আমরা সব সমই আমাদের কম্পিউটারের speed ভাল রাখতে চাই । এজন্য আমাদের কয়েকটি নিয়ম অনুসরন করতে হবে যার ফলে আপনার কম্পিউটারের স্পিড কিছুটা হলেও বাড়বে ।
ভার্চুয়াল মেমরীঃ
আমাদের পিসিতে এমনিতেই Ram কম থাকে । তাই ভার্চুয়াল মেমোরির ব্যবহার করতে হয় । কিন্তু ভার্চুয়াল মেমোরি Ram এর তুলনায় কম গতি সম্পন্ন । যাইহোক নাই মামার চেয়ে কানা মামা ভাল ।
যেভাবে ভার্চুয়াল মেমোরী বাড়াবেনঃ
"My Computer" রাইট বাটন ক্লিক করে প্রোপার্টাজ > "Advance" ট্যাব > Performance > setting > Advance > virtual memory > change > set
তবে initial size রেমের মেমোরির ২ গুন এবং maximum size রেমের ৪ গুন দেয়া ভাল ।
সবচেয় বেশী ভাল হয় আপনার হার্ডডিস্ককে ভার্চুয়াল মেমোরী হিসেবে ব্যবহার করা । যেমনঃ
মাইকম্পিউটার দ্রুত ওপেন করাঃ
আমরা যখন মাই কম্পিউটার ওপেন করি তখন স্বয়ংক্রিয়ভাবেই পিসি ড্রাইভ , নেটওয়ার্ক ও প্রিন্টার সার্চ করে । ফলে কিছুটা সময় নেয় । নিচের পদক্ষেপ গ্রহন করে এই সময় বাচাতে পারেনঃ
My Computer > Tools > Folder options > View > Automatically search Network Folder & Printer ( uncheck it )
অপারেটিং সিস্টেমকে দ্রুত বুট করুনঃ
পিসি বুট হওয়ার পর উইন্ডোজ এক্সপি স্ক্রিন লোডিং হতে অনেক সময় নেয় । আপনি স্ক্রিন লোডিং দ্রুত করতে Run > Msconfig > boot.ini ট্যাবে ক্লিক করুন > noguiboot অপশনটি চেক করে বের হয়ে আসুন । এবার Restart দিন ।
সকলকর ধন্যবাদ.........
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ধন্যবাদ ………………………………………..!!!!!!!!