দেখতে দেখতে ঈদ এসে গেল। সবাই কে আবারো জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আবার আপনাদের মাঝে ফিরে এলাম আরেকটি সুন্দর টিউন নিয়ে। আশা করি টিউনের মাধ্যমে সবাই উপকৃত হবেন।
ফ্রী জিনিশ নিয়ে আমাদের মধ্যে মাতামাতির শেষ নেই। কোন কিছু ফ্রী পেলেই আমরা হামলে পরি। আর সেটা যদি ফ্রী এসএমএস বা কল হয় তবে তো কথাই নাই। গত কিছুদিন যাবত টিটিতে ফ্রী এসএমএস নিয়ে মাতা মাতি হচ্ছে বাট একটা সাইট থেকেও আমার মোবাইলে এসএমএস আনতে সক্ষম হই নাই। যাই হোক নেট ঘাটা ঘাটি করতে করতে একটা সাইটের সন্ধান পাই যেটার এসএমএস আসলেই মোবাইলে আসে। তাই আপনাদের সাথে শেয়ার করা। আমি নিজে পরীক্ষা করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এটা গত ৩-৪মাস যাবত সফল ভাবে সকল অপারেটরে ১০০% কাজ করছে। এমনকি ইন্ডিয়ায় এবং ইউএসএ তে কয়েক কাজিনকে এসএমএস ও কল করেছি এবং সবাই তা ভালো ভাবে পেয়েছে।
আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই বর্ননায়।
ওয়েব টির ঠিকানা হলো http://www.stha.co.cc
সাইটটিতে যেতে নিচের বাটনে ক্লিক করুন।
১. উপরের মত পেজ আসবে, এখানে From বক্সে আপনার নাম্বার এবং To বক্সে রিসিভারের নাম্বার লিখে Send SMS এ ক্লিক করুন।
২. উপরের মত পেজটি আসলে মনে করবেন "অপারেশন সাকসেসফুল"।
৩. আরো পারবেন ফ্রী কল করতে।
৪. এটি থেকে দিনে দুইবার কল করা যায়। কল করার সময় নাম্বারটি ইন্টারন্যাশনাল ফরমেট এ বসাতে হবে। বাংলাদেশে ১৬ সেকেন্ড করে দুইবারে মোট ৩২ সেকেন্ড কথা বলা যায়। ইন্ডিয়া তে দুইবারে প্রায় ৪ মিনিট কথা বলেছি। এছাড়া বিভিন্য দেশে প্রতিবারে সর্বনিন্ম ১৫ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২মিনিট কথা বলা যায়। কোন দেশে কত মিনিট কল করা যায় তা চেক করে দেখতে পারবেন।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
--------------------------------------------------------------------
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
chorom hoiseeeeeee.. 🙂