উইন্ডোজ সেভেন এ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন ???

টেক্টটিউন্স এর ভক্ত আমি অনেক দিন ধরেই। এখান থেকে আমি জীবনে অনেক উপকার পেয়েছি। মাঝে মাঝে তাই আমারও ইচ্ছে হত টিউন করার কিন্তু কখনো সাহস পাই নি। কিন্তু কয়েক দিন আগে এই বিষয়ে ধরা খাইলাম। তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটা পোষ্ট করি। আমি জানি না এই বিষয়ে পূর্বে আরো পোষ্ট হয়েছে কিনা তবে আমি দেখিনি। যদি কোন ভুল থাকে তাহলে ক্ষমা করবেন। আর যদি পারেন একটু উৎসাহিত করবেন যেন সামনের দিনগুলোতে ভাল ভাল পোষ্ট করতে পারি।

প্রথমে আপনার ডিভিডি রোম এ উইন্ডোজ এর সিডি প্রবেশ করান। তারপর নিচের মত দেখতে পাবেন “Press any key to boot from CD or DVD”।

তারপর আপনার সিডি ইন্সটল শুরু হয়ে যাবে। সময়, ভাষা, ইত্যাদি সিলেক্ট করে “Next” এ ক্লিক করেন।

তারপর নিচের ছবির মত “Repair your Computer” সিলেক্ট করেন।

তারপর যেই অপারেটিং সিস্টেম আপনি ঠিক করতে চান সেটা নির্বাচন করেন। নিচের ছবির মত করে।

এখন সিষ্টেম রিষ্টোর লিঙ্ক এ ক্লিক করুন ছবির মত। তারপর একটি যে তারিখে আপনার পাসওয়ার্ড হারিয়েছেন তা নির্বাচন করে নিশ্চিত হয়ে নিন। তারপর রিস্টার্ট দিন। ব্যাস কাজ শেষ। ছবি দেখুন।

যদি আপনার কাছে উইন্ডোজ ৭ এর সিডি না থাকে তাহলে “Advanced Boot Option” এ গিয়ে “Repair your computer” নির্বাচন করুন। ধন্যবাদ।

Level 0

আমি Kazi Rahim Ullah Rahi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভালবাসি মানুষের ব্লগ পড়তে এবং নতুন নতুন জিনিস জানতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজে লাগবে। ধন্যবাদ।

    Level 0

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

হুম , কাজের টিউন 😉 ।
ধন্যবাদ সেয়ার করার জন্য …………………

    Level 0

    আপনাকেও ধন্যবাদ আপনার মুল্যবান সময় নষ্ট করে আমার টিউন পড়ার জন্য।

এই টিউন টা পড়ে দেখতে পারেন। এখানে সব windows এর password Remove করার পদ্দতি পাবেন। https://www.techtunes.io/hacking/tune-id/50232/ ধন্যবাদ সবাইকে।

    Level 0

    ভাই, থাকতেই পারে, তবে আমি জানি না। নিজে এমন সমস্যায় পড়েছি, এবং সমাধান নিজেই করেছি। তাই এই টিউন করা। ধন্যবাদ।

আমার ক্লিয়ার হইলো না। আমি ব্যবহার করছি অরিজিনাল Win7 । আমার কাচে কোন win7 এর CD নেই। আর বাজার থেকে কিনলে সেটা অরিজিনাল তো হবেই না। এখন CD ঢুকিয়ে রিস্টোর করলে আমার অরিজিনাল কি আর থাকবে?

ধন্যবাদ।
অনেক কাজের জিনিষ দিয়েছেন।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ।

ভালো লাগলো না।

    Level 0

    ভাই, ভাল লাগা না লাগা নিজস্ব ব্যাপার। ধন্যবাদ মন্তব্যের জন্য।

ভালো লাগলো।

আমাকে কী কেউ হেলপ করবেন?
১. আমার ল্যাপটপে Windows-7 install করেছি। এখন আবার windows xp install করতে চাচ্ছি। কিন্তু কোনোক্রমে আর windows xp install হচ্ছে না।
অথবা
২. Windows-7 compatible hp officejet 4255 এর জন্য ‍সফটওয়্যার driver পাচ্ছি না।

Level 0

http://www.dodownload.net/?s=hp+officejet+4255+driver+for+windows+7 এই লিঙ্ক থেকে আপনার প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিন।একটা ভাল নতুন এক্সপি ডিস্ক দিয়ে চেষ্টা করেন এক্সপি ইন্সটল হয়ে যাবে।