আমদের সবারই মাঝে মাঝে অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে হয় । তখন আমরা সাধারনত CD/DVD install দিয়ে থাকি আর windows এর CD/DVD র ১ টা বড় গুন হল অনেক তারাতারি নষ্ট হয়ে যায় । জার ফলে আমাদের আবার নতুন CD/DVD কিনে আনতে হয় ১ টা উইন্ডোজ এর CD/DVD কিনতে ৩০/৫০ টাকা লাগে কিন্তু আজ আমি দেখাব কিভাবে মাত্র ৫/১০ টাকার মদ্ধেই ১ টা উইন্ডোজ বা যে কোন operating system এর CD/DVD বানাবেন
প্রথমে দেখে এটি বানানুর জন্য আপনার যা যা দরকার হবে তার লিস্ট
1:- ১ টা উইন্ডোজ এর বা লিনাক্স বা যে কোন operating system এর CD/DVD
2:- ১ টা ব্ল্যাংক CD/DVD
3:- nero software
4:- ১ টা CD/DVD writer
আসুন এবার কাজ শুরু করে দেই প্রথমে nero সফটওয়্যার টা পিসি তে ইন্সটল দিন এবার ডেক্সটপ এ থাকা nero startsmart shortcut এ ক্লিক করে nero চালু করুন এখন আপনার CD/DVD টা ড্রাইভ এ প্রবেশ করান খালি CD না যেটা থেকে উইন্ডোজ দেন সেটা দেখবেন উইন্ডোজ ইন্সটল মেনু আসবে সেটা ক্লোজ করে দিন এবার নিচের ছবিতে দেখানু জায়গায় ক্লিক করুন আপনার এটা উইন্ডোজ এর সিডি হলে copy CD তে ক্লিক করুন আর ডীভিডি হলে copy DVD তে ক্লিক করুন
এখন নিচের চবির মত দেখতে পাবেন আপনার CD/DVD ড্রাইভ টা ২ জায়গায় দেখাচ্ছে উপরে । এখন আপনি আপনার CD/DVD write speed ঠিক করে দিন এটা না করলেও হবে সব শেষে একেবারে নিচে ডান দিকে COPY লেখায় ক্লিক করুন
দেখতে পাবেন আপনার CD/DVDর ISO ফাইল তৈরি হচ্ছে ১০০% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন
১০০% হলে আপনার CD/DVD টা automatic বের হয়ে যাবে এরপর আপনি আপনার ব্ল্যাংক CD/DVD ড্রাইভ এ রাখুন ড্রাইভ টা আপনা আপনিই ভিতরে চলে যাবে এবং windows write হওয়া শুরু হবে
যখন write কমপ্লিট হবে তখন আপনাকে এই রকম message দেখাবে burn process complete successfull এরপর ওকে করুন এবার নিচে ডান দিকে next বাটন এ ক্লিক করুন তারপর exit বাতন এ ক্লিক করুন হয়ে গেল আপনার উইন্ডোজ এর CD এভাবে যত ইচ্ছা CD আপনি বানাতে পারেন । আর যদি CD write হবার সময় নিচের মত প্রব্লেম দেখায় তাহলে বুজতে হবে আপনার ব্ল্যাংক ডিস্ক এ সমসসা আছে অথবা CD টাতে আগেই কিছু write করা আছে এক্ষেত্রে আরেকটা Cd প্রবেশ করান ।
কে কয়টা বানালেন জানাবেন কিন্তু ।
আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo laglo