উইন্ডোজ সেভেন টিপসঃ চালু করুন গড মুড

উইন্ডোজ সেভেন কন্ট্রোল প্যানেল এ একটি জটিল অপশন হচ্ছে গড মুড। উইন্ডোজ সেভেন কন্ট্রোল প্যানেল এ যদিও কিছু পরিবতন করা হয়েছে তবুও কিছু অপশন পেতে আপনাকে বেগ পেতে হবে, গড মুড হচ্ছে এমন একটি অপশন যে আপনাকে সহজে সবকিছু একটি ফোল্ডারএ দেখতে সাহায্য করবে। গড মুড চালু করতে একটি নতুন ফোল্ডার তৈরি করুন এবং রিনেম করুন (প্রথম অংশ ফোল্ডার এর নাম আপনি যা ইচ্ছে দিন জেম্ন আমার টা GOD MOD আপনি চাইলে "Super Control Panel", "Advanced", "God Mode" ইত্যাদি দিতে পারেন তারপর ডট এক্সটেন্সান এর জায়গায় লিখুন ঠিক যেভাবে আছে সেভাবে .{ED7BA470-8E54-465E-825C-99712043E01C} তারপর এন্টার চাপুন।

উদাহরণ GOD View.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}

এবার ডট এক্সটেন্সান থেকে বাকি গুলো হাইড হয়ে যাবে আর ফোল্ডার এ ডাবল ক্লিক করলে দেখবেন উইন্ডোজ সেভেন কন্ট্রোল প্যানেল সকল অপশন সহ ২৬০ টি অপশন দেখাচ্ছে।

</a

আমার বল্গ:http://www.shopnilcomputersystem.blogspot.com/

Level 0

আমি Faysal Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Mohammad Faysal Hasan CEO (MaximusIT) Desktop Support (Metro Trains Melbourne) Microsoft Certified Solution Associate (MCSA: Windows 7) Information Technology Infrastructure Library (ITIL v3 Certified) Bachelor of Information Technology (SCU, Australia) Higher Diploma in Software Engineering (APTECH, Bangladesh) Web: http://www.maximusit.net It’s Your Life ... ... C O L O U R...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😀

এই মুডে আমি কি আমার কমপু এর গড অইয়া জামু ?? ? বিরাট মজার কাহিনি মনে অইতাসে … 🙂

যদিও গড মোডের অর্থ হওয়া উচিত ছিল যেকোন কাজ করতে পারার ক্ষমতা, মানে অ্যাডমিন লেভেলের ক্ষমতা। সেটা করা যায় এই কমান্ড দিয়ে net user administrator /active:yes

    Level 0

    অ্যাডমিন লেভেলের কাজের জন্যই আমি গড মোড ইউস করি যাতে সময় বাচে ও সহজে সকল অপশন একই সাথে পাওয়া যায়। আর কোম্পানির সিকিউরিটির জন্য এডমিন অ্যাকাউন্ট ডিজেবল করে রেখেছি। তাই শর্টকাট এই গড মোড

দারুন ! !

Level 2

কিচুই বুজলাম না । এটা চালু করতে হয় কখন কি ভবে। বিস্তারিত চাই ।

ভালো লাগ্লো।