টেকটিউনস এ এটা আমার প্রথম পোস্ট। কি নিয়ে টিউন করা যায় চিন্তা করছি। আচ্ছা ফেসবুক নিয়ে ছোট একটা টিঊন দিয়ে শুরু করি।
ফেসবুকের নতুন আপডেটগুলো মাঝে মাঝে খুবই বিরক্তির কারন হয়ে দাড়ায়। আগে চ্যাট করার জন্য ইচ্ছেমত ফ্রেন্ডলিস্ট করে তাদের সাথে চ্যাট করা যেত। কিন্তু নতুন চ্যাট বক্সে সব লিস্টের ফ্রেন্ডদের নাম দেখায় যা খুব বিরক্তিকর।
অবশেষে এর থেকে বেরিয়ে আসার পথ পেলাম।
১) যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এই অ্যাডঅনটি ইন্সটল করুন।
২) যারা গুগল ক্রোম ব্যবহার করেন তারা এই এক্সটেনশনটি ইন্সটল করুন।
৩) যারা অ্যাপল সাফারী ব্যবহার করেন তারা এই অ্যাডঅনটি ইন্সটল করুন।
উপভোগ করুন পুরোন চ্যাটবার। চাইলে নতুন চ্যাটবারটিতেও ফিরে আসতে পারেন। এই সুবিধাও পাবেন চ্যাটবক্সে।
শুভ ব্লগিং।
আমি দিপাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খাই আর ঘুমাই ... মাঝে মাঝে পিসিটার সামনে বইসা খুটখাট ও করি।
10 x