আপনার ব্লগের লেখা চুরি হয়ে যায় ? এখন থেকে তালা মেরে রাখুন । সবার জন্য তালা ফ্রী !!

আপনি অনেক কস্ট করে আপনার ব্লগ এ ১টা পোস্ট দিলেন কিন্তু ২/১ দিন পরে দেখলেন আপনার লেখাটা কেউ চুরি করে তার নিজের অথবা অন্য কোন ব্লগ এ পেস্ট করে দিয়েছে আপনার অনুমতি ছাড়া,  এমন কি মূল লিঙ্ক টাও দেয় নাই তখন আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব খারাপ লাগবে । অনেকেই হয়ত ভাবেন যদি আমার ব্লগ এর লেখা চুরি করা রুধ করা যেত তাহলে খুব ভাল হত ।  যারা এমন চিন্তা করছেন তাদের জন্যই আমার আজকের এই টিউন ।  এখন থেকে আপনি আপনার ব্লগ এর লেখাকে তালা মেরে রাখতে পারবেন আমি আপনাদেরকে বিনা মুল্লে তালা সরবরাহ করব ।     এখানে গিয়ে দেখুন আপনি কোন লেখা সিলেক্ট করতে পারবেন না থিক এই রকম আপনার ব্লগ টাও copy protected হয়ে যাবে তার জন্য যা করতে হবে প্রথমে নিছের কোড গুলু কপি করে নিন ।


<?php
 }
 // no selection header - now your content is protected from copy and paste guys
 function copyprotect_no_select()
 {
 ?>
 <script type="text/javascript">

function disableSelection(target){
 if (typeof target.onselectstart!="undefined") //For IE
 target.onselectstart=function(){return false}
 else if (typeof target.style.MozUserSelect!="undefined") //For Firefox
 target.style.MozUserSelect="none"
 else //All other route (For Opera)
 target.onmousedown=function(){return false}
 target.style.cursor = "default"
 }
 </script>
 <?php
 }
 // no selection footer
 function copyprotect_no_select_footer()
 {
 ?>
 <script type="text/javascript">
 disableSelection(document.body)
 </script>
 <small>Copy Protected by <a href="http://www.swaponmahmud.cu.cc/" target="_blank">SWAPON</a></a>.</small>
 <?php
 }
 // tuning your wp-copyprotect
 function copyprotect_options_page()
 {
 ?></?php
 }
 ></?php
 }
 ></?php
 }
 >

এবার আপনার blogger e login করুন তারপর design এ জান এবার add a gadget এ ক্লিক করুন তারপর javascript/Html সিলেক্ট করুন এবং code টা পেস্ট করুন তারপর save এ ক্লিক করুন এবার দেখুন আপনার ব্লগ copy protected হয়ে গেছে । কার কেমন লাগ্ল জানাবেন ।

সময় পেলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসতে পারেন আর আমাকে উপদেশ দিতে পারেন কারন আমি ব্লজ্ঞিং এ নতুন কিছুই পারিনা আপনাদের সবার সাহায্য চাই

আর TECHTUNES Moderator দের প্রতি অনুরুধ আমার অ্যাকাউন্ট এ কয়েক টা ড্রাফ্‌ট ভুলে সেভ হয়ে গেছে যে গুলু আমি ডিলিট করতে পারছিনা দয়া করে এই ড্রাফ্‌ট গুলু ডিলিট করে দিবেন এগুলু আমার কাছে ঝামেলা মনে হয় ।

পূর্বে এখানে প্রকাশিত

Level 0

আমি স্বপন মাহমোদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 676 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝি নাই ভাই, add a gadget এ ক্লিক করে code টা কোথায় পেস্ট করব? এখানে তো বিভিন্ন gadget এর লিস্ট আসে।

vai taoo copy korar 1ta nioom ache,

ভাই আপনি নিজেই তো অন্যের লেখা আপনার ব্লগে প্রকাশ করেছেন। search everything নিয়ে আপনি যে পোষ্ট দিয়েছেন, সেটি কি আপনার নিজের লেখা? যদি আপনার লেখা না হয় তাহলে আপনিই তো একজন চোর!!!
বিস্তারিত https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/64911/

    মালেক ভাই এটা কি বলেন সবাই ভাই ভাই না। 😀 😀

      @ রায়হান ভাইঃ——— পোস্ট দিয়ে আপনাদের হাসির পাত্র হয়ে গেলাম তাই না ??????? আমাকে আপনারা জোঁকার মনে করেন তাই না । যে যাই মনে করুক না কেন তাতে আমার কিছু যায় আশেনা কারন আমি এখানে বিনা লাভ এ পোস্ট দিয়ে যাই দিয়ে জাব।

      আপনি কি বলেন না ভাই আমি আপনার দলে আপনি আমাকে এমন মনে করলেন ।এটা ঠিক বলেন ?????????

    @ মালেক ভাইঃ—- ভাই আপনি আমাকে চোর বলেছেন তাতে আমার কোন দুঃখ নাই । দুঃখ এই জন্য যে আপনি না বুজে আমাকে চোর বলেছেন। কারন হাসান জুবাইর এর লেখার সাথে আমার লেখার কোন মিল নাই । কারন আমি যা লিখেছি তার সব তাই নিজে কষ্ট করে লিখে তারপর পোস্ট দিয়েছি । ১ টা সফটওয়্যার নিয়ে যে কেউ তার ইচ্ছা মত লিখতে পারে যেমন tt তে IDM নিয়ে অনেকেই অনেক ভাবে পোস্ট দিয়েছে এই রকম অনেক পোস্ট আছে । আচ্ছা আমরা যদি পরিক্ষা দিতে যাই তাহলে সবাইকে ত ১ প্রশ্নই দেয়া হয় তখন যে জার ইচ্ছা মত answer লিখে তাই বলে কি সবাই পরিক্ষায় নাম্বার পায় না? প্রস্ন রেখে গেলাম আশা করি উত্তর দিবেন । আর আপনারা আমাদের বর ভাই আপনারা যদি না বুঝে কথা বলেন তাহলে আমরা ছোটরা কি করব বলেন । আমি আশা করি আপনি পরবর্তীতে আর কাউকে না বুঝে গালি দিবেন না । আমি চাইলে আপনার কমেন্ট টা ডিলিট করে দিতে পারতাম কিন্তু আমি সেটা করবনা ।

