lockdir.exe এর পাসওয়ার্ড না জেনেই এর ভিতরের ফাইল গুলো ওপেন করুন খুব সহজেই।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর টিউন করতে বসলাম। কারন কি নিয়ে টিউন করব তাই বুঝতে পারছিলাম না। তারপর চিন্তু করলাম নতুন একটা জিনিস সবার সাথে শেয়ার করি। আমরা প্রায় অনেকেই lockdir.exe সফটওয়্যার টা দ্বারা আমাদের অনেক গুরুত্বপূর্ন ফাইল লক করে রাখি। কারন এটার মাধ্যমে যে কোন ফাইল লক করা খুবই সহজ। কিন্তু অনেক সময় তার পাসওয়ারর্ড টি হয়তোবা মনে নাও থাকতে পারে। আজ আমি যে পদ্ধতিটি দেখাবো তার মাধ্যমে আপনার লক করা ফাইলগুলো খুলতে পারবেন পাসওয়ার্ড না জেনেই। নিম্নে তার পদ্ধতিটি বিস্তারিত বর্ননা করা হলো:-

**প্রথমে আপনি যে ফোল্ডারটি লক করেছেন তাতে যান। সেখানে দেখবেন যে শুধুমাত্র lockdir.exe ফাইলটিই আছে। যার মাধ্যমে আপনি লক খুলতে পারতেন।

**পরবর্তীতে আপনি Open file and folder options এ গিয়ে view tab এ যেতে হবে, এখানে যেয়ে hide protected operating system files(recommended) টি আনচেক করতে হবে ও Show hidden files. Folders, and drives টি চেক করে Ok ক্লিক করে আসতে হবে।

** এরপর দেখবেন যে ফোল্ডারটিতে আপনি ছিলেন সেখানে thumbs.ms নামে একটি ফাইলটি দেখাচ্ছে। (বি: দ্র: এখানে thumbs.ms ফাইলটি অবশ্যই প্রিন্টার এর আইকন থাকবে)।

**এবার thumbs.ms ফাইলটিকে রাইট বাটন ক্লিক করে Winrar এর মাধ্যমে "add to thumbs.rar" তে ক্লিক করে Rarফাইলে তৈরী করুন।

** এখন আপনি thumbs.rar ফাইলটিতে ডাবল ক্লিক করে প্রবেশ করে একের পর এক ফোল্ডার ওপেন করতে থাকবেন কিছুক্ষন পার আপনার লক করা ফাইল গুলো দেখতে পারবেন এখন আপনি এখানে থেকে যে কোন ফাইল ওপেন করতে পারবেন।

 

এই পদ্ধতির মাধ্যমে আপনি lockdir.exe দ্বারা পাসওয়ার্ড প্রটেক্টেট ফাইল ওপেন করতে পারবেন।

আজকের মত এই পর্যন্তই ভাল থাকবেন সবাই। খোদাহাফেজ।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয়তে নিলাম।সমস্যা হলে অবশ্যই ব্যবহার করব।

ভাই সব ঠিক আছে, কিন্তু ফাইল গুলা দেখা গেলেও ওপেন হয় না। আপনি কি কোন ফাইল ওপেন করে চেক করে দেখেছেন, না করলে করে দেখুন তো আমার কথা ঠিক কিনা. .. …

অত কষ্ট করার প্রয়োজন নাই মিন্ট এর সিডি দিয়ে লাইভ চালান এমনি lockdir.exe ফাইলে ঢুকতে পারবেন। ১০০%কাজ হবে।

Level 0

vai amito parlam na.. ektu help korben.. rar korar por ar dhuka jay na. please detail bolben…

    Level 0

    @sopnorekha: রার ফাইলটিকে ডাবল ক্লিক করে ঢুকতে হবে। এরপর এর ভিতর একটি ফোল্ডার থাকবে তাতে ক্লিক করে ঢুকতে হবে। এভাবে কয়েক বার ফোল্ডার এর ভিতর ঢুকতে হবে। এরপরই আপানার আসল ফাইল গুলো দেখতে পারবেন। এখন ডাবল ক্লিক করে ফাইল গুলো ওপেন করতে হবে।

Level 0

ki ekta obostha, je soft diei pass dei, shobgular e kono na kono bug ber hoe jay, lockdir ke nirapod vabtam, ekhon to dekhi ,eitao nirapod na, koi jai, tahole ar password die rekhe laav ki?

Level 0

দয়া করে বাংলা তে লেখেন…… আর এত কথার দরকার কি?? C:\Program Files থেকে lockdir.exe delete করে দিলেই হল……uninstall হয়ে যাবে…..আপনাকের ধন্যবাদ।

Level 0

দয়া করে বাংলা তে লেখেন…… আর এত কথার দরকার কি?? C:\Program Files থেকে lockdir.exe delete করে দিলেই হল……uninstall হয়ে যাবে…..আপনাকে ধন্যবাদ।

    Level 0

    hridoynil vaia, ami to uninstall korar system jante chainai, lol
    ami ki likhechhi apni bojhen nai hridoynil bhaia, ami dukkho korechhi je shob locker r ekta kore bug thake taohle ar locking soft use korar dorkar ki

Level 0

besi jotil…

Bro just carry onnn. nice Tune… u r most welcome on T.T

Level 0

hri@vhai ki kore softwere deltete korte hoi ta janaben c /program file ya nai (amar ta win 7 64bit)

ami khuv bipode aci amar driv ti open hoy na windows 7 setup dici lockdir name likha ase na oi softwer name dekhay (ftnsu) amon obostay ki korte pari janale khushi hobo
[email protected]