ভাই সকলে এ টিউনটি আমার মত দুর্বল ব্যবহারকারীদের জন্য। তাই কেউ এটা আগে শুনেছি বলে মনটা খারাপ করে দিবেন না দয়া করে।
অনেক সময় আমাদের নানান প্রয়োজনে আমাদের কম্পিউটারের হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য বা ইনফরমেশন দেখার প্রয়োজন পড়ে। এই কাজের জন্য উবুন্টুতে অনেক ধরণের সফটওয়্যার আছে, তবে এখানে আমি আপনাদের শুধুমাত্র তিনটি সফটওয়্যারের কথা বলব। এগুলো দিয়ে খুব সহজেই আপনি আপনার হার্ডওয়্যারের বিভিন্ন ইনফরমেশন দেখতে পাবেন।
টার্মিনালে বা যে কোন কমান্ড লাইন ইন্টারফেসে আপনার হার্ডওয়্যারের তথ্য দেখার জন্য lshw একটি চমৎকার অ্যাপ্লিকেশন। এর সাহায্যে আপনি হার্ডওয়্যারের বিভিন্ন তথ্য যেমন বায়োস ইনফো, ফার্মওয়্যার ইনফো, মাদারবোর্ড, মেমরী, সিপিইউ ইত্যাদি আরো অনেক তথ্যাদি জানতে পারবেন। মজার ব্যাপার হল, এই অ্যাপ্লিকেশনের সাহায্যে শুধু টার্মিনালেই নয়, আপনি ইচ্ছা করলে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্যগুলো HTML বা XML ফাইলে সংরক্ষণ করতে পারবেন।
lshw সাধারণত উবুন্টুতে ডিফল্টভাবে ইন্সটল করা থাকে। তবে যদি কোন কারণে আপনার উবুন্টুতে এটি ইন্সটল না করা থাকে, তবে ইন্সটলের জন্য লিখুন,
sudo apt-get install lshw
এবার টার্মিনালে রান করুন,
sudo lshw
আপনি যদি এই তথ্যগুলো HTML ফাইলে সংরক্ষণ করতে চান, তবে টার্মিনালে কমান্ড দিন,
cd && sudo lshw -html > hardware_info.html
এতে করে আপনার হোম ফোল্ডারে "hardware_info.html" নামে একটি ফাইল তৈরী হবে। একে আপনার ওয়েব ব্রাউজার দিয়ে খুললে আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের তথ্যাদি দেখতে পাবেন।
খ. গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস
GUI বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে lshw চালাতে চাইলে টার্মিনালে ইন্সটল করার জন্য লিখুন,
sudo apt-get install lshw-gtk
এবার চালু করার জন্য লিখুন,
gksu lshw-gtk
অথবা মেনু থেকে Preferences > Hardware Lister-এ যান। এই ইন্টারফেসেও কমান্ড লাইন ইন্টারফেসের মত আপনি HTML বা XML ফাইলে রেজাল্ট সেভ করতে পারবেন।
lshw দিয়ে যেখানে আপনি শুধুমাত্র হার্ডওয়্যারের ইনফরমেশন দেখতে পাবেন, সেখানে HardInfo দিয়ে হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম উভয়েরই ইনফরমেশন দেখতে পাবেন।
অপরেটিং সিস্টেমের ইনফরমেশনের মধ্যে আপনি ডেস্কটপের রেজোলুশন ও অন্যান্য ডিসপ্লে ইনফো, লিনাক্স কার্নেল ভার্সন, কম্পিউটারের নাম ও ইউজারের নাম, ডেস্কটপ এনভায়রোনমেন্ট, আপটাইম, লোড অ্যাভারেজ, কার্নেল মডিউল, অপারেটিং সিস্টেমে অ্যাভাইলেবল ল্যাঙ্গুয়েজেজ, ফাইলসিস্টেম ইনফো, এনভায়রোনমেন্টাল ভ্যারিয়েবল এবং আরো অনেক, অনেক রকম ইনফরমেশন দেখতে পাবেন।
অন্য দিকে হার্ডওয়্যার ইনফরমেশনে আপনি lshw থেকে কম ইনফরমেশন পাবেন, কিন্তু অনেক ইউজার ফ্রেইন্ডলি ইন্টারফেসে দেখতে পাবেন। অর্থাৎ, কোন তথ্যটি কিসের এগুলো lshw-র চেয়ে অনেক সহজ-বোধগম্য ইন্টারফেসে দেখতে পাবেন।
lshw-র মত HardInfo-তেও আপনি সকল ইনফরমেশন HTML ফাইলে সেভ করতে পারবেন। HardInfo ইন্সটল করার জন্য টার্মিনালে লিখুন,
sudo apt-get install hardinfo
ইন্সটল হয়ে গেলে মেনু থেকে System Tools > System Profiler and Benchmark ওপেন করুন। HTML ফাইলে ইনফরমেশন সেভ করার জন্য "Generate Report" বাটনে প্রেস করুন।
অন্য দুটি অ্যাপ্লিকেশনের চাইতে SysInfo অনেক কম কিন্তু সবচেয়ে দরকারী ইনফরমেশনগুলো পাবেন এতে। SysInfo-র সাহায্যে আপনি নিচের তথ্যগুলো দেখতে পারবেনঃ
SysInfo ইন্সটলের জন্য টার্মিনালে লিখুন,
sudo apt-get install sysinfo
ইন্সটল হয়ে গেলে মেনু থেকে System Tools > SysInfo ওপেন করুন
এই তিনটি ছাড়া আরোও কিছু কমান্ড লাইন ভিত্তিক টুলস হচ্ছেঃ
lspci, dmidecode, lsusb(ইউএসবি'র জন্য), "cat /proc/cpuinfo" (সিপিইউ'র জন্য), hwinfo।
ধন্যবাদ
সবাই ভাল থাকবেন...
আমি Ahmed Bin Musa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ধন্যবাদ টিউনের জন্য । আমি আবার লিনাক্স-মিন্টের ভক্ত……