Level 0

vai jara chori kore tader kase ai sob churi kora kono baypar na. ( ctrl+u ) dile sob kisu bahir hoiya jay. joto boro coding use kora hokna keno. sob nari vuri bahir hoiya jabe.

    যাই হোক এই পোস্ট দিয়ে ত আপনার কাছ থেকে ctrr+u এর বেপার টা জানলাম যা আমার জানা ছিলনা অনেক ধন্যবাদ :d:d:d:d:d

😀 Ami erokom doroner tips chaisilam but eta dekhi kaje asbena……..

    আরে ভাই এটা দিলে আপাতত কপি করতে ১ টু কষ্ট করে কপি করতে হবে

Level 0

ভালই তো কাজ করল!!!

এট কোড থাকা সততেও কপি করা যায় :p

আপনার ব্লগ থেকে কপি মারলাম। 😀
<blockquote>যারা উইন্ডোজ 7 উইস করেন তাদের ১ তা সমস্যা হল ল্যাপটপ এ ওয়েবক্যাম পায় না অথচ ওয়েব এ ঠিকই পায় জাদের এই সমস্যা আছে তারা এখন থেকে খুব সহজে আপনার ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন চলু কথা না বারিয়ে কাজে যাই প্রথমে এখান থেকে ছোট্ট সফটওয়্যার তা ডাউনলোড করে নিন মাত্র ১ এমবি </blockquote>

    পেজ সেভ করলেই তো পুরা সোর্স হাতের নাগালে 😀

      কিন্তু ভাই আমি ত পেজ সেভ করেও কপি করতে পারলাম না উপায় টা বলবেন কি???

      নারে ভাই, আমার সেভ করার দরকার হয় নাই। ব্রাউজার দিয়ে ঢুকলাম, লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করলাম তারপর এখানে এনে পেস্ট করে দিলাম।
      সোর্স ওপেন করারও দরকার হয় নাই। 😀

ভাটিয়ে দিলেন ভাই আনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

Level 0

html a kara jaba ? ?

আপনি যে code টা দিয়েছেন সেটা PHP ব্যবহার করে আর এটা শুধুমাত্র wordpress দিয়ে তৈরী সাইটে কাজ করবে | যে সাইট php দিয়ে তৈরা না বা wordpress ব্যবহার করা হয়নি সেখানে এটা কাজ করবেনা |

সর্বোপরি, কিছু করেই কপি পেস্ট ঠেকানো যাবেনা |

    হে এটা মুলত wordpress এর জন্যই তইরি করা কার লাগ্লে বলবেন wordpress এর টাও দিয়ে দিব তবে ব্লগার এ কাজ করে জদিও চুরি করলে ঠেকানো সম্ভব না ।

সবার উদ্দেশে বলি শহরে কিন্তু প্রত্তেক বারিতেই দারুয়ান থাকে sequrity camera থাকে তারপরেও বারিতে চুরি ডাকাতি হয় । চুরের যদি চুরি করার ইচ্ছা থাকে তাহলে কোন ভাবেই তাকে আটকানো যায় না তবুও ত সবাই বারিতে দারুয়ান ক্যামেরা লাগায় এটাও সেই রকম মনে করেন তাহলেই ত আর কোন ঝামেলা নাই

Level 0

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

vai amar Techtunes profile e pic kivabe add korbo, kao janaben plz. thanks in advance

vai profile picture add korar jonno http://www.gravatar.com e jan tarpor registration korun complete hole sekhane chobita upload kore den taholei apnar chobita automatic ekhane eshe jabe

Level 0

ata remove korbo kivabe? plz inform

Level 0

ata remove korbo kivabe?

Level 0

ভাই WordPress এর টা দরকার, এবং কিভাবে install দিতে হয়, তার ধারাবাহিক ছবি সহ দিলে বড়ই উপকৃত হবো।

w8 koren ami apnake pore ditesi link soho

Level 0

ki vai, copy to mkora jaitase..

জব্বর একটা টিউন হইল। আপনাকে অশেষ ধন্যবাদ।
আমার ব্লগে আমি এইটা এপ্লাই করেছি। তারপর থেকে কিছুতেই কপি/পেষ্ট করা যাচ্ছে না। আমি source code *.html দিয়েও সেভ করে দেখলাম, কিন্তু কিছুতেই কপি হচ্ছে না।
কিন্তু উপরে ভাইয়ারা যে বললেন, “সর্বোপরি, কিছু করেই কপি পেস্ট ঠেকানো যাবেনা ” । অথচ আমি কিছুতেই কপি/পেষ্ট করতে পারছি না আমার ব্লগ থেকে। আমার ব্লগটি হল : http://fornewusers.blogspot.com/
একটু জানালে খুশি হব!

Level 0

ভাই এটা সত্যি কাজ করসে। থাঙ্ক ইয়উ অনেক অনেক। হা হা হা

Unique Gifts

thanks vi .aro kisu asa amar blog a http://www.amarvubon99.blogspot.com/

ধন্যবাদ, সুন্দর টিউন