নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার মেগাআপলোড অ্যাকাউন্টকে প্রিমিয়াম বানিয়ে নিতে পারেন । এছাড়া একাই সাথে মেগাপিক্স, মেগাভিডিও অ্যাকাউন্টটিও প্রিমিয়াম যাবে স্বয়ংক্রিয় ভাবে ।
১। যদি আপনার কোন মেগাআপলোড অ্যাকাউন্ট না থাকে তবে মেগাআপলোড এ যেয়ে একটি ফ্রি মেগাআপলোড অ্যাকাউন্ট তৈরি করে নিন ।
২। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড কৃত ফাইলের ভিতর থেকে মেগাকী অ্যাপ্লিকেশানটি ইন্সটল করুন ।
৩। যদি আপনি ফায়ারওয়াল ব্যহার করে থাকেন তবে ইন্সটল করার পর অ্যাপ্লিকেশানটিকে ইন্টারনেট ব্যবহার করার অনুমতি দিন ।
৪। টাস্ক বারের নোটিফিকেশন এরিয়া থেকে মেগাকী আইকনের উপর রাইট বাঁটন ক্লিক করুন এবং মেগাকী বেনিফিটস বেছে নিন ।
(((বিশেষ দ্রবস্টঃ ৪ নং ধাপ অনুসরণ করার পূর্বে আপনার ফ্রি মেগাআপলোড অ্যাকাউন্টটি লগইন করে রাখুন আপনার ফায়ারফক্স ব্রাউসারে । )))
৫। এখন সামনে আসা মেগাকী বেনিফিটস ফর্মটি আপনার ইচ্ছামত যেকোন তথ্য দিয়ে পূরণ করুন ।
তথ্য পূরণ করার পর আপনি একটা মেসেজ পাবেন যে এটা ২৪ঘন্টা এর ভেতর হয়ে যাবে ।
৬। আপনার কাজ শেষ । এখন অপেক্ষা করতে হবে । প্রিমিয়াম মেম্বার হয়ে যেতে পারেন যেকোন সময়ে (এটা নির্ভর করছে মেগাআপলোডের সার্ভার-এর উপর) ।
৭। আমি জানি, আপনারা এটা সঙ্গে সঙ্গে পেতে চাইবেন । কিন্তু এটা তৈরি হতে একটু সময় লাগে ।
প্রিমিয়াম পাবেন প্রতিদিনঃ
বাংলাদেশ সময়ঃ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?z9y2up29uikzo44
১ জিবি স্পেস সহ ফ্রি ওয়ার্ডপ্রেস খুলতে পারেন বাংলাস্পট .কম -এ
যদি কোন সমস্যা হয় বলবেন সমাধান করার চেষ্টা করবো ।
আমি শাওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
শেয়ার করার জন্য ধন্যবাদ।