ফোল্ডার আইকন যে কারনে পরিবর্তন করবেন

প্রথমে আগে নিচের ছবিটি লক্ষ্য করুন৷ উইন্ডোজ এক্সপির চির পরিচিত ফোল্ডার-ফাইল ভিউ এক্সপ্লোরার উইন্ডো৷ চির পরিচত বলার কারন, হলুদ রংয়ের ফোল্ডারগুলো৷ আর এগুলোকে নিয়েই আমার এই পোস্ট৷

S1

আপনাদের মনে থাকার কথা, বছর কয়েক আগে এক ধরনের ভাইরাস আবিষ্কার হয়েছিল যেগুলো দেখতে হুবুহু এই হলুদ রংয়ের ফোল্ডারগুলোর মতো৷ সেই ভাইরাস গুলো নরমাল বা হিডেন হয়ে থাকত৷ বিশেষ করে প্রতিটি ফোল্ডারের ভিতর একই নামে এই ভাইরাস একটি EXE ফাইল তৈরি করত, এবং সেগুলোর আইকনও হলুদ রংয়ের৷ অনেক সময় ভুলে আমরা সেই ভাইরাস EXE ফাইলগুলোকে কোনো ফোল্ডার ভেবে ওপেন করার চেষ্টা করে বিপদ ডেকে এনেছি৷ আমার যতদূর মনে পড়ে সেগুলো ছিল New Folder, Data, Administrator ইত্যাদি ইত্যাদি নামে৷ এখনও এধরনের নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে৷ এবং আইকন দেখতে পূর্বের সেই হলুদ রংয়ের ফোল্ডারগুলোর মতো৷

ধরে নিচ্ছি আপনি ভালো কোনো এন্টিভাইরাস ব্যবহার করেন৷ কিন্তু যারা ব্যবহার করেন না বা সময়মতো আপডেট করেন না, তারা৷ দূর্ঘটনার মা-বাপ নেই৷ তাই একটু সাবধানতা অবলম্বন করতে ক্ষতি কী৷ আপনি যদি আপনার ফোল্ডারগুলোর আইকন পরিবর্তন করে রাখেন, তাহলে এ ধরনের পরিস্থিতি আসা মাত্রই আপনি বুঝতে পারবেন এবং সমস্যার সমাধানও করতে পারবেন৷

আমি উইন্ডোজ এক্সপি ব্যবহার করি৷ ভিসতা ইনস্টল না থাকার কারনে টেস্ট করতে পারিনি৷ যারা ভিসতা ব্যবহার করেন তার এই পদ্ধতি ব্যবহার করে সফল হলে মন্তব্য করবেন৷ উইন্ডোজ ৯৮/এমই/২০০০-এ এটি সফলভাবে কাজ করে৷

Untitled-1

এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে - Microangelo98

কিভাবে কাজটি করবেন -

সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন৷ এরপর Microangelo 98 ফোল্ডারের ভিতর থেকে muengnr.exe ফাইলটি রান করুন৷ System, Desktop, Start ইত্যাদি ট্যাব মেনু থেকে Folder‍-এ ক্লিক করুন৷ এখন Closed Forlder অপশনে ক্লিক করে Change-এ ক্লিক করুন৷ তারপর ব্রাউজ করে দেখিয়ে দিন পিসিতে সেইভ করা কোনো আইকন ফাইল (*.ico)৷ আমি স্যাম্পল হিসেবে দুটি ফোল্ডার আইকন সাথে দিয়েছি৷

এই সফটওয়্যারটি দিয়ে আপনি আরো বেশ কিছু কাজ করতে পারবেন৷ সেগুলো নিজেরাই করে নিন৷ ফোল্ডার আইকন পরিবর্তন করার জন্য আপনি আরো অনেক সফটওয়্যার পাবেন৷ যাই ব্যবহার করুন না কেন, আইকনটি পরিবর্তন করে রাখুন৷

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

বুঝলাম

ভালো একটা বিষয় উপস্থাপন করেছেন ভাই । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।……………………………………….!

কালার চেঞ্জ না করেও ফোল্ডার দেখেই এই ভাইরাস চেনা যায়। কারন ভাইরাস ফোল্ডারগুলোর একটা ছায়া পড়ে এবং চারপাশে সমান হয় না।

শাকিল ভাই, তারপরও আমরা অনেকই এই ভুল করে বসি। আর সেজন্যই আমার এই টিউন।