প্রথমে আগে নিচের ছবিটি লক্ষ্য করুন৷ উইন্ডোজ এক্সপির চির পরিচিত ফোল্ডার-ফাইল ভিউ এক্সপ্লোরার উইন্ডো৷ চির পরিচত বলার কারন, হলুদ রংয়ের ফোল্ডারগুলো৷ আর এগুলোকে নিয়েই আমার এই পোস্ট৷
আপনাদের মনে থাকার কথা, বছর কয়েক আগে এক ধরনের ভাইরাস আবিষ্কার হয়েছিল যেগুলো দেখতে হুবুহু এই হলুদ রংয়ের ফোল্ডারগুলোর মতো৷ সেই ভাইরাস গুলো নরমাল বা হিডেন হয়ে থাকত৷ বিশেষ করে প্রতিটি ফোল্ডারের ভিতর একই নামে এই ভাইরাস একটি EXE ফাইল তৈরি করত, এবং সেগুলোর আইকনও হলুদ রংয়ের৷ অনেক সময় ভুলে আমরা সেই ভাইরাস EXE ফাইলগুলোকে কোনো ফোল্ডার ভেবে ওপেন করার চেষ্টা করে বিপদ ডেকে এনেছি৷ আমার যতদূর মনে পড়ে সেগুলো ছিল New Folder, Data, Administrator ইত্যাদি ইত্যাদি নামে৷ এখনও এধরনের নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে৷ এবং আইকন দেখতে পূর্বের সেই হলুদ রংয়ের ফোল্ডারগুলোর মতো৷
ধরে নিচ্ছি আপনি ভালো কোনো এন্টিভাইরাস ব্যবহার করেন৷ কিন্তু যারা ব্যবহার করেন না বা সময়মতো আপডেট করেন না, তারা৷ দূর্ঘটনার মা-বাপ নেই৷ তাই একটু সাবধানতা অবলম্বন করতে ক্ষতি কী৷ আপনি যদি আপনার ফোল্ডারগুলোর আইকন পরিবর্তন করে রাখেন, তাহলে এ ধরনের পরিস্থিতি আসা মাত্রই আপনি বুঝতে পারবেন এবং সমস্যার সমাধানও করতে পারবেন৷
আমি উইন্ডোজ এক্সপি ব্যবহার করি৷ ভিসতা ইনস্টল না থাকার কারনে টেস্ট করতে পারিনি৷ যারা ভিসতা ব্যবহার করেন তার এই পদ্ধতি ব্যবহার করে সফল হলে মন্তব্য করবেন৷ উইন্ডোজ ৯৮/এমই/২০০০-এ এটি সফলভাবে কাজ করে৷
এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে - Microangelo98
কিভাবে কাজটি করবেন -
সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন৷ এরপর Microangelo 98 ফোল্ডারের ভিতর থেকে muengnr.exe ফাইলটি রান করুন৷ System, Desktop, Start ইত্যাদি ট্যাব মেনু থেকে Folder-এ ক্লিক করুন৷ এখন Closed Forlder অপশনে ক্লিক করে Change-এ ক্লিক করুন৷ তারপর ব্রাউজ করে দেখিয়ে দিন পিসিতে সেইভ করা কোনো আইকন ফাইল (*.ico)৷ আমি স্যাম্পল হিসেবে দুটি ফোল্ডার আইকন সাথে দিয়েছি৷
এই সফটওয়্যারটি দিয়ে আপনি আরো বেশ কিছু কাজ করতে পারবেন৷ সেগুলো নিজেরাই করে নিন৷ ফোল্ডার আইকন পরিবর্তন করার জন্য আপনি আরো অনেক সফটওয়্যার পাবেন৷ যাই ব্যবহার করুন না কেন, আইকনটি পরিবর্তন করে রাখুন৷
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বুঝলাম