বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন কোনো টিউন করা হয় না। তাই বলে এই না যে টেকটিউনস থেকে দূরে সরে গেছি।
আসলে সত্য কথা এই যে বাংলা লিখতে খুব ই আলসেমি লাগে, তাই টিউন করতে ইচ্ছে করে না। যাই হোক কাজের কথায় আসি, আমার আজকের টিউনটি পিসি ইউটিলিটি টাইপ একটি সফটওয়্যার নিয়ে। এই সফটওয়্যার টি আমার নিজের তৈরি। সফটওয়্যার টির নাম আমি দিয়েছি “Temp 2 Trash”।
বন্ধুরা সফটওয়্যার টির নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন যে এটি Temp Cleaner জাতিও একটি সফটওয়্যার। আসলেই তাই। কাজ করতে করতে আমাদের PC তে অনেক টেম্পুরারি ফাইল জমা হয়। অতিরিক্ত টেম্পুরারি ফাইল জমা হলে PC আস্তে আস্তে Slow হয়ে যায়। তাই এই সব টেম্পুরারি ফাইল ডিলিট করা অত্যান্ত প্রয়োজোনিও।
“Temp 2 Trash” এমন একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি সব আপ্রয়োজোনিও টেম্পুরারি ফাইল মাত্র এক Click এ Clean করতে পারবেন।
<<সফটওয়্যার টি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে>>
http://www.mediafire.com/?kubr642y2hbk6yu
সফটওয়্যারটি জাভা ল্যাংজুয়াজে দিয়ে বানানো তাই এটি চালাতে আপনার PC তে অবস্যই jre(java runtime environment) install করা লাগবে
<<jre ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে>>
http://www.filehippo.com/download_jre_32/
এটি শুধুমাত্র Windows-XP ইউজারগন Use করতে পারবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, নিজের PC কে রাখুন পূর্ন গতি সম্পন্ন এই সুভকামনায় আজ এখানে বিদায় নিচ্ছি।
ধন্যবাদ সবাইকে।
আমি Code Lab। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student of Patuakhali Science & Technology University in Computer Science & Engineering.......& New here....
সুন্দর সুন্দর !!!