আপনার ওয়েবসাইট আইফোনে কেমন দেখায়।

প্রথমে সবাইকে স্বাগতম। এটি আমার প্রথম টিউন টেকটিউনে। কোন ভুল থাকলে ক্ষমা প্রাথী।

আমারা সাধারনত চাই সবাই আমাদের সাইট ভিজিট করুক কিন্তু সবার পক্ষে আইফোন বা এনড্রয়েড কিনে বা এনে টেষ্ট করা সম্ভব হয়না। যদি এমন কিছু থাকে যা দিয়ে আমি পিসি তেই তা করতে পারি তবে কেমন হয়।

আনেক দান গুগুলি করার পর আমি একটি সহজ এবং আসাধারন সফটয়্যার পাই যা আজ আপনাদের সাথে সেয়ার করবো।

এর নাম iBBDemo2. এটি দিয়ে আপনি সহজে আপনার সাইট দেখতে পারবেন আইফোন এবং আইপেডে আপনার সাইট কেমন দেখা যায়।

Iphone Emulaton (1)

এই সফটয়্যার টি চালানোর জন্য আপনার এডোব এয়ার দরকার হবে। ডাউনলোপ করুন এখান থেকে। এর পর সফটয়্যারটি ডাউনলোড করুন এখান থেকে।

এটি একটি ফ্রি ইউটিলিটি। এটি চালু করলে আপনি আইপেড ভিউ পাবেন। এখানে কিছু কমান্ড দেয়া আছি যার দারা আপনি এটিকে আইফোন এবং আইপেডে রুপান্তর করতে পারবেন।

এড্রেস বার দেথার জন্য CTRL+D চাপুন।

আমি কিছু কমান্ড এখানে দিয়ে দিচ্ছি।

FunctionKey Combo
Activate iPad SimulationCTRL-1
Activate iPhone SimulationCTRL-2
Change OrientationCTRL-RIGHT/LEFT Arrows
Zoom inCTRL +
Zoom outCTRL -
Scroll ContentMouse wheel or click on content and use arrow keys
Enable/Disable Flash Support (defaults OFF)CTRL-SHIFT-F **Experimental/Flaky feature 🙂
iPhone - Show Address BarMouse over the top of the phone
iPhone - Toggle Address BarCTRL-D
আমার সাইট আইফোন অপটিমাইজ করা আছে, মানে আমার সাইট নরমাল ব্রাউজারে একরকম এবং আইফোন আন্যরকম দেখাবে (এড্রয়েড ফোনেও আইফোনের মত দেখাবে।)
আমার সাইট জুমলা দায়ে তৈরী করা এবং একটি প্লাগইন দিয়ে এটি আইফোন কর্ম্পটিবর করা হয়েছে।
যদি কেহ চান তার সাইট ও এমন করবেন তাহলে আওয়াজ দিন। ধন্যবাদ।

Md. Riaz Uddin Masum

Web Master

Activelava.net

[email protected]

My profiles: Facebook Flickr Twitter Google Plus
Contact me: Google Talk masumcis Skype masumonline MSN masum98 Y! messenger masumnz

TwitterLatest tweet: Google Buys Motorola For A Staggering $12.5 Billion, Here’s Why http://t.co/7LpMZL0 via @TaimurAsad

  Get this email app!  

Level 0

আমি রিয়াজ উদ্দিন মাসুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.activelava.net


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vaai amar iphone nai to age kini tarpor janabo tune kemon holo