আশা করি সকলেই ভালো আছেন, অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। সকলের জন্য রইলো ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রথমেই বলি কিছু ক্ষোভের কথা। কিছুদিন আগে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ক্লাউড সার্ভারে রিপ্লেস হয় আমাদের সবার প্রিয় টিটি। সবাই মনে করেছিলাম, ঝামেলা কিছু কমলো টিউনিং এবং ভিউনিং এ কিছুটা আরাম পাবো। কিন্তু আমাদের সেই ভাবাই সার। একের পর এক ধারাবাহিক সমস্যার সম্মুখিন হচ্ছি আমরা। কিছুদিন আগে হাসান একটা কথা বলেছিলো যে, রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, ঠিক তেমনি টিটির সমস্যার শেষ নেই। এলেক্সা র্যাঙ্কিং এ পিছিয়ে পড়ছে আমাদের সবার প্রিয় টিটি। আমার অবাক লাগে পয়সার অভাবে নাকি বন্ধ থাকে টিটি!!! প্রতিদিন নাকি ৭-৮ লক্ষ বার দেখা হয় টিটি। সুতরাং মিনিমাম ১০০০ জেনুইন টিউনার ও ভিউয়ার থাকার কথা যারা টিটিকে মনে প্রানে ভালোবাসে। আমরা প্রত্যেকে যদি মাসে মিনিমাম ২০টাকা করে ডোনেট করি তবে হয় ২০,০০০টাকা যা আমি মনে করি আমাদের টিটির মাসিক মেইন্টেইন্সের জন্য যথেষ্ট। আমি মনে করি আমরা যারা নেট ইউজ করি তাদের প্রত্যেকের মাসে মিনিমাম ২০টাকা ডোনেট করা অসম্ভবের কিছু না। আর টাকাটা দেবে সবাই ভালবেসে, তাই জোরাজুরির বা দিতে বাধ্য করার কিছু নাই। আশা করি এডমিন বিষয়টি সুন্দরভাবে ভেবে দেখবেন এবং একটি সুন্দর ডোনেশনের সিস্টেম ক্রিয়েট করবেন। দরকার হলে সবাই মিলে হাতে হাতে টাকা কালেক্ট করবো। ঝামেলা এড়াতে প্রয়োজন হলে ১২মাসের টাকা একবারে দেওয়া যায়। এডমিন বিষয়টিকে হাত পেতে নেওয়ার মত ভাবতে পারেন, কিন্তু সরি স্যার, টিটি আমাদের সবার তাই এর দেখভাল করার দায়িত্ব ও আমাদের সবার। আপনারা যদি রাজি থাকেন তবে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। বিজ্ঞাপন বন্ধ করুন, দরকার হলে আমাদের টিটি চলবে আমাদের সবার টাকায়।
আমার আজকের টিউনে একটি সুন্দর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডাউনলোডের জন্য আমরা অনেকে অনেক রকম ডাউনলোড ম্যানেজার ইউজ করি। কেউ করি আইডিএম, কেউ ড্যাপ, কেউ এফডিএম ইত্যাদি ইত্যাদি। এক এক টি ডাউনলোড ম্যানেজার এক এক রকম ডাউনলোডের জন্য ভালো। যেমন আমি টরেন্ট ডাউনলোডের জন্য এফডিএম ইউজ করি, নরমাল ডাউনলোডের জন্য আইডিএম এবং ব্রাউজারের ফ্ল্যাশ ভিডিও (ইউটিউব) অথবা ফ্ল্যাশ ফাইল বা গেম ডাউনলোডের জন্য বিটকমিট ইউজ করি।
একই ব্রাউজারে অনেক গুলো ডাউনলোড ম্যানেজার অনেকে ইউজ করতে পারেন না, আবার পারলেও অনেক ঝামেলা হয়। আজকে আপনাদের আমি একটি সুন্দর ট্রিক্স শিখিয়ে দিবো যার মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই একই ব্রাউজারে একাধিক ডাউনলোড ম্যানেজার ইউজ করতে পারবেন।
১. প্রথমে নিচের লিঙ্ক থেকে একটি এক্সটেন্সান ব্রাউজারে ইন্সটল করুন।
২. তারপর ব্রাউজার রিস্টার্ট করুন।
ব্যাস আপনার কাজ শেষ।
৩. তারপর যে কন্টেন্ট টি ডাউনলোড করতে চান সেই পেজ এ যান।
৪. পেজ এর যে কোন স্থানে রাইট ক্লিক করুন এবং চিত্রের ন্যায় আপনার পছন্দের ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করুন।
৫. যে ডাউনলোড ম্যানেজার সিলেক্ট করবেন, তারপর থেকে ডাউনলোড সেই ডাউনলোড ম্যানেজার দিয়েই হবে।
-------------------------------------------------------------------------------------------------------------------------
এই ছোট্ট ট্রিক্স টি ইউজ করে আপনি একাধিক ডাউনলোড ম্যানেজার একসাথে ইউজ করতে পারবেন ।
ভাল থাকবেন।ধন্যবাদ সবাই কে।
আকাশ
আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন।
--------------------------------------------------------------------
আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@শুভ্র আকাশ: apnar dewa kaspersky internet security 2012 er trial resetter r kaj korche na….
pls onno kono trial resetter er download link din….
সুন্দর এবং কাজের একটি পোষ্ট । আমিও আপনার সাথে একমত । টাকর জন্য বন্ধ হতে পারেনা আমাদের প্রীয় টেকটিউনস ।
khub valo laglo apnar tune..amio akmot apnar sathe