সারা দিন-রাত WhatsApp-এ কথা বললেও ধরা পড়বেন না, কী ভাবে অন করবেন নতুন ম্যাজিক এই ফিচারটি?

নতুন ফিচারে আপনি সঙ্গীকে 'গুডনাইট’ জানিয়েও হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যেতে পারবেন। এই জন্য Settings থেকে কয়েকটি অপশন বদল করতে হবে। নতুন এই ফিচারে আপনি WhatsApp এ চ্যাট করলেও Online দেখাবে না। এছাড়াও গোপন রাখা যাবে Last Seen স্ট্যাটাস ও প্রোফাইল ছবি। গ্রাহকের গোপনীয়তা বাড়াতে একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এল জনপ্রিয় মেসেজিং অ্যাপ।

ব্যবহারকারীর মন জয় করতে নিয়মিত নতুন ফিচার যোগ হচ্ছে WhatsApp-এ। ফের একবার নতুন ফিচার নিয়ে হাজির হল Meta -র এই মেসেজিং অ্যাপ। নতুন ফিচারে এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে চ্যাটিং চালিয়ে গেলেও কেউ জানতে পারবেন না। নতুন প্রাইভেসি ফিচারে Last Seen এর সঙ্গেই Online স্ট্যাটাস গোপন রাখা যাবে। এছাড়াও নির্দিষ্ট ব্যবহারকারীর কাছ থেকে নিজের প্রোফাইল ছবি গোপন রাখতে পারবেন। ইতিমধ্যেই Telegram -এর মতো মেসেজিং অ্যাপে এই ধরনের প্রাইভেসি ফিচার উপস্থিত থাকলেও এতদিন WhatsApp গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারতেন না। ইতিমধ্যেই প্রোফাইল ছবি ও Last Seen স্ট্যাটাস লুকিয়ে রাখার ফিচার নিয়ে হাজির হয়েছিল WhatsApp। যদিও এই মেসেজিং প্ল্যাটফর্মে অনলাইন থাকলে যে কেউ তা দেখে নিতে পারেন। এছাড়াও WhatsApp ব্যবহারের জন্য নিজের মোবাইল নম্বরের মাধ্যমে লগ ইন বাধ্যতামূলক। Telegram -এর মতো অ্যাপে মোবাইল নম্বর ছাড়াই লগ ইন করা সম্ভব।

নিজের কনট্যাক্টে সেভ থাকা যে সব নম্বরের থেকে নিজের প্রোফাইল ছবি, Last Seen, Online স্ট্যাটাস ও Bio লুকিয়ে রাখতে চান তা সিলেক্ট করে নিতে পারবেন। WhatsApp ওপেন করে Settings থেকে এই কাজ করা যাবে। Settings থেকে সিলেক্ট করুন Account > Privacy। এবার যে যে তথ্য লুকিয়ে রাখতে চান সেগুলি সিলেক্ট করে My contacts except সিলেক্ট করুন। এখানে আপনি যে যে ব্যক্তির কাছ থেকে নিজের তথ্য গোপন রাখতে চান সেই নম্বরগুলি সিলেক্ট করে নিন। এই ক্ষেত্রে আপনি সেই সব ব্যক্তির, Last Seen ও Online স্ট্যাটাস দেখতে পাবেন না। এই বিষয়টি জেনে রাখা প্রয়োজন। নতুন এই ফিচার এনেবেল করে WhatsApp -এ চ্যাট করার সময় আপনাকে Online দেখাবে না। অর্থাৎ আপনি WhatsApp ব্যবহার করছেন কিনা তা জানতে পারবেন না অন্য কোন ব্যক্তি। এভাবেই আপনি হতে পারেন অন্যদের থেকে সেইফ।

Level 1

আমি শ্রাবন মজুমদার। Manager, Reputed Company, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস