খুব সহজে ওয়েব পেজকে PDF এ পরিণিত করুন।

আসসালামু আলাইকুম । সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ঈদের ব্যস্থতা নিয়ে ভাল আছেন। সংযুক্ত আরব আমিরাতে কাল ঈদ। তো বুঝতেই পারছেন। ঈদ করার প্রস্তুতি চলছে। আজ আমি আপনাদের কে বলবো কিভাবে  খুব কম সময়ে খুব সহজে কিভাবে ওয়েব পেজ কে PDF এ পরিণিত করা যায় । এই কাজ টি সফ্টওয়্যার এবং বিনা সফ্ট্ওয়্যার দ্বারা করা যায়। সব কিছুর আগে আপনাদের জন্য ঈদের  virtual  উপহারটি গ্রহন করুন।

টিপস -১

আগে এখান থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। এবং install করে টুলবারটি এনাবল করুন।

এখন আপনার যে ওয়েব পেজটি পছন্দ বা  PDF করতে চান সেটা ওপেন অবস্থায় উপরের  চিন্হিত অংশে ক্লিক করুন। next  বাটনে ক্লিক করে। আপনি যে লোকেশনে  save করতে চান সেখানে  save  করুন।

টিপস -২

আপনি  যদি গুগলক্রোম ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে কোন সফ্টওয়্যার  ব্যহার করতে হরে না। আপনি সফ্টওয়্যরি ছাড়াই  PDF করতে  পারবেন। গুগলক্রোম দিয়ে যে পেজ PDF করতে চান সেটা ওপেন অবস্থায়  Ctrl +P  চাপুন।

এবং ডান পাশ্বের ওয়েব পেজের উপর রাইট বাটিনে ক্লিক করে  Save as  এ ক্লিক করুন। Save as  type   এ PDF সিলেক্ট করে সেব করুন।

এই ভাবে করলে ডকুমেন্ট এর সাইজ টা একটু বড় হয়। ধন্যবাদ ।

আমার ব্লগ

Live TV দেখুন 

Latest   Movie এবং Software  ডাউনলোড করুন

Level 2

আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি টিপস১ এ pdf icone টুলসবার এ এনাবেল করতে বলেছেন। কিভাবে করব একটু জানাবেন প্লিজ

    Level 2

    @Mubinur rahman: view মেনু তে ক্লিক করে টুলবার এ যান পাশের লিষ্ট থেকে pdf forge enable করুন। আশাকরি বুঝতে পেরেছেন।

Level 0

Foxit Phantom use kore eta kora jai.

Level 0

এটি দিয়ে আমি কাজ করতে পারতছি না। মনে হয় কো সমস্যা আছে..

ভাল লিখেছেন, তবে এভাবে পি ডি এফ করলে ঠিক মত আসেনা। আমরা যেভাবে ওয়েব পেইজ পি সি তে দেখি সেভাবে হয় না। http://www.printwhatyoulike.com/ এখান থেকে প্রিন্ট করলে একদম পি সির মত হয়।

Level 0

এমন কোন উপায় কি আছে যেটাতে Browser এ যেভাবে দেখা যায়, PDF টাও ঠিক সেভাবে দেখা যাবে ?

    Level 2

    Browser এ যেভাবে দেখা যায় সে ভাবে করতে পারে কিনা আমি জানি না। আপনি চাইলে ওয়েব সাইট টি কপি করে রাখতে পারেন।

Tips 2 : যে আপনি বলছেন, ডান পাশ্বের ওয়েব পেজের উপর রাইট বাটিনে ক্লিক করে Save as এ ক্লিক করুন। Save as type এ PDF সিলেক্ট করে সেব করুন।

এখানে Save as টা ডিসেবল দেখাচ্ছে Save করা যাচ্ছে না ।
একটা solution দেন