আমরা অনেকেই লক্ষ্য করেছি Adsense এর অথবা অন্যান্ন বিজ্ঞাপন এর কোড আমাদের ওয়েবসাইট টেমপ্লেটের কালার এর সঙ্গে ম্যাচিং হয়না ফলে বিজ্ঞাপনগুলোকে আলাদাভাবে চেনা যায় আর এতে ক্লিক কম হয়।বিভিন্ন কালারের Ads বসানোর ফলে সাইটের সুন্দর্যও নষ্ট হয়।তাই একটি টুলস আপনাকে কালার ম্যাচিং এর ক্ষেত্রে সুন্দর সমাধান দেবে।
আমি এই টুলস দ্বারা কালার ম্যাচ করে আমার সাইটে Adsense এর কোড বসিয়েছি।
একবার ঘুরে আসলে বুঝবেন ১০০% কালার ম্যাচ করা।এখানে ক্লিক করুন।
টুলসটি যেভাবে ব্যবহার করবেনঃ
*ডাউনলোড করুন এখান থেকে।
*ইন্সটল করুন।
*এরপর এটিকে Run করলে দেখবেন Mouse Pointer যেদিকে যাচ্ছে সেখানের কালার কোড দেখাচ্ছে।কিন্তু এভাবে আপনি কোড নিতে পারবেন না।
*আপনার সাইটের যে অংশের কালার কোড চান সেখানে Mouse Pointer রেখে মাউসের ওপর থেকে হাত সরিয়ে নিন।
*এবার কিবোর্ডে একসাথে একবার Ctrl + G চাপুন।[দুবার চাপলে হবেনা]
*ছবিটি দেখুন----
*এরপর আপনার Ads এর কালার সেটিংস থেকে ম্যাচিং করে Ads সাইটে বসান।
আমি arifbinali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ দারুন তো, এরকম অন্য একটা আমি ব্যাবহার করি আর ফোটোশপ তো আছেই, তবে আপনার টায় আরো কিছু পাবী এই আশায় ডালো মারিলুম ! 😀