জার ফলে  আমাদের আবার নতুন CD/DVD কিনে আনতে হয় ১ টা উইন্ডোজ এর CD/DVD কিনতে ৩০/৫০ টাকা লাগে কিন্তু আজ আমি দেখাব কিভাবে মাত্র ৫/১০ টাকার মদ্ধেই ১ টা উইন্ডোজ বা যে কোন operating system এর CD/DVD বানাবেন

প্রথমে দেখে এটি বানানুর জন্য আপনার যা যা দরকার হবে তার লিস্ট

1:- ১ টা উইন্ডোজ এর বা লিনাক্স বা যে কোন operating system এর CD/DVD

2:- ১ টা ব্ল্যাংক CD/DVD

3:- nero software

4:- ১ টা CD/DVD writer

আসুন এবার কাজ শুরু করে দেই প্রথমে nero সফটওয়্যার টা পিসি তে ইন্সটল দিন এবার ডেক্সটপ এ থাকা nero startsmart shortcut এ ক্লিক করে nero চালু করুন এখন আপনার CD/DVD টা ড্রাইভ এ প্রবেশ করান খালি CD না যেটা থেকে উইন্ডোজ দেন সেটা দেখবেন উইন্ডোজ ইন্সটল মেনু আসবে সেটা ক্লোজ করে দিন এবার নিচের ছবিতে দেখানু জায়গায় ক্লিক করুন আপনার এটা উইন্ডোজ এর সিডি হলে copy CD তে ক্লিক করুন আর ডীভিডি হলে copy DVD তে ক্লিক করুন

এখন নিচের চবির মত দেখতে পাবেন আপনার CD/DVD ড্রাইভ টা ২ জায়গায় দেখাচ্ছে উপরে ।  এখন আপনি আপনার CD/DVD write speed ঠিক করে দিন এটা না করলেও হবে সব শেষে একেবারে নিচে ডান দিকে COPY লেখায় ক্লিক করুন

দেখতে পাবেন আপনার CD/DVDর ISO ফাইল তৈরি হচ্ছে ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন

 

১০০% হলে আপনার CD/DVD টা automatic বের হয়ে যাবে এরপর আপনি আপনার ব্ল্যাংক CD/DVD ড্রাইভ এ রাখুন ড্রাইভ টা আপনা আপনিই ভিতরে চলে যাবে এবং windows write হওয়া শুরু হবে

 

 


যখন write কমপ্লিট হবে তখন আপনাকে এই রকম message দেখাবে burn process complete successfull এরপর ওকে করুন এবার নিচে ডান দিকে next বাটন এ ক্লিক করুন তারপর exit বাতন এ ক্লিক করুন হয়ে গেল আপনার উইন্ডোজ এর CD এভাবে যত ইচ্ছা CD আপনি বানাতে পারেন । আর যদি CD write হবার সময় নিচের মত প্রব্লেম দেখায় তাহলে বুজতে হবে আপনার ব্ল্যাংক ডিস্ক এ সমসসা আছে অথবা CD টাতে আগেই কিছু write করা আছে এক্ষেত্রে আরেকটা Cd প্রবেশ করান ।

 

 

কে কয়টা বানালেন জানাবেন কিন্তু ।

আমার ব্লগে আগে প্রকাশিত

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

valo laglo

Thx, akti iso cd toiri korte kot min somoy lagbe?

কাজে লাগবে

Level 0

আমার জানা ছিলনা। আপনাকে ধন্যবাদ।

Level 0

eata abar nuton ki cd copy kora r ki .notun kicho bolen

Level 0

thanks………

5/10 takai ki blank dvd kinben?

টিউনের জন্য ধন্যবাদ।

thanks to all for coment

ভাইজান আমি ১০০ পিছ cd কিনেছি ৭ টাকা করে আর আপনি বলছেন ৫ টাকা।কেউ ৫ টাকা দিয়া একটা cd কিনতে পারবে না।মানুষ্কে টিউনে আনার জন্য আর কত লোভ দেখাবেন।আপনার প্রত্তেক্টি টিউনে কিছু না কিছু লোভ আছে।কিছু মনে করবেন না।

    হা হা হা ভাই তো বহুত জটিল টিউন কইরা ফালাইলো 😀 😀 তবে আমি আরেকটু যোগ করতে চাই . এভাবে আপনি যেকান সিডি কপি করতে পারবেন ! বিশেষ করে যে সিডি গুলো অটো প্লে হয় সেগুলোতে ভালো কাজ হবে ।

    @ফিরোজ আলম: are vai 5 ar 7 to ekhoi kotha kothar mil rakhte bolesi ete somossa kuthai

    @ফিরোজ আলম: আপনি মনে হয় টিউনের হেডিং এ শুধু ৫ দেখেছেন। পাশে /১০ আছে এটা দেখেন নাই। 😉 সিডির দাম এককে জায়গায় ২/১ টাকা ভেরি করে। অযাথা না অনুৎসাহিতকর মন্তব্র করা থেকে দূরে থাকুন। 🙁

Level 0

আমি এভাবে বহুত সিডি নষ্ট করেছি।কাজ হয়নি।সিডি রাইট হয় কিন্তু বুটেবল হয়না।

ভাই এটা ২০১১ অ্যাডভান্স কিছু করুন
ধন্যবাদ

১০১টা ধন্যবাদ। এক্ষণই করছি। খুব ভাল বুদ্ধি দিয়েছেন।।

old things

Level 0

আমি এই পদ্ধতিতে অনেকদিন যাবত রাইট করে আসছি। কিন্তু মাঝে মাঝে ফাইল মিসিং হয়। তাই ভালো সিডি দিয়ে রাইট করলে এই সমস্যা হয় না।

Level 0

Assa keho ki aktu bolben hard disc a win7 copy kora ase akhon etake ki vabe niro7 diya bootable dvd toiri korbo? Keho jodi bolten tobe khub upkar hoto. Niro er kon varson ta sob thake bassy speedy abong valo?

@Mukut: apni mone hoy cd theke file copy kore write korsen evabe amio try koresilam hoy na kintu jodi amar ei post er moto koren tahole 100% kaj hobe . ami nije try na kore kisu korina.

আমি এ ভাবে বহু Window Xp CD copy করে বন্ধুদেরকে দিয়েছি কোন অসুবিদা হয় না , আমি Window 7 চালাচ্ছি , Window 7 অবশ্য ISO file থেকে সরাসরি burn window7 এর Dvd বানিয়েছি !.

Level 0

bullshit…

Level 0

অনেক চেষ্টা করেও nero দিয়ে ডিভিডি ভিডিও মুডে রাইট করতে পারিনি ।কেউ বলতে পারেন কিভাবে ডিভিডি ডিস্ক ভিডিও ডিস্ক বানাবো যেগুলো যেকোন ডিভিডি player এ চালনো যায় ?সহজ কথায় যে মুভি গুলো বাজারে ডিভিডিতে(.vob ফাইল আকারে থাকে)পাওয়া যায় আমি ঐ গুলো বানাতে চাচ্ছি ।plz help me

    sory vai amio ei bepare janina

    এই কাজ করতে হলে আপনাকে ডাটা অপসন সিলেক্ট করতে হবে। তারমানে .Vob ফাইল গুলোকে ডাটা মোডে রাইট করতে হবে…

Level 0

ধন্যবাদ

Level New

খুবই নিম্নমানের টিউন হয়েছে।

ধন্যবাদ। যারা খোঁচা মেরে COMMENT দেন তাদের জন্য বলছি টিউন টি ভাল হয়েছে । আর আপনি যদি ব্যাপার তা জানতেন তাহলে আপনি টিউন করেন নি কেন ????? দয়া করে কারো টিউন কে নিম্নমানের টিউন বলবেন না ।

কাজের টিউন।

বাচ্চাদের জন্য

Nero Download er Link den .. Not trial

একদম নতুনদের কাজে লাগার মত একটি টিউন। আর একটি কথা টিউনটি যেহেতু বাংলাতে লিখেনছেন তাই মন্তব্যও বাংলায় করুন ভাই। তাতে টিউনের পরিবেশটা সুন্দর দেখাবে। আপনি মোবাইল দিযে মন্তব্য লিখছেন নাতো???? ধন্যযোগ। 🙂

ধন্যবাদ, আগে জান্তাম্না, এই ব্যাপারটা। আরও সুন্দর কিছুর আশা রাখিলাম।

ভাই nero এর এক্তা লিঙ্ক দেন কেও…। tune জত্তিল হইচে

নতুন দের কাজে লাগবে

Level 0

thank you