আপনার বাংলালিংকের ফ্রী মোডেমে অন্যান্য অপারেটরের সংযোগ ব্যবহার করতে চান?

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভাল আছেন। পোস্ট টাইটেল দেখেই হয়ত বুঝে গেছেন যে এখানে কিসের সম্পর্কে লেখা হয়েছে। বাংলালিংকের ফ্রী মোডেম অফারটা নেওয়ার ইচ্ছা অনেকেরই হয়ত আছে। কিন্তু চিন্তার ব্যাপার ২৭৫০/- টাকা দিয়ে কেনা মোডেমটা যদি বাংলালিংকের সংযোগ ছাড়া ব্যাবহার করতে না পারি তাহলে কি হবে? অন্যান্য মোডেমের মত এটাকেও আনলক করে নিলেই হয়! তাই নয় কি? তাহলে প্রথমেই ডাউনলোড করে নিন এই ২.৮৯ মেগা বাইটের সফ্‌টওয়্যারটি।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

ডাউনলোড করা শেষ এবার আসুন দেখি কিভাবে একে কাজে লাগাবঃ

০১. প্রথমে রার ফাইলটিকে এক্সট্রাক্ট করে নিন।

০২. এবার dccrap.exe ফাইলটি রান করুন।

০৩. আপনার মডেমের মেনুফ্যাকচারার নির্বাচন করুন।

০৪. স্ক্যান আইকনে ক্লিক করুন।

০৫. আপনার মডেমের লক/আনলক স্ট্যাটাস দেখতে পারবেন।

০৬. Unlocking এ ক্লিক করুন।

০৭. এই জাতীয় একটি কনফার্মেশন মেসেজ দেখতে পারবেন।

ব্যাস্‌ আপনার মডেম আনলক্‌ড। এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন। এই ছবিতে দেখুনঃ

অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারের জন্য ডায়াল আপ কানেকশন তৈরি করে ব্যাবহার করুন। সকল বাংলাদেশী জিএসএম অপারেটরের ডায়ালিং নাম্বার *99# ; এক্সেস পয়েন্টঃ (APN) গ্রামীণফোন=gpinternet, বাংলালিংক=blweb, এয়ারটেল=internet, রবি=internet, টেলিটক=gprsunl

জানিনা আপনাদের কার কেমন লাগবে? তবে আপনাদের কাছে গঠন মূলক মন্তব্য আশা করছি সেই সাথে আরো একটি ব্যাপারে বলতে চাইঃ আপনার এলাকায় বাংলালিংকের নেটওয়ার্ক EDGE কিনা তা যাচাই করে নিবেন। আমার জানা মতে সম্পুর্ন ঢাকাও EDGE এর আওতাধীন নয়। যাচাই করার জন্য যা করতে পারেন তা হল এক. বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন করতে পারেন। দুই. EDGE সাপোর্ট করে এমন মোবাইল ফোন দিয়ে চেক করতে পারেন। (উদাহরন স্বরুপঃ NOKIA 2700 classic) আমি আমার এলাকায় নেটওয়ার্ক চেক করে ও বাংলালিংকের ১গিবা ব্যাবহার করে ঢাকার বিভিন্ন জায়গায় দেখেছি যখোন EDGE এর আওতায় থাকে তখোন 236Kbps (29.5KBps) পর্যন্ত ওঠে। গতি শুধু নেটওয়ার্ক নয় ওয়েব সাইটের সার্ভারের উপরও নির্ভর করে। তবে আপনি গড়ে ২৫কিলোবাইট প্রতিসেকেন্ড ডাউনলোড পাবেন আশা করছি (যদি EDGE নেটয়ার্কের ভিতরে থাকেন।) সবাই সুস্থ থাকুন ভাল থাকুন, এই কামনায় আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

স্পীড তো দেখি ডাউনলোড থেকে আপলোড বেশী। ডাউনলোড বেশি দরকার। বাংলালিংকের স্পীড কেমন। আমি একটি মডেম কিনব কিন্তু সিটিসেল ও বাংলালায়ন নেট পায় না। এগুলো ছাড়া কোনট ভাল হবে।

    @Rajesh Sarker: বাংলালিংক এর স্পিড এক এক স্থানে এক এর রকম। আমি দেখেছি কোন কোন স্থানে ৩৫kbps আবার কোন স্থানে ৭~৯kbps এদের EDGE সার্ভিস কভারেজ সকল এলাকায় নেই।
    আমার এলাকায় গত ২বছর যবত দেখছি GP – 18~35kbps আর Blink – 4~12kbps
    অনেক অভিযোগ এর পরেও এদের সার্ভিসের কোন উন্নতি পাইনি। উল্টো বলল এটিই তাদের সর্বোচ্চ স্পিড।

খুব ভাল। Banglalink er download স্পিড কেমন?

