সবাই কেমন আছে ? আশা করি সবাই ভালই আছেন।আজ অনেক ছোটো জিনিস শিয়ার করতেছি।তাই প্রথমেই বলে নিচ্ছি এটা যাদের জানা আছে তাদের জন্য না।এটা শুধু নতুন দের জন্য। আমার আজকের বিষয় হল,আমরা যার কম্পউটার ব্যবহার করি তদের আনেক সময় দরকার হয় এ জিনিটা কি ফরমেটের যেমন:.mp3 .mp4 .avi .exe ইত্যাদি।তো চলুন কাজের কথায় যায়।
My Computer ওপেন করুন।এবং নিচের ছবি গুলা দেখুন.....
টিকটা তুলে দিয়ে ok করুন বাস আপনা কাজ শেষ।
আমি Abu Raihan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 253 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজে জানুর অন্যকে জানান।আমাকে ফেসবুকে পেতে-http://www.facebook.com/raihan.ikbal আমার সাইট-www.tunesadda.blogspot.com বা আমার কাছে ফোন করতে +8801712195668 নাম্বারে ডায়াল করুন।
অনেকেই এটা জাননেন না ।তাদের কাজে আসবে । তবে আপনি একটা ভুল করেছেন । আপনি দুটো বক্স থেকে টিক চিহ্ন তুলতে বলেছেন ।তার কোনো প্রয়োজন নেই , শুধু প্রথম টিক চিহ্ন টা তুললেই কাজ হয় ।বিশ্বাস না হলে চেষ্টা করে দেখতে পারেন ।
অনেক পুরানো বিসয়, তার পর ও অনেকের কাজে লাগবে…আমিও প্রথম যখন পিসি ব্যবহার করা শুরু করি তখন জানতাম না ।
খুটিনাটী বিসয় গুলো সবার সামনে তুলে ধরা একটি ভালো উদ্যোগ । ধন্যবাদ