এবার অনেক গুলো ডাউনলোড ম্যানেজার ইউজ করুন একসাথে, একই ব্রাউজারে!!! সাথে টিটিকে বাঁচানোর একটি প্রস্তাব।

শুরুতেই কিছু কথা

আশা  করি সকলেই ভালো আছেন, অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। সকলের জন্য রইলো ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রথমেই বলি কিছু ক্ষোভের কথা। কিছুদিন আগে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্লাউড সার্ভারে রিপ্লেস হয় আমাদের সবার প্রিয় টিটি। সবাই মনে করেছিলাম, ঝামেলা কিছু কমলো টিউনিং এবং ভিউনিং এ কিছুটা আরাম পাবো। কিন্তু আমাদের সেই ভাবাই সার। একের পর এক ধারাবাহিক সমস্যার সম্মুখিন হচ্ছি আমরা। কিছুদিন আগে হাসান একটা কথা বলেছিলো যে, রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, ঠিক তেমনি টিটির সমস্যার শেষ নেই। এলেক্সা র‍্যাঙ্কিং এ পিছিয়ে পড়ছে আমাদের সবার প্রিয় টিটি। আমার অবাক লাগে পয়সার অভাবে নাকি বন্ধ থাকে টিটি!!!  প্রতিদিন নাকি ৭-৮ লক্ষ বার দেখা হয় টিটি। সুতরাং মিনিমাম ১০০০ জেনুইন টিউনার ও ভিউয়ার থাকার কথা যারা টিটিকে মনে প্রানে ভালোবাসে। আমরা প্রত্যেকে যদি মাসে মিনিমাম ২০টাকা করে ডোনেট করি তবে হয় ২০,০০০টাকা যা আমি মনে করি আমাদের টিটির মাসিক মেইন্টেইন্সের জন্য যথেষ্ট। আমি মনে করি আমরা যারা নেট ইউজ করি তাদের প্রত্যেকের মাসে মিনিমাম ২০টাকা ডোনেট করা অসম্ভবের কিছু না। আর টাকাটা দেবে সবাই ভালবেসে, তাই জোরাজুরির বা দিতে বাধ্য করার কিছু নাই। আশা করি এডমিন বিষয়টি সুন্দরভাবে ভেবে দেখবেন এবং একটি সুন্দর ডোনেশনের সিস্টেম ক্রিয়েট করবেন। দরকার হলে সবাই মিলে হাতে হাতে টাকা কালেক্ট করবো। ঝামেলা এড়াতে প্রয়োজন হলে ১২মাসের টাকা একবারে দেওয়া যায়। এডমিন বিষয়টিকে হাত পেতে নেওয়ার মত ভাবতে পারেন, কিন্তু সরি স্যার, টিটি আমাদের সবার তাই এর দেখভাল করার দায়িত্ব ও আমাদের সবার। আপনারা যদি রাজি থাকেন তবে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। বিজ্ঞাপন বন্ধ করুন, দরকার হলে আমাদের টিটি চলবে আমাদের সবার টাকায়।

আমার আজকের টিউনে একটি সুন্দর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডাউনলোডের জন্য আমরা অনেকে অনেক রকম ডাউনলোড ম্যানেজার ইউজ করি। কেউ করি আইডিএম, কেউ ড্যাপ, কেউ এফডিএম ইত্যাদি ইত্যাদি। এক এক টি ডাউনলোড ম্যানেজার এক এক রকম ডাউনলোডের জন্য ভালো। যেমন আমি টরেন্ট ডাউনলোডের জন্য এফডিএম ইউজ করি, নরমাল ডাউনলোডের জন্য আইডিএম এবং ব্রাউজারের ফ্ল্যাশ ভিডিও (ইউটিউব) অথবা ফ্ল্যাশ ফাইল বা গেম ডাউনলোডের জন্য বিটকমিট ইউজ করি।

একই ব্রাউজারে অনেক গুলো ডাউনলোড ম্যানেজার অনেকে ইউজ করতে পারেন না, আবার পারলেও অনেক ঝামেলা হয়। আজকে আপনাদের আমি একটি সুন্দর ট্রিক্স শিখিয়ে দিবো যার মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই একই ব্রাউজারে একাধিক ডাউনলোড ম্যানেজার ইউজ করতে পারবেন।

সমাধান

১. প্রথমে নিচের লিঙ্ক থেকে একটি এক্সটেন্সান ব্রাউজারে ইন্সটল করুন।

CLICK HERE

২. তারপর ব্রাউজার রিস্টার্ট করুন।

ব্যাস আপনার কাজ শেষ।

৩. তারপর যে কন্টেন্ট টি ডাউনলোড করতে চান সেই পেজ এ যান।

৪. পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন এবং চিত্রের ন্যায় আপনার পছন্দের ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করুন।

৫. যে ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করবেন, তারপর থেকে ডাউনলোড সেই ডাউনলোড ম্যানেজার দিয়েই হবে।

-------------------------------------------------------------------------------------------------------------------------

