Google Chrome থেকে নজরদারির ফাঁদে আপনিও! সমাধানের উপায়ে কি?

Google Chrome: কম্পিউটার ও মোবাইল থেকে প্রায় সকলেই এই ব্রাউজার ব্যবহার করেন। Chrome -কে সুরক্ষিত রাখার জন্য নিয়মিত আপডেট পাঠাতে থাকে Google। কিন্তু আপনি জানেন কি নিজের অজান্তেই Chrome ব্রাউজার ব্যবহারে একটা ভুলে আপনার সব তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে যেতে পারে? ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য বিশ্বের জনপ্রিয়তম ওয়েব ব্রাউজার Google Chrome। কম্পিউটার ও মোবাইল থেকে প্রায় সকলেই এই ব্রাউজার ব্যবহার করেন। Chrome-কে সুরক্ষিত রাখার জন্য নিয়মিত আপডেট পাঠাতে থাকে Google। কিন্তু আপনি জানেন কি নিজের অজান্তেই Chrome ব্রাউজার ব্যবহারে একটা ভুলে আপনার সব তথ্য হ্যাকারদের কাছে পৌঁছে যেতে পারে?

ইন্টারনেটের ইতিহাসের প্রথম থেকেই অনলাইন ট্র্যাকিং হয়ে আসছে। কিন্তু বিগত এক দশকে অনলাইন ট্র্যাকিংয়ের পরিমাণ আকাশ ছুঁয়েছে। বিশেষ করে বিজ্ঞাপণ দেখানোর জন্য ইন্টারনেট ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিয়মিত চুরি করতে থাকে বিভিন্ন সংস্থা। বিভিন্ন টুল ব্যবহার করে এই কাজ করে সাইবার ক্রিমিনাল ও ডিজিটাল মার্কেটাররা। ব্যবহারকারীকে ব্যক্তিগত বিজ্ঞাপণ দেখানোর উদ্দেশ্যেই এই কাজ করা হয়। Bleeping Computer ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ওয়েব ডেভেলপাররা z0ccc নামে একটি এক্সটেনশন ফিঙ্গারপ্রিন্ট তৈরি করেছেন। যে কোন ব্রাউজার এক্সটেনশনে এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ব্যবহারকারীর উপর নজরদারি সম্ভব। গবেষকরা জানিয়েছেন ইতিমধ্যেই Google Chrome ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশনে ইতিমধ্যেই একটি গোপন টোকেন ব্যবহার শুরু হয়েছে। এই ফিঙ্গারপ্রিন্ট এক্সটেনশনটি Google Chrome Web Store -এর 1, 170 টি জনপ্রিয় এক্সটেনশনকে স্ক্যান করতে পারে। যদিও Firefox ব্রাউজারে এই স্ক্যান কাজ করে না। গবেষকরা এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সমাধান কী ভাবে?

  • অনলাইনে ট্র্যাকিং বন্ধ করতে আপনি যে ওয়েব ব্রাউজার ব্যবহার করছেন না নিয়মিত আপডেট করুন। এই জন্য ব্রাউজার ওপেন করে Settings ওপেন করুন। এর পরে Check for Update অপশন বেছে নিন।
  • যে কোন ওয়েবসাইট ব্রাউজারের Incognito Mode -এ ওপেন করুন। কোন কোন ব্রাউজারে Private Mode নামে এই ফিচার ব্যবহার হয়। এই মোডে ব্রাউজিং করলে আপনার কোন তথ্য সেভ হবে না। এছাড়াও কোন ভাবেই আপনার অনলাইন অ্যাকটিভিটি ট্র্যাক করা যাবে না।
  • ব্রাউজারে যে কোন এক্সটেনশন ইনস্টল করার অভ্যাস বন্ধ করুন। শুধুমাত্র বিশ্বাসযোগ্য ডেভেলপারদের এক্সটেনশন ব্রাউজারে ইনস্টল করুন। সুরক্ষিত থাকতে অজানা সোর্স থেকে থার্ড পার্টি এক্সটেনশন ডাউনলোড করবেন না।

অনেকেই অনলাইনে সুরক্ষার জন্য Firefox ব্যবহারের পরামর্শ দেন। অনলাইন সুরক্ষা বিশেষজ্ঞদের মতে এই ব্রাউজার Google Chrome -এর থেকে অনেকটা বেশি সুরক্ষিত। তাই বিকল্প হিসাবে Google Chrome এর বদলে কম্পিউটার ও মোবাইলে Firefox ব্যবহারের কথা ভাবতে পারেন।

ধন্যবাদ, আমার টিউনটি পরার জন্য। আরো মজার টিউন পেতে আমার টিউন প্রোফাইলে ঘুরে আসুন আর প্রতিদিন আপডেট পেতে ফলো বাটনে ক্লিক করুন।

Level 1

আমি শ্রাবন মজুমদার। Manager, Reputed Company, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস