ফটোশপে তৈরি করুন মানুষের অরিজিনাল দাড়ি – না পড়লে মিস করবেন

ভাই সকলে এটি দুর্বল ব্যবহারকারীদের জন্য অর্থাৎ যারা একটু কম জানে, যেমন আমি। তাই কেউ এটা আগে শুনেছি বলে মনটা খারাপ করে দিবেন না দয়া করে।

ফটোশপ ভাল লাগে না এমন লোক খুজে পাওয়া দুস্কর। আমারও খুব ভাল লাগে । তাই এই আয়োজন।

আজকে আমি আপনাদের দেখাবো কি ভাবে Photoshop এ মানুষের দাড়ি বানাবেন। এই কাজ টি সবার জন্য- যারা এক্সপার্ট এবং বিগিনার। তো বেশি ফালতু পেচাল না পেড়ে শুরু করা যাক।

আমি ধরে নিচ্ছি আপনারা Photoshop এ ব্রাস তৈরি করতে পারেন। না পারলেও প্রবলেম নাই। কারন আমি দেখিয়ে দেব। শুরু করলামঃ

নিচের ছবির মত ২০*২০ পিক্সেল এবং ২৮ রেজুলেশান এর একটি ডকুমেন্ট নেই।

প্রথমে পেজ টা অনেক ছোট দেখাবে, এবার Hand Tool এ ডাবল ক্লিক করলে পেজ টা ফুল হবে। নিচের ছবির মতঃ

এবার নিচের ছবির মত স্মথ ব্রাশ নেব যার সাইজ ২ px.

এবং পিকচার মোড হবে Dissolve: নিচের ছবির মতঃ

কাজ মোটামুটি কমপ্লিট; ব্রাস দিয়ে ছড়িয়ে ছিটিয়ে কিছু কাল কালার করব। নিচের ছবির মতঃ

আর একটু কাজ আছে। এবার ইরেজার টুল নিয়ে (সাইজ ২/৩ পিক্সেল) মাঝে মাঝে কি কাল কালারের ডট গুলো ইরেজ করবো তাতে নিচের ছবির মত দেখাবেঃ

কেল্লাফতে! কাজ তো শেষ, Edit মেনু থেকে Define Brush Preset মেনুটি সিলেক্ট করেন। নিচের ছবি দেখুনঃ

একটি নাম চাইবে। আপনি আপনার পছন্দ মত নাম দিবেন। যেমন আমি দিয়েছিঃ Ahmed Bin Musa। নিচের ছবি দেখুনঃ

কাজ আমাদের টোটালি কমপ্লিট। যে ছবিতে কাজ করতে চান এবার সেই ছবি ওপেন করেন। এবং তৈরি করা ব্রাস টি সিলেক্ট করেন। সবার শেষে ব্রাশটি দেখাবে। নিচের চিত্র টি দখলেই বুজবেনঃ

দাড়ির ব্রাস তৈরির কাজ শেষ হলেও এখনি এই ব্রাস দিয়ে দাড়ি হবে না। আর একটু কেরামতি খাটাতে হবে। Window থেকে Brushes সিলেক্ট করুন। নিচের ছবি দেখুনঃ

Brush প্যালেট টি ওপেন হবে। এখান থেকে Brush Tip Shape সিলেক্ট করুন। নিচের ছবি দেখলেই বুজবেন এবং Spacing কমিয়ে কমিয়ে 1% করে দেন। নিচের চিত্র দেখুনঃ

এখন আমরা ব্রাস টাকে মানুষের দাড়ি তৈরিতে ব্যবহার করতে পারব। যেমনটি আমি করেছি।। প্রয়োজন অনুসারে ছবিটাকে জুম করে নিয়ে কাজ করবেন।(তবে একটি কথা না বললেই নয়, Photoshop এর পিকচার মোড টা আবার নরমাল করতে হবে। আগের বার যেমন চেঞ্জ করে Dissolve করা হয়েছিল তেমনি এবার আবার Normal মোড করে নিতে হবে। নইলে কিন্তু কাজ হবে না।) নিচের ছবি গুলো দেখেনঃ

ছবি জুম থাকা অবস্থায় খারাপ দেখালেও চিন্তা করার কোন কারন নেই। কারন ছবি জুম থাকলে একটু খারাপ দেখাতেই পারে। সো নো টেনশান। কারন ফাইনাল ছবি টা দেখেন তাইলেই বুজবেন। নিচে ফাইনাল ছবিঃ

এবার বলুন দাড়িতে খারাপ দেখাচ্ছে কি না।

সুপ্রিয় বন্ধু গন , যদি কোন প্রবলেম হয় তাইলে কমেন্ট করে জানাবেন। আমি যথা সম্ভব সমাধান দেওয়ার চেস্টা করবো। ইনশাল্লাহ…………।

আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।

অরিজিনাল পোষ্ট এখানে...
https://www.facebook.com/notes/সাইফুল-ইসলামের-ব্লগ/photoshop-এ-তৈরি-করুন-মানুষের-অরিজিনাল-দাড়ি-না-পড়লে-মিস-করবেন/10150327264665428

Level 0

আমি Ahmed Bin Musa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂

মজা পাইলাম ।

    আপনাদের মজা লাগছে জানতে পেরে আমিও মজা পাইলাম 😉

Level 0

খুব ভাল হয়েছে । নতুন কিছু জানতে পারলাম । আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকে অনেক ধন্যবাদ ।

Level 0

ধন্যবাদ। এ পোষ্টের মতই https://www.techtunes.io/tutorial/tune-id/56597/

    ভাই সকলে আপনারা মজা পাইতেছেন তা শুনে আমিও মজা পাইতেছি।
    ভাই আমি আগেই বলছি এটা শুধু মাত্র আমার মত দুর্বল ব্যবহারকারীদের জন্য।
    তার পরেও এক্সপার্টদের অংশগ্রহন দেখতে পেরে খুবই ভাল লাগতেছে…

    ধন্যবাদ

হিহি। ভালা অইছে 😀

Level 0

Khub Shundor Hoyeche Thanks Kal Sokalae Aeta Neye Kaj Shuru Kore Dibo. 🙂

ভাই এইটা কি হইলো……।
আমার ব্লগের লেখাটা সরাসরি নিজের নামে পাবলিশ করে দিলেন। বাকি সবাইকে বলছিঃ এই লেখাটি প্রথমে পাবলিশ হয় আমার ব্লগে। আমার ব্লগের লিংকটা দিলাম সবাই দেখে নিয়েন।
https://www.facebook.com/notes/সাইফুল-ইসলামের-ব্লগ/photoshop-এ-তৈরি-করুন-মানুষের-অরিজিনাল-দাড়ি-না-পড়লে-মিস-করবেন/10150327264665428

    ভাই দেওয়া হয়েছে। দেখেন…

আমার ব্লগের লিংক টাতো অন্তত দিতে পারতেন।

Level 0

valo laglo tobe aber dari kata dekhale moja pabo

Level 0

সবতো টিক আছে, কিন্তু (না পড়লে মিস করবেন) এইটা কি?

Level 0

খারাপ হয়নাই ।