টেকটউনস এ এটাই ছিলো আমার প্রথম টিউন।
আমি এই টিউনটি করে অনেকের কাছে অনেক কথা শুনেছি। এর মূল কারণ হলো অনেকের এই টিপস টি কাজ হয়নি। আজ যাদের কাজ হয়নি তাদের জন্য এই টিউনের নতুন আপডেট করলাম। আমার আগের টউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুণ। আর বকবক না করে কাজের কথায় আসি।
যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য আমার এই টিউন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করা যায়। তাহলে করাযাক।
Customize the Windows 7 log-on screen
উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run এ Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground
তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1 বানিয়ে দিয়ে ok করুণ।
বিঃদ্রঃ OEMBackground যদি না পান তাহলে ঐ স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground।
তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে
C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ।
বি:দ্র: oobe folder এ গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে।
অনেক চেষ্টা করে এই পদ্বতিটি বের করেছি যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ;
আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow
THANK YOU FOR NICE TRICKS…