এই ছোট্ট ট্রিক্স টি ইউজ করে আপনি একাধিক ডাউনলোড ম্যানেজার একসাথে ইউজ করতে পারবেন ।

টিউনটি যথাসম্ভব গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।

--------------------------------------------------------------------

আমার কিছু জনপ্রিয় টিউন

১.  প্রাণী জগতের গরম ঠান্ডার ব্যাপার স্যাপার ও গরম এবং শীতের হাত থেকে বাঁচা (টেরা টিউন)।

২. আবারও রহস্য!!!! চলুন জেনে নেই ৮০০ বছর আগে ধংস হয়ে যাওয়া একটি রহস্যময় সভ্যতা, “ইনকা সভ্যতা” সম্পর্কে। (গিগা টিউন)

৩. চলুন জানি একটি রহস্যময় প্রাচীন চায়না সভ্যতা এবং অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য সম্পর্কে।(মেগা টিউন)

৪.  চলুন ঘুরে আসি ফায়ার আর্মসের দুনিয়া থেকে এবং দেখে আসি দুনিয়ার তাবৎ অস্তর সস্তর আর হয়ে যাই ছোটখাট সামরিক বিশেষজ্ঞ ( আমার ৫০তম টিউন & The biggest Tune of the Techtunes History)

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

khub valo laglo apnar tune..amio akmot apnar sathe

আপনি সুন্দর গুছিয়ে লিখতে পারেন। টিউন টাও অনেকের কাজে লাগবে।

খুব কাজের টিউন

Level 0

সব browser-এ কাজ করে?

    @sudeep: হুম, এক্সটেনশন সাপোর্ট করে এমন সব ব্রাউজারে কাজ করবে।

ডোনেট ER BEPARE EK-MOT

বিজ্ঞাপনতো এখন নাই। 😛
একদিন না যাইতেই পাবলিকের মাথা ব্যাথা দেখে হয়তো কর্তৃপক্ষ বিজ্ঞাপনের চিন্তা বাদ দিছে। 😉

Donate via ALERTPAY,MONEYBOOKERS, LIBERTYSERVE, PAYPAL would be appreciate…

Thanks

@শুভ্র আকাশ: apnar dewa kaspersky internet security 2012 er trial resetter r kaj korche na….
pls onno kono trial resetter er download link din….

শুভ্র ভাই, আপনার প্রস্তাবটি সত্যি চমৎকার………আমিও সহমত

হু টেকটিউনসের একটা অ্যাকাউন্ট থাকা উচিত যেখানে সবাই কিছুনা কিছু অর্থ দিতে পারবে। আজ একটা ভালো জিনিস লক্ষ্য করলাম। আমার হার্ডওয়্যার চেইনের ব্যানার সরানো হয়েছে। সাইফুল ভাই আর মেহেদী ভাইকে অনেকদিন ধরেই মেইল দিচ্ছিলাম সরানোর জন্য। আজ শুনেছে 😀

ও হ্যা আপনার টিউন, কাজের জিনিস। 🙂

সুন্দর টিউন ও কাজের জিনিস…।।

Level 0

সুন্দর এবং কাজের একটি পোষ্ট । আমিও আপনার সাথে একমত । টাকর জন্য বন্ধ হতে পারেনা আমাদের প্রীয় টেকটিউনস ।

কেউ কি দয়া করে IDM এর Latest silent version টা দিতে পারবেন?

একমত।

Level 0

শুভ্র আকাশ ভাই আপনার প্রস্তাবটা ভাল হইসে আর আপনার টিউন টাও

Level 0

কেউ কি দয়া করে IDM এর Latest silent version টা দিতে পারবেন? amar-o khub darkar

Level 0

টিটিকে আমি বাংলার উইকি মনে করি। আর সেই সাইটের এই অবস্থা দেখে আমি যার পর নাই হতাশ। 🙁 আসলে অর্থনৈতিক সাপোর্ট না থাকলে যে কোন সেবা মুলক প্রতিষ্ঠান মুখ থুবরে পরতে বাধ্য। আর এজন্য দারকার বিজনেস আইডিয়া, মাথায় বিজনেস আইডিয়া না থাকলে বেশিদিন মানুষকে সেবা কারা যায় না।
গত বছরও টিটির এই অবস্থা হয়েছিল তখন এ ব্যপারে আমিও একটা টিউন করেছিলাম আমার কিছু আইডিয়া নিয়ে। https://www.techtunes.io/reports/tune-id/38745/ 🙂

টিটি যদি বন্ধ হয় তবে আমি শেষ !!!
TT die ,I die
all die, by by…
:'(
অতি শীঘ্রই টিটিতে ডিপোজিট ফান্ড চালু করা হোক |

TT-কে বাঁচানোর প্রস্তাবকে Support করছি…

Level 0

IDM er registered version kon address a pabo janale valo hoto….thnx

Level 0

ভালো জিনিস দিছেন তো, ভাই।! বেশ আপার কোয়ালিটি !!!! শেয়ার করার জন্য ধন্যবাদ।