ফ্রি ডমিন দিয়ে শুরু করুন আপনার ব্লগিং যাত্রা

সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। পরীক্ষার কারনে নিয়মিত লিখতে পারছি না বলে আমি দুঃখিত। যাই হোক আজকের পোস্টে আমি আপনাদের কিছু ফ্রি ডমিনের সন্ধান দেব। আমার নেক্সষ্ট পোস্ট আসবে কিছু ফ্রি হোস্টিং সাইটের উপর। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক-


১. cz.cc: ফ্রি ডমিন এর ভিতর cz.cc বেশ নামি দামি। এরা ২ বছরের জন্য মোট ৪টি ফ্রি ডমিন দেয়। তার মানে cz.cc রেজিস্ট্রেশন করে ২ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যেতে পারেন। cz.cc সুবিধা গুলো নিম্নে দেওয়া হল।
• এক একাউন্টে থেকে আপনি ৪ টা ডমিন নিতেপারবেন ২ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• প্রথম ২ বছরের পর রিনিউ করতে মাত্র ৩ ডলার লাগবে।
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।

২. co.cc: আমার দেখা ফ্রি ডমিন গুলোর ভিতর co.cc আনেক ভাল। co.cc তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ১ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। co.cc যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ২ টা ডমিন নিতেপারবেন ১ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record এর সুবিধা রয়েছে।
• প্রথম বছরের পর রিনিউ করতে মাত্র ৩ ডলার লাগবে। (যদি ব্যাক্তিগত ব্যবহারের জন্য ডমিন নেন তাহলে রিনিউ ফি লাগবে না)
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
• co.cc ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।
• ডমিন সেটাপের সকল গাইড-ও রয়েছে।

৩. co.tv: এরাও ফ্রি ডমিন জগতে বেশ নামি দামি। co.tv ১ বছরের জন্য ফ্রি ডমিন দেয়। co.tv তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ১ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। co.tv যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ৩ টা ডমিন নিতেপারবেন ১ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• প্রথম বছরের পর রিনিউ করতে মাত্র ৩+ ডলার লাগবে। (যদি ব্যাক্তিগত ব্যবহারের জন্য ডমিন নেন তাহলে রিনিউ ফি লাগবে না)
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
• co.tv ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।
• যারা এফিলিয়েশন করেন তাদের জন্য এই ডমিনটা বেশ কাজের।

৪. cc.cc: এরাও বেশ নামি দামি সাইট। cc.cc ১ বছরের জন্য ফ্রি ডমিন দেয়। cc.cc তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ১ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। cc.cc যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ৩ টা ডমিন নিতেপারবেন ১ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• প্রথম বছরের পর রিনিউ করতে মাত্র ৩+ ডলার লাগবে।
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন।
• cc.cc ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।
• cc.cc ডমিন আর একটা সুবিধা আছে আর তা হল- এটা গুগলের এপস্‌ সাপোর্ট করে।

৫. ka.hn: এরা ফ্রি ডমিন জগতে নতুন। কিন্তু বেশ ভাল। ka.hn ২ বছরের জন্য মোট ৫টি ফ্রি ডমিন দেয়। ka.hn তে রেজিস্ট্রেশন করলে আপনি পুর ২ বছরের জন্য ডমিনের মালিক হয়ে যাবেন। ka.hn যেসকল সুবিধা রয়েছে তা নিম্নরুপ-
• এক একাউন্টে থেকে আপনি ৫ টা ডমিন নিতেপারবেন ২ বছরের জন্য।
• DNS, Domain Forwording, Name Record, MX service এর সুবিধা রয়েছে।
• বছর শেষ হয়ে যাবার পর রিনিউ করতে মাত্র ৩+ ডলার লাগবে।
• রেফারেলের সুবিধা রয়েছে, যার মাধ্যমে এক্সট্রা ইনকামও করতে পারবেন।

আপনাদের জানা আরো ভাল কোন ফ্রি ডমিন সাইটের সন্ধান থাকলে তা মতমতের স্থানে জানান। এই লেখাটি সর্ব প্রথম আমদের অনলাইন সাপোর্ট ব্লগে প্রকাশিত হয়েছে।

Level 0

আমি ব্লগার মাসুদুর রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 189 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্লগিং করছি সেই ২০০৮ থেকে। বর্তমানে ডেভসটিম এর কো-ফাউন্ডার ও সি.এফ.ও পদে কর্মরত আছি। বাংলা ব্লগিংয়ের প্রতি অসম্ভব ভালবাসা থেকেই আর্ন ট্রিক্স.কম ব্লগটি তৈরী করা। আর্ন ট্রিক্স ব্লগের প্রধান উদ্দেশ্য হল, সবার মাঝে ওয়েব এন্টারপ্রিনারশিপ মনোভাব তৈরী করা ও নতুনদের সঠিক গাইডলাইন দেওয়া। আমাকে ফেসবুকে পাবেন এখানে । টুইটারে অনুসরণ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

co.cc গুগল তার ইনডেক্স থেকে বাদ দিয়েছে। তাই এখন এই সাবডোমেইন দিয়ে সাইট করলে সার্চ ইঞ্জিনে দেখাবে না।

    ভাই এইখানে মোট ৫ টা ডমিনের নাম দেয়া হয়েছে। co.cc গুগল তার ইনডেক্স থেকে বাদ দিয়েছে তাতে কি অন্য গুলো তো আছে। আর অন্য গুলো co.cc চেয়ে অনেক ভাল।
    সু নো চিন্তা ডু ফুর্তি। 😉

    গুগল যদি ইনডেক্স থেকে ডিলিট করে দিল তারপর ও ভাল ডোমেইন বলতেছেন কোন হিসেবে? এটা দিয়ে সাইট তৈরি করে যদি সার্চেই আসল না তাহলে কি লাভ সাইট তৈরি করে?

