এসে গেলো ঈদ, প্রিয়জনকে উইশ করুন ফ্রী এসএমএস এর মাধ্যমে। তাই এবার ফ্রি এসএমএস পাঠান বা কল করুন যেকোন অপারেটরের নাম্বারে দেশে কিংবা বিদেশে।

দেখতে দেখতে ঈদ এসে গেল। সবাই কে আবারো জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আবার আপনাদের মাঝে ফিরে এলাম আরেকটি সুন্দর টিউন নিয়ে। আশা করি টিউনের মাধ্যমে সবাই উপকৃত হবেন।

ফ্রী জিনিশ নিয়ে আমাদের মধ্যে মাতামাতির শেষ নেই। কোন কিছু ফ্রী পেলেই আমরা হামলে পরি। আর সেটা যদি ফ্রী এসএমএস বা কল হয় তবে তো কথাই নাই।  গত কিছুদিন যাবত টিটিতে ফ্রী এসএমএস নিয়ে মাতা মাতি হচ্ছে বাট একটা সাইট থেকেও আমার মোবাইলে এসএমএস আনতে সক্ষম হই নাই। যাই হোক নেট ঘাটা ঘাটি করতে করতে একটা সাইটের সন্ধান পাই যেটার এসএমএস আসলেই মোবাইলে আসে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আমি নিজে পরীক্ষা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এটা গত ৩-৪মাস যাবত সফল ভাবে সকল অপারেটরে ১০০%  কাজ করছে। এমনকি ইন্ডিয়ায় এবং ইউএসএ তে কয়েক কাজিনকে এসএমএস ও কল করেছি এবং সবাই তা ভালো ভাবে পেয়েছে।

আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বর্ননায়।

ওয়েব টির ঠিকানা হলো http://www.stha.co.cc

সাইটটিতে যেতে নিচের বাটনে ক্লিক করুন।

১. উপরের মত পেজ আসবে, এখানে From বক্সে আপনার নাম্বার এবং To বক্সে রিসিভারের নাম্বার লিখে Send SMS এ ক্লিক করুন।

২. উপরের মত পেজটি আসলে মনে করবেন "অপারেশন সাকসেসফুল"।

৩. আরো পারবেন ফ্রী কল করতে।

৪. এটি থেকে দিনে দুইবার কল করা যায়। কল করার সময় নাম্বারটি ইন্টারন্যাশনাল ফরমেট এ বসাতে হবে। বাংলাদেশে ১৬ সেকেন্ড করে দুইবারে মোট ৩২ সেকেন্ড কথা বলা যায়। ইন্ডিয়া তে দুইবারে প্রায় ৪ মিনিট কথা বলেছি। এছাড়া বিভিন্য দেশে প্রতিবারে সর্বনিন্ম ১৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২মিনিট কথা বলা যায়। কোন দেশে কত মিনিট কল করা যায় তা চেক করে দেখতে পারবেন।

ছোট টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

--------------------------------------------------------------------

আমার কিছু জনপ্রিয় টিউন

১.  প্রাণী জগতের গরম ঠান্ডার ব্যাপার স্যাপার ও গরম এবং শীতের হাত থেকে বাঁচা (টেরা টিউন)।

২. আবারও রহস্য!!!! চলুন জেনে নেই ৮০০ বছর আগে ধংস হয়ে যাওয়া একটি রহস্যময় সভ্যতা, “ইনকা সভ্যতা” সম্পর্কে। (গিগা টিউন)

৩. চলুন জানি একটি রহস্যময় প্রাচীন চায়না সভ্যতা এবং অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য সম্পর্কে।(মেগা টিউন)

৪.  চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

chorom hoiseeeeeee.. 🙂

Level 0

SMS ELO NA ?

Level 0

valo ……

sms আসে নাই ।

আমার ইসেট এন্টিভাইরাস এই সাইটকে ব্লক করছে 😀 ।।।।।

ধন্যবাদ, আমার sms আসছে তবে কল আসে না।

পুরাই তুরুপ……… ৫ secnd এর মধ্যে এসএমএস ছইলা আইসে… ধন্যবাদ

বাহ 🙂 এইটা দিয়ে তো ভালো শয়তানি করা যাবে…অন্যের নাম্বার দিয়ে আরেকজনকে মেসেজ পাঠানো..ভাবতেই ভালো অন্যরকম লাগছে 😉

ভাই ফ্রী এমএমএস পাঠাবার কোন বেবস্তা থাকলে বইলেন

ভাই ফ্রি জিনিসে লাভ কম থাকে, ভালো একটা সাইড এখনো পাইনি, থাকলে জানাইবেন কইলাম, সামনে কিন্তু ঈদ

Level 0

অবশেষে ….হতাশ !!!!!!!! প্রক্রিয়া সবই ঠিক ছিল কিন্তু SmS বা Call কিছুই এলো না…।

    @subratarmc: ভাই আসার তো কথা, আমি সহ অনেক এ সফল হয়েছে। আপনি কোন অপারেটর ইউজ করেন?

vai amar eset nod antivirus atake kholte dey na vairas bole keno

sms aslo , call o aslo kintu kotha sona gelona!
Free sms [u can see]: ofsms.in

Level 0

akas vai ki delen khub moja paisi….sms gulir moto jai

SMS not sent! Server Busy or Technical problem,Contact admin

Level 0

Vi ai site a ak dina ak ta number a only 4 ta sms kora jay 🙁
Vi ak dina ak ta number a unlimeted sms pathanor kono site asa,shere korla kushi hotam

Level 0

থাঙ্কস ভাই এইমাত্র কল করলাম

hi bro ami dhukte gecilam but amake
“”ESET Smart Security
Access denied
Details:
Web page: http://www.stha.co.cc
Comment: Access to the web page was blocked by ESET Smart Security. The web page is on the list of websites with potentially dangerous content.
Open ESET KnowledgeBase | http://www.eset.com“” dekhcche . RM

Level 0

bhi jara ESET ANTIVIRUS ar jonno site ta use korta partasan na tara ESET option gia temporary block kora kaj chalai nien asha kori kaja lagba…….rocking