GrameenPhone “SONY ERICSSON MD300” Made In Malaysia. MODEM আমার কাছে খূব ভালো বলে ১২’০০০/- টাকায় ধরিয়ে দিয়েছে। অথচ জাপান এর মার্কেট এ এর price ৯’০০০/- । হারামির ফোন যথেষ্ট ধান্দাবাজ।

ভাই, অনেক ধন্যবাদ। আমি এই সমস্যা নিয়ে চিন্তিত ছিলাম। আমি BL Modem কিনেছি এই মাসে। আচ্ছা ভাইয়া আপনি নিজে কি টেস্ট করেছেন।
“Credits Left: 1242616” এইটা কি, ভাইয়া? আশাকরি উত্তর পাব।
ধন্যবাদ

    ভাই আমি আমার সকল টিউন করার আগে নিজে পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরেই তা পোস্ট করি। credits….সত্যি বলতে এ সম্পর্কে আমার জানা নেই এটা কেন আসে। ধন্যবাদ।

“হঠাৎ করেই কয়েকটি ব্লগে আমার নিজের লেখা চোখে পড়ল। যা কিনা আমি শুধু টেকটিউন্সেই লিখেছি। আবার অনেকেই দু একটি লেখা নিজের ব্লগে প্রকাশ করার জন্য আমার কাছে অনুমতি চেয়ে মেইল করেছেন। সব কিছু বিবেচনা করে দেখলাম আমার যা উদ্দেশ্য তা সাধন হলেই চলবে। আর আমার উদ্দেশ্য হল আমি যতটুকু জানি তা, যে জানেন না তাকে জানানো। তাই “আমার যে কোন লেখা যার খুশি যেখানে খুশি নির্দ্বিধায় ব্যবহার করুন। আমার নাম উল্লেখেরও প্রয়োজন নাই।” ধন্যবাদ।”

এই একটি জিনিয় আমার কাছে সবচেয়ে বেশি ভাল লাগল। প্রযুক্তি ব্যবাহার এর জন্য। তা সীমাবদ্ধ করা উচিৎ নয়। আর প্রায়ই দেখা যায় “আমার লেখা এখানে ওখানে কপি পেষ্ট” ইত্যাদি যা দেখতে ও শুনতে খারাপ লাগে।

তবে অনুমতি নিয়ে কাজ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

সফটওয়্যার টির জন্য ধন্যবাদ।

valo hoise kaje lagbe

এই মডেমের কানেকশান ম্যানেজার ZTE ওয়াইম্যাক্স এর মত 😀 তাহলে একটা স্কিন পাবেন এখানে https://www.techtunes.io/internet/tune-id/61873/

Hভাই….সিটিসেল মডেম কে এভাবে করা যাবে না?

    ভাই সিটিসেল GSM সার্ভিস প্রোভাইড করে না। তাদের নেটওয়ার্ক CDMA টেকনোলজির। তাই বাংলাদেশে আর কোন CDMA অপারেটর না থাকায় Zoom মোডেম কেবল সিটিসেলেই ব্যবহার করা যাবে। ধন্যবাদ।

ভাই, এইটা আমার অনেক কাজে লাগবে… আপনাকে অনেক ধন্যবাদ… আর একটি কথা, আমি ৭-৮ দিন আগে ৫০ টাকা দিয়ে ৫০ মেগাবাইট )৫০ টাকা+১৫% ভ্যাট=৫৭.৫০ টাকা তার সাথে ২.৩০ টাকা এসএমএস চার্জ) প্যাকেজ নিয়ে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম!!! একটা পেজ লোড হতে ১০-১৫ মিনিট সময় নিতো!!! মাঝে মাঝে লেখা আসতো The Webpage Is Unavailable (Google Chorome), Server Not Found (Mozilla Firefox), The Web Page Was Interrupted, Internet Explorer Cannot Display The Webpage!!! ইত্যাদি, ইত্যাদি… ৩ দিনে আমি ১২.৫৬ মেগাবাইট ব্যবহার করতে পেরেছিলাম… বাদবাকি নষ্ট হয়ে গিয়েছিল… এর মাঝে অনেকবার কম্পানির কাছে ১২১ এ ফোন দিয়েছিলাম… তারা আমাকে বলে আপনার সমস্যা ২৪ ঘন্টার মধ্যে সমাধান করে আপনাকে জানিয়ে দেওয়া হবে!!! কিন্তু ৯৬ ঘন্টা পার হলেও আর ফোন করে না… তাই আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা বেশি, বেশি করে কম্পানির কাছে অভিযোগ করবেন… অভিযোগ করতে কোন টাকা লাগবেনা। ১৫৮ নাম্বারে একটা ফোন দিয়ে রাখবেন, দেখবেন ১২১ থেকে আপনাকে একজন কাষ্টমার ম্যানেজার ফোন দিবে… তাই যত খুশি ততো ১৫৮ নাম্বারে ফোন দিবেন (ফ্রী)!!! দিন রাত যে কোন সময়… যেকোন অপারেটরের নাম্বার থেকে… তাই আমি এখন আর ১২১ নাম্বারে ফোন করি না… ১২১ নাম্বারে লাইন প্রায় সব সময় ব্যস্ত থাকে, টাকার মতো টাকা যায়… তাই এখন ১৫৮ নাম্বারই আমার ভরসা… আপনারাও ১৫৮ নাম্বারে খুব বেশি, বেশি ফোন দিবেন। (মাগনা বলে কথা)!!! বাঙালী মাগনা পেলে আলকাতরা নেওয়ার জন্য ৪০০ টাকা দামের লুঙ্গি নষ্ট করে!!!

