আমরা গত এক পোষ্টে পিসি দ্রুত shutdown এর সম্পর্কে জেনেছি । কিন্তু এর চেয়েও ১০x দ্রুত পিসি Shutdown , Restart , Standby করা সম্ভব । প্রথমে ctrl + alt + del একসাথে চাপুন । Windows task manager আসবে । সেখানে shutdown অপসনে ক্লিক করুন । সেখানে Shutdown , Restart , Standby তিনটি অপসন পাবেন এখন যদি পিসি shutdown দিতে চান তাহলে Ctrl চেপে Turn Off এ ক্লিক করুন দেখুন ২ সেকেন্ডের মধ্যে পিসি shutdown হবে ।
সুতরাং উপভোগ করুন দ্রুত পিসি Shutdown , Restart , Standby . সকলকে ধন্যবাদ............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
অনেক আগেই জানতাম নতুন কিছু চাই …. যারা জানে না তাদের কাজে আসবে ….. ধন্যবাদ।