কোন ‍সফটওয়্যার ছাড়াই উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করুণ! আমার প্রথম টিউনের আপডেট। যাদের কাজ হয়নি তাদের জন্য।

টেকটউনস এ এটাই ছিলো আমার প্রথম টিউন।

আমি এই টিউনটি করে অনেকের কাছে অনেক কথা শুনেছি। এর মূল কারণ হলো অনেকের এই টিপস টি কাজ হয়নি। আজ যাদের কাজ হয়নি তাদের জন্য এই টিউনের নতুন আপডেট করলাম। আমার আগের টউনটি দেখতে চাইলে এখানে ক্লিক করুণ। আর বকবক না করে কাজের কথায় আসি।

যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের জন্য আমার এই টিউন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়া উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ করা যায়। তাহলে করাযাক।

Customize the Windows 7 log-on screen

উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রিণ চেন্জ এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে Run এ Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground

তাতে ডাবল ক্লিক করুণ তারপর দেখবেন একটা বক্স এসেছে সেই বক্সের Value data: ঘরের 0 কে 1 বানিয়ে দিয়ে ok করুণ।

বিঃদ্রঃ OEMBackground যদি না পান তাহলে ঐ স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (32-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground।

তারপর আপনার পছন্দ মত ছবি নিন যার সাইজ হতে হবে 256KB এর মধ্যে হতে হবে। ছবি নির্বাচন হয়ে গেলে সেই ছবিটি কপি করে চলেযান নিচের মত করে

C:\Windows\system32\oobe\info\backgrounds folder এ গিয়ে ছবিটি পেস্ট করুণ এবং তার নাম দিন backgroundDefault ব্যাস কাজ শেষ তারপর কম্পউটার Reboot করুণ আর উপবভাগ করুণ আপনার লগ অন স্ক্রিণ।

বি:দ্র: oobe folder এ গিয়ে যারা info\backgrounds folder না পাবেন তারা নিজেরা এই folder তৈরি করে নিন তাহলে কাজ হয়ে যাবে।

অনেক চেষ্টা করে এই পদ্বতিটি বের করেছি যদি টিউনটি ভালো লাগে তাহলে অবশ্যই মন্তব্য করবেন। ধন্যবাদ;

Level 2

আমি সুমন আহমেদ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ সুমন আহমেদ (Sumon Gang)। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। আমার সবগুলি টিউন দেখতে এই লিংকে যান https://www.techtunes.io/tuner/sumon-gang। আমার সম্পর্কে জানতে চাইলে ফেসবুকে বন্ধু হতে পারেন https://www.facebook.com/BDG.MrShadow


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

THANK YOU FOR NICE TRICKS…

Level 0

ভাই অনেক ভাল লাগলো।keep it up

Level New

অসংখ্য ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ

Level 0

Sumon Gang ভাই,প্রথম স্বাগতম টি,টি,আমি xp ব্যবহার করি তবু টিউনের জন্য ধন্যবাদ।

vai valu data 0 k koto dibo?

Level 2

valo laglo

Thx

Level 0

ধন্যবাদ

    Level 2

    আপনাকেও ধন্যবাদ:

Level 0

bos ami jokon C:\Windows\system32\oobe\infoতে যায় তখন backgrounds নামে একটা ছবি আছে folder নাই .তারপর আমি নতুন একটা backgroundsনামে folder তোরি করে ছবি রাখি. আমারটা হয় নাই কেন?আমারটা windows 64 bit

    Level 2

    Run এ Run এ গিয়ে Regedit লিখে enter চাপুন তারপর চলেযান নিচের মত করে HKEY_LOCAL_MACHINE/Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background এ গিয়ে ডান পাশে দেখবেন OEMBackground।

    OEMBackground যদি না পান তাহলে ঐ স্থানে মাউসের রাইট পাশের কী চাপুন তাহলে দেখবেন New এখানে গিয়ে DWORD (64-bit) Value তে ক্লিক করুণ তাহলে দেখবেন New Value তৈরি হয়েছে। তখন সেটার নাম Rename করে লিখুন OEMBackground। আশা করি এই পদ্বতি অবলম্বন করলে কাজ হবে। ধন্যবাদ;

দেখি কাজ করে কিনা। তারপরও ধন্যবাদ ট্রিক্সটি শেয়ার করার জন্য 🙂

    Level 2

    আশাকরি কাজ করবে, করেই দেখুন না। ধন্যবাদ;

Level 0

amar quesen abar deken@gang ami ans paine

Level 0

টেকটিউনস এ আমার ছবি দিতে পারতেছিনা কেঊ কি হেল্প করবেন

Level 2

টেকটিউনস এ প্রোফাইল পিকচার দেয়ার নিয়ম সম্পর্কে নিচের পোস্টে বিস্তারিত বলা আছে।

https://www.techtunes.io/webware/tune-id/36249/

কয়টা ধন্যবাদ দিব ঠাহর করতে পারতাছিনা…

    Level 2

    ভাই ধন্যবাদ দিতে হবেনা আমি অনেক খুশি আপনার মন্তব্যে। আপনাকে অসঙ্খ ধন্যবাদদদদদদদদদদদদ;

Level 0

i did it, thanx for the trix………….

    Level 2

    ধন্যবাদ আপনাকেও হিঁ হিঁ হিঁ

2bar try korlam. sobar hoy amar kano hoy na??????????? 🙁 …..
vaia amar “info\backgrounds folder” nai. apnar kothamoto folder khule image paste korsi. tarpor o hoy na kan?

Level 2

ভাই আপনি আবার ভালো ভাবে চেষ্টা করুণ। যাযা করতে বলা হয়েছে তা ঠিকঠাক মত করুণ। তাতে কাজ না হলে আমার আগের এই টিউন দেখে কাজ করতে পারেন https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/66082/ “ধন্যবাদ”

thanks vai

Level 0

C:\Windows\system32\oobe after that I do not found any folder name info. At this case what will be the solution brother?

Level 2

ভাই ফোল্ডার না থাকলে কী করতে হবে তা টিউনটি ভালো ভাবে পরুণ তাহলে বুঝতে পারবেন। ধন্যবাদ;