সিটিসেল ZTE AC2726 মডেলের মডেম কি আনলক করে অন্য অপারটের ব্যবহার করা যাবে কিভাবে…..? বলবেন কেউ প্লিজ

    ভাই সিটিসেল GSM সার্ভিস প্রোভাইড করে না। তাদের নেটওয়ার্ক CDMA টেকনোলজির। তাই বাংলাদেশে আর কোন CDMA অপারেটর না থাকায় Zoom মোডেম কেবল সিটিসেলেই ব্যবহার করা যাবে।

রবি ১৯৯৯/= মডেমটিতে কি অন্য সিম ইউজ করা যায়। রবির স্পিড কেমন? Vodafone ZTE K3565-Z মডেমটি কি আনলক করা সম্ভব?

সফটওয়্যার টির জন্য ধন্যবাদ।

Found modem : MF180
IMEI : 355291040255024
Firmware : 180V1.0.0B06
SIM Lock status : unknown(read failed)

    অনুগ্রহ করে আপনার অপারেটরের সিম কার্ডটি বদল করে অন্য অপারেটরের সংযোগ ব্যবহার করে কাজটি করুন। আশা করি সমাধান পাবেন।

ভাই আমার উপরের মত লেখা আসে কি করব?

Level New

সিটিসেল ZTE হলে ভালো হত ।

অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য । আমার কাজে দেবে সফটওয়্যার টি।

ধন্যবাদ,কাজের সফটওয়্যার ।

ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আর একটি কথা জানার ছিল! একবার একটি Grameen সিম Unlock করলে, তারপর অন্য Grameen Sim use করার সময় কি আবার Unlock করতে হবে? নাকি একবার Grameen Sim Unlock করলে সব Grameen ই Unlock হয়ে যাবে?
ধন্যবাদ…।

Level 0

gp er unlock soft nei

    ভাই আসলে জিপি রবি বা বাংলালিংক বলে কথা নয় আপনি সফ্‌টওয়্যারটির ড্রপডাউন মেনুর সকল কোম্পানির মোডেম আনলক করতে পারবেন। ধন্যবাদ। (যেমনঃ ZTE,HUAWEI)

পরিবর্তন করে ফেলুন বাংলালিঙ্ক ডিফল্ট কানেকশন মেনেজার স্কিন
http://forum.projanmo.com/topic29740.html

ভাই্য়া বাংলালিংক এর স্পিড টা এলাকা নির্ভর। আমি ২৫-২৯ পাই সবসময়। তাই কেনার আগে চেক করে নেওয়া উচিত আপনার এলাকায় কেমন পায়।

Level 0

চমৎকার পোস্ত। ভালো লাগল।
এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি দেশের বাইরে আছি।আমি এখানে যে ইন্টারনেট মোডেম ব্যাবহার করি সেটা কি এই পদ্ধতিতে আনলক করে দেশে ফিরে যেকোনো কম্পানির সিম ব্যাবহার করে ইন্টারনেট কানেকশন পাবো ?
প্লিজ উত্তর জানাবেন।

    @drelahi: জ্বী যদি কোন ডায়াল আপ মডেম হয় তাহলে অভিযাত্রী ভাইয়ের নিয়মে চালাতে পারবেন 🙂

দারুন বস

Level 0

এক খান মডেম লইয়্যা বিপদে আছি, কোন ভাবেই লক খুলতে পারছিনা
পাসওর্য়াড দিয়া ডুকছি তয় কোন নেটওয়ার্ক আসেনা…

কেউ একটু আনলক করার উপায় কইবেন…..কসম চট্টগ্রাম আগ্রাবাদ এ বুফে খাওয়ামু

Name of Brand : ZTE Corporation
Model : MF180S
Operator Name ; etisalat
Made By : China
IMEI : 353582045234671
EAN : 6934933017900
TYPE : HSPDA USB Stick

Level 0

DC-unlocker a suport korena

Level 0

ধন্যবাদ আপনাকে, এরকম অসাধারণ একটাপোস্ট শেয়ার করার জন্য। আমি সাভারে থাকি। বাংলালিংকে বেশিরভাগ সময় ৫ কেবিপিএস পাই। তাই এইরকম একটা পোস্ট দরকার ছিল। আবারও ধন্যবাদ আপনাকে।

ইস কি বলে যে ধন্যবাদ দেব ভাই দারুন উপকার করলেন +++++++++++

Accha , ami ki blink er modem ta unlock kore Teletalk er 3g internate facility upovog korte parbo ?
Janale khub valo hoto .

Level 0

vai amar ta honda, model mw833up
kintu upnar dewa dc unlocker diye scn korle bole unknow. vai jodi bolten kew ki vabe unloc korbo

ধন্যবাদ