প্রিয় টেকটিউনস কমিউনিটি, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরে মতো আজকেও নিয়ে চলে এলাম নতুন কিছু নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
শুরুর কথাঃ
একটা সময় ছিলো যখন আমাদের রেজাল্ট আনতে স্কুলে গিয়ে এত্তবড় লাইনে দাড়াতে হতো। কিন্তু এই ডিজিটাল যুগে আমরা ঘরে বসেই পেয়ে যাচ্ছি রেজাল্ট। আজকে আপনাদের বলবো কিভাবে ইন্টারনেট থেকে মাত্র ২ মিনিটেই বের করবেন রেজাল্ট। আপনাকে জানতে হবে শুধু রোল আর রেজিস্ট্রেশন/আইডি নম্বর। প্রথমে বলি কোন কোন শ্রেনীর রেজাল্ট বের করতে পারবেন আজকের টিউনটি পড়ে।
যে যে শ্রেনী রেজাল্ট বের করতে পারবেন আজকের টিউন থেকেঃ-
- প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
- HSC/Alim/Equivalent
- JSC/JDC
- SSC/Dakhil
- SSC(Vocational)
- HSC(Vocational)
- HSC(BM)
- Diploma in commerce
- Diploma in business stadies
এত্তক্ষন বললাম কোন কোন শ্রেনীর রেজাল্ট বের করতে পারবেন। এখন বলবো কিভাবে বের করতে হবে যে কোন শ্রেণীর রেজাল্ট।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার রেজাল্ট দেখার নিয়মঃ
প্রাথমিক শিক্ষা বলতে আমরা বুঝি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষা। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে শুধু একটা বোর্ড পরিক্ষা হয় সেটা হলো প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। আজকে আমি আপনাদের কে বলবো প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার রেজাল্ট বের করার যে নিয়মটা বলবো সেখান থেকে আপনি তিন ভাবে রেজাল্ট পাবেন। সেগুলো হলোঃ রোল ভিত্তিক একক ফলাফল, আইডি নং ভিত্তিক একক ফলাফল এবং বিদ্যালয় ভিত্তিক ফলাফল। তাহলে চলুন কিভাবে বের করতে হবে জেনে নিই।
- প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নিচের ছবির মতো একটি পেইজ আসবে।
- উপরের ছবিতে দেখানো “নির্বাচন করুন” অপশনটিতে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন লেখা আছে, “রোল ভিত্তিক একক ফলাফল”, “আইডি নং ভিত্তিক একক ফলাফল”, “বিদ্যালয় ভিত্তিক ফলাফল” এখান থেকে আপনি যেভাবে রেজাল্ট বের করতে চান সেখানে ক্লিক করুন। আমি রোল ভিত্তিক একক ফলাফলে ক্লিক করলাম। তারপর নিচের ছবির মতো একটা পেইজ আসবে।
- উপরের ছবিতে দেখানো যেই ইস্কিনশট আছে সেখানে আপনার তথ্য দিতে হবে। যেমন, প্রথমে যে তথ্যটটা দিতে হবে তাহলো আপনি কি স্কুলের রেজাল্ট বের করতে চান নাকি মাদ্রাসার রেজাল্ট বের করতে চান? আপনি যদি স্কুলের রেজাল্ট বের করতে চান তাহলে “পরিক্ষার নাম” এর পাশে নির্বাচন করুন অপশনে ক্লিক করে “প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা” সিলেক্ট করুন আর যদি মাদ্রাসার রেজাল্ট বের করতে চান তাহলে “ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা” সিলেক্ট করুন। তারপর আপনাকে দিতে হবে পরিক্ষার সন। আপনি যে সালের রেজাল্ট বের করতে চান তা সিলেক্ট করুন। এভাবে আপনার বিভাগ, জেলা, উপজেলা/থানা এবং রোল নম্বার সিলেক্ট করুন। আর হ্যাঁ, অবশ্যই রোল নম্বর ইংরেজিতে দিবে। আমি আপনাদের বুঝানোর জন্য নিচের ছবিতে তথ্য পূরণ করে দেখালাম।
- আপনার সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনি “সমর্পন করুন” অপশনে ক্লিক করুন। তাহলেই চলে আসবে আপনার রেজাল্ট। নিচে একটা রেজাল্ট বের করে দেখালাম।
প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
অফিসিয়াল ওয়েবসাইট @ প্রাথমিক/ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর রেজাল্ট দেখার নিয়মঃ
- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর রেজাল্ট দেখার জন্য প্রথমে এখানে ক্লিক করুন। তারপর নিচের ছবির মতো একটা পেইজ আসবে।
- উপরের ছবিতে দেওয়া লাল বক্স গুলোর তথ্য আপনাকে দিতে হবে। যেমন, “Examination” আপনি কোন শ্রেণীর রেজাল্ট বের করতে চান তা Examination এ সিলেক্ট করুন। এভাবে Year, Board, Roll এবং Reg: No সিলেক্ট করুন। Reg: No হলো রেজিস্ট্রেশন নং। রোল এবং রেজিস্ট্রেশন নং অবশ্যই ইংরেজিতে দিবেন। তারপর যেই বিষয় টা আসে তাহলো আপনাকে দুটি সংখ্যার যোগফল বসাতে হবে। যেমন, উপরের ছবিতে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 9+3= তারপর একটা বক্স আছে, এই বক্সে 9+3 এর যোগফল বসাতে হবে। এই 9+3= এর জায়গায় যেকোন সংখ্যা থাকতে পারে। আপনাদের সুবিধার্থে আমি নিচের ছবিতে দেখিয়ে দিলাম কিভাবে পূরণ করতে হবে।
- উপরের ছবির মতো পূরণ হয়ে গেলে Submit অপশনে ক্লিক করুন। তাহলেই চলে আসবে আপনার রেজাল্ট।
মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইট @ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড বাংলাদেশ
শেষ কথাঃ
আশাকরি উপরের দেখানো নিয়ম অনুযায়ী যেকোন বোর্ড পরিক্ষার রেজাল্ট বের করতে পারবেন। যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টেউমেন্ট/টিউমেন্ট করুন।