    DHmart – উনি বলেছেন co.cc ইন্ডেক্স করা বাদ দিয়েছে, কিন্তু মাসুদ ভাই যেগুলো শেয়ার করেছেন গুগল সেগুলো ইন্ডেক্স করে…

    আরিফ ভাই,
    আমি তো অন্যগুলোর কথা বলিনি। .co.cc নিয়ে লিখতে গিয়ে উনি বলেছেন:
    • আমার দেখা ফ্রি ডমিন গুলোর ভিতর co.cc আনেক ভাল।
    • co.cc ডমিন কে ইচ্ছে করলে এডসেন্স-এ পার্কিং করতে পারবেন।

    এজন্য বলছিলাম এটা নিয়ে এখন আর আগ্রহ না দেখানোই ভাল।

    @DHmart.info: গুগল তো শুধু co.cc এর ডমিন গুলো ইন্ডেক্স বাদ দিছে কিন্তু আর অন্যগুলো তো ইন্ডেক্স করছে, সুতরাং অন্য যেসব ডমিন আছে সেই গুলো ইউজ করেন। ধন্যবাদ আপনার মতামতের জন্য।

    DHmart – হুম আমি তাহলে আপনার কথা বুঝতে ভুল করেছিলাম…

এই গুলা ডোমেইন না, এইগুলাকে বলে সাবডোমেইন

Level New

খুবই সুন্দর টিউন। ধন্যবাদ এত সুন্দর করে বুঝানোর জন্য।

তবে আমি মনে করি Free Domain ব্যবহার না করাই ভাল। কারন একজন এত কষ্ট করে সাইট Create করে পরে এই Domain গুলো Problem করে বা দেখা যায় co.cc গুগল তার ইনডেক্স থেকে বাদ দিয়েছে, কিছু দিন পর অন্য গুলো বাদ দিয়ে দিবে। ফ্রি হোস্টিং যদি Problem করে তারপর Back Up File অন্য হোস্টিং Change করা যায় But নাম তো Change করা যাবে না। আর একটি Domain দাম বেশী হলে ৮০০ টাকা (Per Year) হবে। আমার মনে হয় না এই টাকা কার জন্য বেশী Problem হবে।

(এটা আমার Personal মতামত দয়া করে কেউ রাগ করেন না PLZZZZ)

    ভাই যারা প্রফেশনাল ব্লগ/সাইট বানাতে চায় তারা কেন ফ্রি ডমিন ইউজ করবে? এইটা তাদের জন্য যারা এক্সপ্রিমেন্ট চালাবে ব্লগিং এর ক্ষেত্রে।

    এছাড়াও প্রথমিক ভাবেও এই ফ্রি ডমিন দিয়ে প্রফেশনালি ব্লগিং করা যায়।

    আমি আপনার সাথে একমত।

Level 0

CO.CC কে গুগল বাদ দিয়েঅছে মানে সব সার্চ ইন্জিন বাদ দিয়ে দিয়েছে তাই CO.CC তে সাইট বানানো যুক্তিসঙ্গত মনে করিনা । এক বছর দুই বছর পর তাদের টাকা দিতেই হবে রিনিউ করানোর জন্য তারচেয়ে ভাল একটি ডোমেইন কিনে নেয়া ।

আরে মাসুদ ভাই যে… এডসেন্স মাস্টার… এডসেন্স বিষয়ক পোস্ট পাবো আশা করি আপনার কাছ থেকে… কি বলেন?

অনেকের উপকার হবে ধন্যবাদ

যারা সিরিয়াসভাবে কোন কাজের জন্য সাইট বানাতে চায় তাদের কিনে ইউজ করা উচিত। আর টেস্টিং জাতীয় কিছু হলে এই ফ্রী সাবডোমেন অনেক কাজের।

    @মাসপি এখন লিনাক্স-মিন্টেঃ সহমত প্রশন করছি।

    তবে বলা যায় না কবে আবার অন্য ফ্রী সাবডোমেন গুলোকে ও ইনডেক্স এর তালিকা থেকে বাদ দেয় 🙂

অনেক দিন পর পোষ্টাইলা 😉 যারা ব্লগিং জগতে নতুন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটা পোস্ট। কিন্তু CO.CC টারে বাদ দিয়া দিলে আর এত ক্যাচাল হইতো না 😉 । যাক সর্বপরি ভালাই হইছে টিউনটা

Level 0

co.tv তে DNS সেটিংস করতে পারছি না। সাহায্য করলে ভাল হয়। বা কোন লিংক দিলে ভাল হয়, যেখানে বিস্তারিত লেখা আছে।