আসসালামু আলাইকুম আশাকরি ভাল আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভাল আছি।আমি আজ আমি একটি বিষয় এ বলবো হয়তো এই বিষয়টা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না এই টি উন তাদের জন্য ( শুধু United Arab Emirates এর জন্য ) যারা UAE তে থাকেন। তাদের জন্য উপকারে আসবে বলে আমি মনে করি। যারা UAE তে DU ব্যবহার করেন । তাদের জন্য এই সুবিধা। DU ব্যবহার কারি রা এই সেবা সুবিধা পাবেন। একে বারে বিনা মূল্যে।
তো আশা যাক আসল কথায়...............
আপনার মোবাইলের web ওপেন করুন।এবং টাইপ করুন...........
0.facebook.com এটা মোবাইলে টাইপ করুন।
এবার আপনার facebook ID দিয়ে sign in করুন এবং উপভোগ করুন ফ্রি facebook এর মজা।
সন্দেহ হলে কিছুক্ষণ পরে আপনার ব্যলেস্স চেক করে দেখুন।
এখানে শেষ নয় আরো আছে.................
operamini দিয়ে DU থেকে সম্পূর্ণ ফ্রি browsing করা downloding করা যায়। কি খুব মজা তাই না।
বিষয় টা secured বিধায় এখানে আলোচনা করলাম না। হঁা কিছু আলামত দিয়ে দিই। কিছু দিন আগে টেকটিউনে operamini দিয়ে গ্রামীনফোন থেকে ফ্রি নেট যে ভাবে ব্যবহার করেছে। টিক সে ভাবে। আমি আমার অনেক বন্ধুকে লাইন করে দিয়েছি। তারা মনের সুখে browsing ও downloding করছে।
বিষয় টা জানতে আমাকে ই-মেইল করতে পারেন।
Live TV দেখতে ঘুরে আসতে পারেন। এখান থেকে
আমি মোহাম্মদ দৌলত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 332 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এসএমএস এবং হোয়াট্সঅ্যাপ মার্কেটিং একসাথে । https://fb.me/mddoulat2, https://mddoulat.com, https://my.bipsms.com
bangladesh